প্রশ্নঃ বৌদ্ধধর্মে সমাজতান্ত্রিক চেতনা প্রকাশ দেখা যায় কী ?
উত্তরঃ বুদ্ধদেব সামাজিক বৈষম্য ও অন্যায় দূরীকরণ বিষয়ে সচেতন ছিলেন । ঐতিহাসিক ডি . ডি . কোশাস্ত্রী বুদ্ধদেবের ব্যাখ্যাতে সামাজিক চেতনা লক্ষ্য করেছেন । তিনি অষ্টাঙ্গিক মার্গকে ব্যাখ্যা করে বৌদ্ধধর্মকে একান্তভাবে সামাজিক রূপে প্রতিপন্ন করেছেন । ' দীর্ঘনিকায় ' গ্রন্থে বলা হয়েছে যে , দুর্নীতি ও অপরাধের কারণই দারিদ্র্য । তাই সৎপথে উপার্জন দ্বারা দারিদ্র্য দূর করে সামাজিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে ।