Subscribe Us

Shall I compare thee to a summer's day | Who is compared to a summer's day | Why is the person compared to a summer's day | What are the positive points and what are the faults of summer

QUSTION

"Shall I compare thee to a summer's day?"- Who is compared to a summer's day? Why is the person compared to a summer's day? What are the positive points and what are the faults of summer?

1+2+3=6

ANS

→ The poet's friend whose identity remains mystified is compared to a summer's day. 

●His friend is compared to a summer's day because summer is fair and beautiful, warm and charming like him. Summer's day is commonly considered the most beautiful time of year. 

●Summer represents the season of growth, fertility, flowers, colourfulness and youth. Summer is sweet andperfect. Summer is lovely, but it is upsetting also. Summer is extreme. Summer is fleeting. Harsh summer winds spoil the delicate blossoms of May. Summer does not last long. Its term is very short and fixed. Scorching hot summer day becomes violent. The bright and golden sun is often hidden by the passing clouds in summer.

বাংলা অনুবাদ

প্রশ্ন

কাকে গ্রীষ্মদিনের সঙ্গে তুলনা করা হয়েছে? কেন উদ্দিষ্ট ব্যাক্তিকে গ্রীষ্মদিনের সঙ্গে তুলনা করা হয়েছে? গ্রীষ্মের ইতিবাচক দিক এবং ত্রুটিগুলি কী কী?

উত্তর

→ কবির বন্ধু, যাঁর পরিচয় রহস্যাবৃত হয়ে রয়েছে, সেই বন্ধুকে গ্রীষ্মদিনের সঙ্গে তুলনা করা হয়েছেন। 

● তার বন্ধুকে গ্রীষ্মদিনের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ গ্রীষ্মও তার মতােই আকর্ষণীয় ও সুন্দর, প্রাণবন্ত ও মনােমুগ্ধকর।

● গ্রীষ্মের দিনকে সাধারণভাবে বছরের সবচেয়ে সুন্দর সময় বলে ধরা হয়। গ্রীষ্মকাল বৃদ্ধি, উর্বরতা, ফুল, রংবাহার এবং যৌবনের ঋতু৷ গ্রীষ্মকাল সুন্দর বটে আবার খারাপও বটে। গ্রীষ্ম উদগ্র৷ গ্রীষ্ম ক্ষণস্থায়ী। গ্রীষ্মের খর বায়ু মে মাসের কোমল কুসুমগুলি নষ্ট করে দেয়। গ্রীষ্ম বেশিদিন স্থায়ী হয় না। এর সময়সীমা অতি সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট। তীব্রদাহী গ্রীষ্মের দিন কী ভীষণ নিষ্ঠুর হয়ে ওঠে। উজ্জ্বল সােনালি সূর্য গ্রীষ্মকালে মাঝেমাঝেই মেঘে ঢাকা পড়ে।