Subscribe Us

ঠান্ডা লড়াই বলতে কী বোঝো। ঠান্ডা লড়ায়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ইতিহাস 2022 বড় প্রশ্ন সাজেশন।

প্রশ্ন:-

ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়ায়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।

অথবা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে পৃথিবীতে ঠান্ডা লড়ায়ের উদ্ভবের কারণ গুলি আলোচনা করো।



 ভূমিকা→ ঠান্ডা লড়াই হলো - 1945 (খ্রী‌ঃ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেতৃত্বাধীন ধণতন্ত্র গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়া ও তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ওই দুই গোষ্ঠীর মধ্যে কোন প্রত্যাক্ষর যুদ্ধ না হলেও দীর্ঘদিন জাবত পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতা, সন্দেহ এবং ছায়াযুদ্ধ চলতে থাকে। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই বিশেষ স্নায়ু  যুদ্ধকে দ্যা কোল্ড ওয়ার্ক বা ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন।

ঠান্ডা লড়ায়ের বিশেষ আলোচনা→ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন যাবৎ বিশ্ব ইতিহাস কে প্রভাবিত করে। ঠান্ডা লড়াই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক, রাষ্ট্রনায়ক, বিভিন্ন দৃষ্টিকোণ থেকেঠান্ডা লড়ায়ের ব্যাখ্যা দিয়েছেন।

আদর্শগত সংঘাতের ব্যাখ্যা→অনেকের মতে ঠান্ডা লড়াই ছিল প্রকৃতপক্ষে আমেরিকা ও রাশিয়ার মধ্যে আদর্শগত সংঘাত। এই প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান সোভিয়েত রাশিয়াকেই দায়ী করেছেন। অন্য দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী মলটব ঠান্ডা লড়াই কে পরস্পর বিরোধী দুটি জোটের মধ্যে আদর্শবাদী লড়াই বলে উল্লেখ করেছেন।

সংশোধন বাদী ব্যাখ্যা→ এই মতের সমর্থক গণের ব্যাখ্যা কররা মনে করেন "সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ শীল নীতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাসী নিতে ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল" ওয়াল্টার লিপম্যান, উইলিয়াম, গার্ভেন, ফ্লেমিং প্রমুখ ঐতিহাসিক ঠান্ডা লড়াইয়ের জন্য আমেরিকা কে দায়ী করেছেন। তারা প্রত্যেকে যুক্তি সহ এই মত প্রদান করেছেন যে, ঠান্ডা লড়াই অবসম্ভবি হয়ে উঠলেও তা দূর করা যেত, কিন্তু আমেরিকার জন্য তা সম্ভব হয়নি। তবে তারা সোভিয়েত রাশিয়াকেও একে বারে ছাড় দেয়নি।

অর্থনৈতিক প্রতিদন্ডিতার ব্যাখ্যা→ গ্যাব্রিয়েল কল্ক দেখিয়েছেন ঠান্ডা লড়াই ছিল প্রকৃত পক্ষে আমেরিকার অর্থনৈতিক সম্প্রসারণের একটি অঙ্গ। এই প্রসঙ্গে গ্যাব্রিয়েল কল্ক বলেছেন 'দ্বিতীয়  বিশ্ব যুদ্ধের পর অর্থনৈতিক শক্তিতে শক্তিমান আমেরিকা নিজেকে যুদ্ধ-বিধ্বস্ত ইউরোপের পরিত্রাতা হিসেবে তুলে ধরার উদ্যোগ নেয়'। কিন্তু এই ক্ষেত্রে তার প্রধান বাধা ছিল রাশিয়া। তাই স্বাভাবিক কারণে তার দ্বন্দ্ব শুরু হয়।

বাস্তববাদী ব্যাখ্যা→ ঐতিহাসিক মরগ‍্যান থাও,  লু-জে হ্যালো প্রমুখ ঐতিহাসিক ঠান্ডা লড়াইয়ের জন্য সোভিয়েত রাশিয়া বা আমেরিকা কোন পক্ষকেই এক তরফা দায়ী না করে বাস্তব বাদী ব্যাখ্যা দিয়েছেন। মরগ্যান থাও বলেছেন যে, 'রুশ সাম্যবাদী আদর্শকে আমেরিকা যেমন ভূল ভেবেছিল তেমনি রাশিয়াও আমেরিকাকে ভূল দৃষ্টিকোণ থেকে দেখেছিল। যার কোন যুক্তি ছিল না।

উপসংহার→সবশেষে বলা যায় যে ঠান্ডা লড়াই উদ্ভবের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ইউনিয়ান কেউ এককভাবে দায়ী ছিল না, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিতে ঠান্ডা লড়ায়ের সূচনা ঘটেছিল একথা বলাই যায়।