প্রশ্নঃ আর্যাবর্ত কোন্ অঞ্চলকে বলা হয় ? ভারতের আর্যদের বসতি স্থাপন সম্বন্ধে কী জান ?
উত্তর : আর্যরা উত্তর - পশ্চিম অঞ্চলের গিরিপথ অতিক্রম করে প্রথমে শতদ্রু , বিপাশা , ইরাবতী , চন্দ্রভাগা , বিতস্তা , সিন্ধু ও সরস্বতী — এই সাতটি নদীর তীরবর্তী ‘ সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে । পরবর্তীকালে ধীরে ধীরে উত্তরে হিমালয় , দক্ষিণে বিন্ধ্য পর্বত , পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিরাট অঞ্চল অধিকার করে আর্যরা নাম রাখে আর্যাবর্ত অর্থাৎ আর্যদের বাসস্থান । পরে তারা দক্ষিণ - ভারতে নিজেদের অধিকার স্থাপন করে ।