Subscribe Us

কে বাঁচায় কে বাঁচে । উচ্চমাধ্যমিক 2022 । MCQ QUSTION

কে বাঁচায় কে বাঁচে 

মানিক বন্দ্যোপাধ্যায়

 ALL MCQ QUSTION



 ১ ) “ বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে"যেখানে-

 ( ক ) ফুটপাথও বেশি নেই

 ( খ ) লােক বেশি যায় না  

 ( গ ) কম লােক বাস করে

 ( ঘ ) মানুষেরা ঝগড়া করে 


২ ) মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে –

 ( ক ) সে নিজে

 ( খ ) চাকর ও ছােটো ভাই

 (গ) চাকর

 ( ঘ ) ছােটো ভাই


৩ ) কে বাঁচায় , কে বাঁচে ' গলাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? – 

 ( ক ) মহামন্বন্তর

 ( খ ) ভৈরব

 ( গ ) পুথিপত্র

 ( ঘ ) কালিকলম  


৪ ) মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল ?-

 ( ক ) অফিস যাওয়ার পথে 

 ( খ ) অফিস থেকে ফেরার পথে

 ( গ ) চাকর 

 ( ঘ ) বাজার যাওয়ার পথে 


 ৫ ) “ কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল" । কারণ -

  ( ক ) অফিসের কাজের চাপ প্রবল 

 ( খ ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল

 ( গ ) প্রথম বার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল

 ( ঘ ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল


৬ ) আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখল ?-

 ( ক ) ফুটপাথে মৃত্যু

 ( খ ) অনাহারে মৃত্যু  

 ( গ ) বস্তিবাসীর মৃত্যু 

 ( ঘ ) পাগলের মৃত্যু   


৭ ) কোথায় মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিল ?

 ( ক ) অফিসে যাওয়ার পথে ফুটপাথে

 ( খ ) অফিসে যাওয়ার পথে বাসের মধ্যে

 ( গ ) অফিসে যাওয়ার পথে পার্কে

 ( ঘ ) অফিসে যাওয়ার পথে লঙ্গরখানায়


৮ ) “ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের" ... কি হয়?-

 ( ক ) বমি হয় 

 ( খ ) ঘুম পায় 

 ( গ ) রাগ হয় 

 ( ঘ ) শরীরে তার প্রতিক্রিয়া হয় 


৯ ) “ ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়ােজন হয় না ।'— কার প্রয়ােজন হয় না?

 ( ক ) নিখিল 

 ( খ ) টুনুর মা

 ( গ ) মৃত্যুঞ্জয় 

 ( ঘ ) টুনু


 ১০ ) মৃত্যুঞ্জয় যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে - 

 ( ক ) রীতিমতো কাবু

 ( খ ) ভয়ানক কাবু 

 ( গ ) রীতিমতো অসুস্থ

 ( ঘ ) ভয়ানক অসুস্থ


 ১১ ) মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞলে ? 

 ( ক ) নিরিবিলি অঞ্চলে 

 ( খ ) কোলাহলপূর্ণ অঞ্চলে 

 ( গ ) বস্তি অঞ্চলে 

 ( ঘ ) অভিজাত অঞলে


১২ ) “ একটু বসেই তাই উঠে গেল কলঘরে । ” — 'কলঘরে' যাওয়ার কারণ-

 ( ক ) জল খাওয়ার জন্য

 ( গ ) গা - হাত - মুখ ধােয়ার জন্য

 ( খ ) বমি করার জন্য

 ( ঘ ) মেশিন চালানােরজন 


১৩) মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম- 

 ( ক ) রাহুল

 ( খ ) রাজীব 

 ( গ ) রাজা

 ( ঘ ) নিখিল


 ১৪ ) “ পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এল , ” — তখন মৃত্যুঞ্জয়

 ( ক ) বাড়ি খাচ্ছিল

 ( খ ) টিফিন খাচ্ছিল

 ( গ ) জল খাচ্ছিল 

 ( ঘ ) বই পড়ছিল


 ১৫ ) গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল ? 

 ( ক ) জানলার ফাক দিয়ে আকাশের দিকে

 ( খ ) ঘরের দেয়ালের দিকে 

 ( গ ) ঘরের ছাদের দিকে

 ( ঘ ) জানলার ফাক দিয়ে রাস্তার দিকে 


১৬) অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন –

 ( ক ) সমপদস্থ

 ( খ ) মৃত্যুঞ্জয় উচ্চপদস্থ

 ( গ ) প্রায় সমপদ 

 ( ঘ ) নিখিল উচ্চপদস্থ 


 ১৭)অফিসে মৃত্যুঞ্জয়  নিখিলের চেয়ে কত বেশি মাইনে পাই ?

 ( ক ) একুশ টাকা

 ( খ )  পঞ্চাশ টাকা

 ( গ )  কুড়ি টাকা

 ( ঘ ) ত্রিশ টাকা


১৮ ) অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে পঞ্চাশ টাকা বেশি মাইনে পায় , কারণ -

 ( ক ) মৃত্যুঞ্জয়ের বয়স বেশি বলে

 ( খ ) একটা বাড়তি দায়িত্বের জন্য

 ( গ ) মৃত্যুঞ্জয় বসের প্রিয় বলে 

 ( ঘ ) মৃত্যুঞ্জয় দূর থেকে আসে বলে 


১৯ ) নিখিলের বুদ্ধি ছিল ।

 ( ক ) সামান্য 

 ( খ ) মাঝার

 ( গ ) তীক্ষ্ণ

 ( ঘ ) ভোতা 


২০ ) “ নিখিল রােগা , তীক্ষ্ণবুদ্ধি এবং একটু ... "

 ( ক ) আলসে প্রকৃতির লােক

 ( খ ) সাহসী প্রকৃতির লােক

 ( গ ) ভীরু প্রকৃতির লােক

 ( ঘ ) চালাক প্রকৃতির লােক 

 

২১ ) নিখিল মৃত্যুঞ্জয়ের বিয়ের ক - বছর আগে বিয়ে করেছে ?

 ( ক ) এক বছর

 ( খ ) তিন বছর

 ( গ ) চার বছর 

 ( ঘ ) দুই বছর 


( ২২ ) নিখিলের বিয়ে হয়েছে কত বছর আগে ?-

 ( ক ) আট বছর আগে

 ( খ ) সাত বছর আগে

 ( গ ) ছয় বছর আগে

 ( ঘ ) পাঁচ বছর আগে


 ২৩ ) নিখিল ক - টি সন্তানের পিতা ?

 ( ক ) একটি 

 ( খ ) দুটি

 ( গ ) তিনটি

 ( ঘ ) চারটি । 


২৪ ) “ সংসারে তার নাকি মন নেই ' - কার মন নেই ?

 ( ক ) নিখিলের

 ( খ ) মৃত্যুঞ্জয়ের

 ( গ ) টুনুর মায়ের

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের 


২৫ ] নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায় ? 

 ( ক ) বই পড়ে আর একটা চিন্ত্যজগৎ গড়ে

 ( খ ) সংসারধর্ম পালন করে

 ( গ ) সামাজিক কাজকর্ম করে

 ( ঘ ) অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে


২৬ ) “ অন্য সকলের মতাে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে । ” — সে । কে ?

 ( ক ) অফিসের বস

 ( খ ) টুনুর মা

 ( গ ) নিখিল

 ( ঘ ) টুনু 


২৭ ) নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে । কারণ – 

 ( ক ) মৃত্যুঞ্জয় নিরীহ শান্ত দরাজ মানুষ বলে

 ( খ ) সৎ ও সরল মানুষ বলে

 ( গ ) নিরীহ শান্ত দরাজ , মানবসভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনাতাপস বলে

 ( ঘ ) দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী বলে 


২৮ ) “ নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না । ” — নিখিল এমনটি ভাবে –

 ( ক ) সকলে যখন মৃত্যুঞ্জয়ের প্রশংসা করে

 ( খ ) মৃত্যুঞ্জয়ের কাছে সে যখন কাবু হয়ে পড়ে

 ( গ ) মৃত্যুঞ্জয় আপন শক্তিপ্রয়ােগে যখন উদ্যোগী হয় 

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের উপরে সকলে যখন নির্ভরশীল হয় 


২৯) মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল কী অনুমান করল 

( ক ) বড়াে একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে ।

 ( খ ) মৃত্যুঞ্জয় ভীষণ সমস্যায় জর্জরিত 

 ( গ ) মৃত্যুঞ্জয়ের বাড়িতে অশান্তি হয়েছে 

 ( ঘ ) মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছে 


৩০) “ সে মাথা খুড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে । ” — সে কীসের মতাে মাথা খুঁড়েছে ? 

( ক ) শার্শিতে আটকানাে মৌমাছির মতাে 

 ( খ ) আহত ব্যক্তির মতাে

 ( গ ) পাগলের মতাে

 ( ঘ ) অসুস্থ রােগীর মতাে

 

৩১) " নিখিল সন্তর্পণে প্রশ্ন করলে । ” — তার প্রশ্নটি ছিল-

 ( ক ) তােমার কী হল ? 

 ( খ ) কী হল তােমার ? 

 ( গ ) কী হল হে তােমার ? 

 ( ঘ ) কী হয়েছে তােমার ?


 ৩২ ] “ আনমনে অর্ধ - ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” অর্ধ - ভাষণে মৃত্যুঞ্জয় কী বলে ?

 ( ক ) সবাই ভালাে থাকো

 ( খ ) দুনিয়াটা ছারখার হয়ে গেল 

 ( গ ) না খেয়ে মরে গেল 

 ( ঘ ) কেউ কথা রাখল না 


৩৩ ) মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ –

 ( ক ) অনাহারে মৃত মানুষকে দেখে দুঃখ পাওয়া

 ( খ ) মৃত মানুষটিকে দেখে চিনতে পারা 

 ( গ ) মৃত মানুষটিকে দেখে ভয় পাওয়া

 ( ঘ ) মৃত মানুষটিকে স্বপ্নে দেখা 


৩৪ ) “ মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে । ” নিখিলের এ কথা মনে হয়েছিল যখন –

 ( ক ) মৃত্যুঞ্জয় তার কোনাে কথার উত্তর দিল না

 ( খ ) মৃত্যুঞ্জয়কে সে আরও কয়েকটি প্রশ্ন করল

 ( গ ) মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠল 

 ( ঘ ) মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয় অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিল


 ৩৫ ) “ সেটা আশ্চর্য নয় । ” — কোন বিষয়টিকে বক্তার আশ্চর্য বলে মনে হয়নি ?

 ( ক ) অনাহারে মানুষের মৃত্যু

 ( খ ) মানুষকে অসুস্থ হতে দেখা

 ( গ ) অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা

 ( ঘ ) সামাজিক অবক্ষয়কে দেখা


 ৩৬) “ সে জবাবে বলল অন্য কথা ” -সে ' হল –

 ( ক ) মৃত্যুঞ্জয় 

 ( খ ) টুনু

 ( গ ) টুনুর মা

 ( ঘ ) নিখিল 


৩৭ ) “ এ অপরাধের প্রায়শ্চিত্ত কী ? —কোন অপরাধের কথা বলা হয়েছে ? 

 ( ক ) জেনেশুনেও ভরপেট খাওয়া 

 ( খ ) জেনেশুনেও না খাওয়া

 ( গ ) জেনেশুনেও এতকাল চারবেলা না খাওয়া 

( ঘ ) জেনেশুনেও কোনােরকম প্রতিবাদ না করা 


৩৮) “ যথেস্ট রিলিফ ওয়ার্ক ” না হওয়ার কারণ –

 ( ক ) টাকার অভাব

 ( খ ) লোকের অভাব

 ( গ ) সদিচ্ছার অভাব

 ( ঘ ) পরিকল্পনার অভাব


 ৩৯ ] “ নিখিল চুপ করে থাকে । কারণ – 

 ( ক ) মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে

 ( খ ) ফুটপাথে অনাহারে মৃত্যু দেখে

 ( গ ) খবরের কাগজে মৃত্যুর খবর পড়ে

 ( ঘ ) খাওয়ার সময় কথা না বলাটাই তার অভ্যাস 


৪০) “ দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ” –এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ? 

 ( ক ) চিতার আগুন

 ( খ ) ক্ষুধার আগুন 

 ( গ ) মণ্ডের আগুন

 ( ঘ ) দাবানল


 ৪১) অন্নের বদলে বরং , সমিধ পরিণত হয়ে যাবে । ” –সমিধ ’ শব্দের অর্থ হল –

 ( ক ) যজ্ঞের হােমের কাঠ

 ( খ ) সমাধি

 ( গ ) ক্ষুধার আগুন

 ( ঘ ) অগ্নি


৪২ ) "কিন্তু সেটা হয় অনিয়ম ” -কোন বিষয়কে অনিয়ম বলা হয়ে

 ( ক ) সত্যের অপলাপ ঘটিয়ে মিথ্যেকে মেনে নেওয়া

 ( খ ) রূঢ় বাস্তব নিয়মকে অগ্রাহ্য করে মানুষের সহযােগী নীতি করা

 ( গ ) রূঢ় বাস্তব নিয়মকে উলটে মধুর আধ্যাত্মিক নীতি করা

 ( ঘ ) রূঢ় বাস্তব নিয়মকে অগ্রাহ্য করে তাকে সুন্দর বলা।


৪৩ ) কে হাতে সংবাদপত্র তুলে নিল ?

 ( ক ) নিখিল

 ( খ ) মৃত্যুঞ্জয়

 ( গ ) টুনু

 ( ঘ ) টুনুর মা 


 ৪৪ ) সংবাদপত্রে কোন বিষয়ে হা - হুতাশ করা মন্তব্য করা হয়েছে ?

 ( ক ) ভালােভাবে রিলিফ - ওয়ার্ক না হওয়া 

( খ ) গােটা কুড়ি মৃতদেহকে দাহ না করা 

( গ ) গােটা কুড়ি মৃতদেহ পথে পড়ে থাকা 

 ( ঘ ) গােটা কুড়ি মৃতদেহকে ভালােভাবে সাতির ব্যবস্থাসহ স্বর্গে না পাঠানাে


৪৫) নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় ? 

 ( ক ) তিন 

 ( খ ) দুই

 ( গ ) চার

 ( ঘ ) পাঁচ 


৪৬ ) নিখিল সাহায্যের টাকা পাঠায় । 

 ( ক ) চিঠির মধ্যে টাকা দিয়ে 

 ( খ ) মানি অর্ডার সহযােগে 

 ( গ ) লােকের সাহায্যে

 ( ঘ ) ব্যাংক - এর সাহায্যে


৪৭) নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল ?

 ( ক ) তিন টাকা

 ( খ ) চার টাকা 

 ( গ ) পাঁচ টাকা 

 ( ঘ ) ছয় টাকা 


৪৮ ) “ সেদিনের পর থেকে মৃত্যুয়ের মুখ বিষন্ন গম্ভীর হয়ে আছে । ” — কোন দিনের পর থেকে?

 ( ক ) যেদিন থেকে অফিসে তার মাইনে কমে গেছে 

 ( খ ) যেদিন থেকে অফিসে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে 

 ( গ ) যেদিন সে ফুটপাথে প্রথম অনাহারের মৃত্যু দেখেছিল

 ( ঘ ) যেদিন নিখিলের সঙ্গে তার ঝগড়া হয়েছিল


 ৪৯) “ একটা কাজ করে দিতে হবে ভাই । ” — কী কাজ করতে বলেছিল মৃত্যুঞ্জয় ? 

 ( ক ) খাবার সংগ্রহ করতে বলেছিল 

 ( খ ) টাকাটা কোনাে রিলিফ - ফান্ডে দিয়ে আসতে বলেছিল

 ( গ ) দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে বলেছিল 

 ( ঘ ) বাজার করতে বলেছিল 


৫০ ) “ মৃত্যুঞ্জয় একড়া নােট নিখিলের সামনে রাখল । ” — টাকাটা 

 ( ক ) নিখিলকে ধার দেবে

 ( খ ) রিলিফ - ফান্ডে দেবে

 ( গ ) নিখিলকে ঘুষ দেবে 

 ( ঘ ) অফিসের সকলকে ভুরিভােজ করাবে


৫১) মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করত , কারণ – 

 ( ক ) মাইনের টাকায় চলত না 

 ( খ ) রিলিফ - ফান্ডে টাকা পাঠানাের জন্য

 ( গ ) মেয়ে টুনুর পড়াশােনার জন্য 

 ( ঘ ) স্ত্রীর চিকিৎসার জন্য 


৫২ ) মৃত্যুঞ্জয় তার মাইনের কতটা অংশ রিলিফ - ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল ?

 ( ক ) বােনাস পাওয়া অংশ

 ( খ ) মাইনের অর্ধেক অংশ 

 ( গ ) মাইনের একের চার ভাগ

 ( ঘ ) সমস্ত মাইনেটাই 


৫৩) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে –

 ( ক ) দশজন লােক

 ( খ ) পাঁচজন লােক

 ( গ ) সাতজন লােক

 ( ঘ ) ন’জন লােক 


৫৪) “ আমার আর টুনুর মা'র এক বেলার ভাত বিলিয়ে দি । ” 'টুনুর মা ' হল - 

 ( ক ) মৃত্যুঞ্জয়ের প্রতিবেশী 

 ( খ ) মৃত্যুঞ্জয়ের দিদি 

 ( গ ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী 

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের বউদি 


৫৫ ) কোন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঝিয়ে ওঠে ?

 ( ক ) টুনুর মার যা স্বাস্থ্য , একবেলা খেয়ে দিন কুড়ি - পঁচিশ টিকতে পারবে 

 ( খ ) টুনুর মার যা স্বাস্থ্য , একবেলা খেয়ে দিন দশ - পনেরাে টিকতে পারবে

 ( গ ) টুনুর মার যা স্বাস্থ্য , একবেলা খেয়ে দিন পনেরাে - কুড়ি টিকতে পারবে 

 ( ঘ ) টুনুর মার যা স্বাস্থ্য , একবেলা খেয়ে দিন দশ - কুড়ি টিকতে পারবে 


 ৫৬) “ আমি কি করব ? ' — কথাটি কে বলেছিল ? 

 ( ক ) নিখিল

 ( খ ) মৃত্যুঞ্জয়

 ( গ ) টুন

 ( ঘ ) টনুর মা

 

৫৭) “ আমি না খেলে উনিও খাবেন না । ” উনি ’ হলেন 

 ( ক ) টুনুর মা 

 ( খ ) মৃত্যুঞ্জয়

 ( গ ) টুনু

 ( ঘ ) টুনুর মা

 

৫৮) “ এ অন্যায় নয় ? ” ‘ এ ’ বলতে বােঝানাে হয়েছে -

 ( ক ) স্বামী অভুক্ত থাকলে স্ত্রীর না খাওয়া 

 ( খ ) নিখিলের ঔদাসিন্য 

 ( গ ) মৃত্যুঞ্জয়ের খামখেয়ালি

 ( ঘ ) টুনুর মা - র অসুস্থতা 


৫৯ ) “ মরে তাে মরবে না খেয়ে । ” — কথাটি বলেছে – 

 ( ক ) নিখিল

 ( খ ) মৃত্যুঞ্জয়

 ( গ ) টুনুর মা

 ( ঘ ) টুনু 


৬০ ) “ নিখিল ভাবছিল ” —নিখিল কী ভাবছিল ? 

 ( ক ) বন্ধুকে বুঝিয়ে বলবে 

 ( খ ) বন্ধুকে সান্ত্বনা দেবে

 ( গ ) বন্ধুকে টাকা দেবে

 ( ঘ ) বন্ধুকে সাহায্য করবে


৬১ )“ এভাবে দেশের লােককে বাঁচানাে যায় না।" কারণ -

 ( ক ) এটি এক ধরনের স্বার্থপরতা 

 ( খ ) এটি শুধু একজনের বদলে আর - একজনকে খাওয়ানাে

 ( গ ) যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারাে - না - কারাে পেটে যাবেই

 ( ঘ ) কয়েকজনকে বাঁচানাের চেষ্টা করার সান্ত্বনা মাত্র 


৬২) নিখিলের ভাবনায় যে রিলিফ চলছে তা আসলে-

 ( ক ) একজনের বদলে আর - একজনকে খাওয়ানাে 

 ( খ ) সকলকে সমানভাবে খাওয়ানাে 

 ( গ ) কিছু মানুষকে আশ্রয় দেওয়া

 ( ঘ ) কিছু মানুষকে অর্থ সাহায্য করা 


৬৩) “ সে শুধু বলল ” —এখানে ‘ সে ’ হল –

 ( ক ) নিখিল

 ( খ ) টুনুর মা

 ( গ ) মৃত্যুঞ্জয়

 ( ঘ ) টুনু


৬৪ ) নিখিলের মতে খাদ্য খাওয়ার কোন ব্যাপারটি অন্যায় ? 

 ( ক ) ভুরিভােজন

 ( খ ) সামান্য খাওয়া

 ( গ ) অতিরিক্ত খাওয়া

 ( ঘ ) অনাহার


 ৬৫) " না খেয়ে মরাটা উচিত নয় ভাই । ” — কথাটি বলেছে – 

 ( ক ) নিখিল

 ( খ ) মৃত্যুঞ্জয়

 ( গ ) টুনুর মা 

 ( ঘ ) টুনু 


৬৬) সমাজধর্মের দিক থেকে বিচার করলে বড়াে পাপ হল –

 ( ক ) স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করা 

 ( খ ) অনাহারে মৃত্যু দেখেও দুঃখ না পাওয়া 

 ( গ ) নিজ সন্তানদের পেট ভরে আহার দেওয়া

 ( ঘ ) দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা


৬৭ ) মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে , তা হল –

 ( ক ) ত্রাণকার্যে সরকারের উদাসীনতা

 ( খ ) স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করা

 ( গ ) অনাহারে মৃত্যু দেখেও দুঃখ না পাওয়া

 ( ঘ ) বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা 


৬৮ ) “ বলে মৃত্যুঞ্জয় উঠে গেল । ” — মৃত্যুঞ্জয় কী বলেছিল ?

 ( ক ) তুই পাগল নিখিল । বদ্ধ পাগল

 ( খ ) তুই কথা রাখিস নিখিল । কথা রাখিস

 ( গ ) তুই টাকাটা পৌছে দিস

 ( ঘ ) তুই খাবার সংগ্রহ করিস


৬৯ ) “ বাড়িতে তাকে পাওয়া যায় না । কারণ –

 ( ক ) শহরের অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় 

 ( খ ) টাকার সন্ধানে ঘুরে ঘুরে বেড়ায়

 ( গ ) পাগল হয়ে ঘুরে বেড়ায়

 ( ঘ ) বাড়িতে কেউ থাকে না বলে


৭০ ) “ পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে ” —লঙ্গরখানা । খুঁজে বার করে কী দেখে মৃত্যুঞ্জয় ?

 ( ক ) অন্নপ্রার্থীর ভিড় দেখে 

 ( খ ) অসহায় মানুষদের দেখে 

 ( গ ) মানুষের অবিচার দেখে

 ( ঘ ) দুর্ভিক্ষ দেখে


৭১) “ কারাে বুকে নালিশ নেই , কারাে মনে প্রতিবাদ নেই । কাদের কথা বলা হয়েছে ?

 ( ক ) মৃত্যুঞ্জয়ের বাড়ির লােকেদের

 ( খ ) লঙ্গরখানায় অন্নপ্রার্থী দুর্ভিক্ষপীড়িত মানুষদের

 ( গ ) মৃত্যুবায়ের অফিসের সকল কর্মচারীর

 ( ঘ ) কলকাতার উচ্চবিত্ত উদাসীন মানুষদের


৭২ ) “ কারাে বুকে নালিশ নেই , কারাে মনে প্রতিবাদ নেই । ” কারণ -

 ( ক ) দুঃখে তারা সবাই বােবা হয়ে গেছে

 ( খ ) তাদের নালিশ করার অভ্যাস নেই

 ( গ ) দুর্ভিক্ষপীড়িত মানুষগুলাে তাদের অসহায়তা ভাগ্যের উপর সঁপে দিয়েছে

 ( ঘ ) কার কাছে নালিশ করবে তারা জানে না


৭৩ ) “ মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শােচনীয় । ” কারণ – 

 ( ক ) টুনুর মা বিছানা নিয়েছে 

 ( খ ) আর্থিক অবস্থার অবনতি ঘটেছে

 ( গ ) মৃত্যুঞ্জয় বদলে গিয়েছে

 ( ঘ ) মৃত্যুঞ্জয় মারা গিয়েছে 


৭৪ ) “ কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে , টুনুর মাকে মিথ্যা করে বলে ” , 'মিথ্যে করে' কী বলে ? 

 ( ক ) মানুষ খাবার খাচ্ছে

 ( খ ) নিখিল আসছে

 ( গ ) মৃত্যুঞ্জয় আসছে

 ( ঘ ) মৃত্যুঞ্জয় ভালাে আছে


৭৫ ) মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাদে , কারণ – 

 ( ক ) তারা পরস্পরে মারামারি করে 

 ( খ ) অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায়

 ( গ ) মৃত্যুঞ্জয় পাগল হয়ে গিয়ে অদ্ভুত আচরণ করছে দেখে

 ( ঘ ) টুনুর মা তাদের কড়া হাতে শাসন করে বলে 


৭৬ ) “ নিখিলকে বার বার আসতে হয় । কারণ – 

 ( ক ) মৃত্যুঞ্জয়ের কাছে অফিসের কাগজে সই করাতে

 ( খ ) টুনুর মা তাকে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে বলে

 ( গ ) মৃত্যুঞ্জয়ের পরিবারকে অর্থ সাহায্য করার জন্য 

 ( ঘ ) অফিসের বড়ােবাবুর নির্দেশ 


৭৭) “ টুনুর মা তাকে সকাতর অনুরােধ জানায় ” - কাকে অনুরােধ জানায় ?

 ( ক ) ছেলেকে

 ( খ ) মৃত্যুঞ্জয়কে

 ( গ ) নিখিলকে

 ( ঘ ) লঙ্গরখানার মালিককে


৭৮ ) টুনুর মা নিখিলকে কী অনুরােধ জানিয়েছিল ?

 ( ক ) একবেলার খাবার বিলিয়ে দিতে

 ( খ ) মাইনের অর্থ দান করতে 

 ( গ ) আর্থিক সাহায্য করতে

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে 


৭৯ ) "উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপাে।”- টুনুর মা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় ঘুরত ?

 ( ক ) অফিসের কাজে মৃত্যুঞ্জয়কে যেখানে - যেখানে যেতে হয় সেইসব জায়গায় 

 ( খ ) শহরের আদি - অন্তহীন ফুটপাথে , লাঙ্গর খানায় অন্নপ্রার্থী  মানুষের ভিড়ে 

 ( গ ) বেড়ানাের নেশায় মৃত্যুঞ্জয় দেশে - বিদেশে যেখানে ঘুরে বেড়ায় । 

 ( ঘ ) খাদ্য আন্দোলনের মিছিলে


 ৮০) মৃত্যুঞ্জয়ের স্ত্রীর 'কেবলি মনে পড়ে'-

 ( ক ) সংসারে অভাবের কথা 

 ( খ ) স্বামীর কথা 

 ( গ ) ফুটপাথের লােকগুলাের কথা 

 ( ঘ ) ছেলেমেয়েদের কথা


৮১ ) “ নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে । ” কারণ –

 ( ক ) মৃত্যুঞ্জয় অফিসে যায় না

 ( খ ) মৃত্যুঞ্জয়ের শরীর খারাপ বলে 

 ( গ ) মৃত্যুঞ্জয় মানুষের হয়ে কাজ করে বলে

 ( ঘ ) মৃত্যুঞ্জয় বাইরে চলে গেছে বলে


৮২ ) “ ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় । কারণ –

 ( ক ) নিখিল নিজেই অসুস্থ হয়ে পড়েছিল

 ( খ ) ফল না পেয়ে নিখিল হতাশ হয়ে গিয়েছিল 

 ( গ ) নিখিলের অন্য অনেক কাজ ছিল , মৃত্যুঞ্জয়কে নিয়ে অধিক ভাবার সময় তার ছিল না

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের তথাকথিত স্বাভাবিক বিচারবুদ্ধি লােপ পেয়ে গেছে , তার অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে গেছে নিখিলের কথার মারপ্যাচ


৮৩ ) মৃত্যুয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন –

 ( ক ) পরিচ্ছন্ন হয়েছে 

 ( খ ) ছিড়ে গেছে

 ( গ ) অদৃশ্য হয়েছে

 ( ঘ ) নতুন হয়েছে


৮৪ ) “ গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে । দাড়িতে মুখ ঢেকে যায় । ” — কার মুখ ঢেকে যায় ?

 ( ক ) মৃত্যুঞ্জয়ের

 ( খ ) মৃত্যু আয়ের

 ( গ ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের

 ( ঘ ) মৃত্যুঞ্জয়ের চাকরের


৮৫ ) “ গা থেকে এইছি , খেতে পাইনে বাবা । আমায় খেতে দাও ! ” — বক্তা কে ? 

 ( ক ) মৃত্যুঞ্জয় 

 ( খ ) টুনু

( গ ) টুনুর মা

 ( ঘ ) নিখিল