1>ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
->মন্তেস্কু2>ভারতের পার্লামেন্ট কয়টি কক্ষ বিশিষ্ট?
->দুটি
3>ভারতে কয়টি তালিকার দারা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টিত হয়েছে ও কি কি ?
->তিনটি।
যথা->১কেন্দ্র তালিকা
২রাজ্য তালিকা
৩ যুগ্ম তালিকা
4>দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয় ?
->ইংল্যান্ডে।
5>সরকারের কোন বিভাগ আইনের ব্যাখ্যা করে?
->বিচার বিভাগ।
6>এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখ ?
->চীন।
7>আইনসভার দুটি কাজ কি কি ?
->১আইন প্রণয়ন করা আইন সভার প্রধান কাজ।
২ সংবিধান সংশোধন করা।
8>সরকার কয়টি বিভাগ নিয়ে গঠিত ও কি কি ?
->তিনটি বিভাগ নিয়ে ।
যথা-> ১ আইন বিভাগ ।
২ বিচার বিভাগ ।
৩ শাসন বিভাগ ।
9>আইনসভা এককক্ষ বিশিষ্ট এমন দুটি রাজ্যের নাম লেখ?
->১ পশ্চিমবঙ্গ ।
2 কেরল ।
10>ভারতে কি ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি রয়েছে?
->না
11>ব্রিটেন এর আইনসভার উচ্চকক্ষের নাম কি ?
->লর্ড সভা ।
12>ভারতের পার্লামেন্ট কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি ?
->তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা-> ১রাষ্ট্রপতি ।
২লোকসভা ।
৩রাজ্যসভা ।
13>মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি ?
->সিনেট।
14>আমলা কাদের বলা হয় ?
->সরকারের স্থায়ী ও উচ্চপদস্থ কর্মচারী বা প্রশাসক দের আমলা বলে।
15>নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে এমন একটি দেশের নাম কি ?
->গ্রেড ব্রিটেন।
16>রাজনৈতিক প্রশাসক কাদের বলা হয় ?
->নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত মন্ত্রীদের বলা হয় রাজনৈতিক প্রশাসক ।
17>ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও ?
পক্ষে->এই নীতি প্রযুক্ত হলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না।
বিপক্ষে-> এই নিতে প্রযুক্ত হলে সরকার বিভাগ গুলির মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
18>সার্বভৌম আইনসভার একটি উদাহরণ দাও ?
->ইংল্যান্ডের আইনসভা ।
19>প্রকৃত শাসক কাকে বলে ও উদহারণ দাও ?
->তথ্যগতভাবে সর্বোচ্চ শাসন ক্ষমতার অধিকারী না হলেও যিনি বাস্তবে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে প্রকৃত ক্ষমতার অধিকারী তাকে প্রকৃত শাসক বলা হয় ।
যথা-> ১ ভারতের প্রধানমন্ত্রী ।
২ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।
20>নামসর্বস্ব শাসক কাকে বলে উদহারণ দাও ?
->এমন রাষ্ট্রপ্রধান কে নামসর্বস্ব শাসক বলা হয়, যার নামে শাসনকার্য পরিচালিত হয় বাস্তবে তার কোনো ক্ষমতা নেই।
যথা->১ ভারতের রাষ্ট্রপতি ।
২ ইংল্যান্ডের রাজা,রানী।
21>শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো ?
->১ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ।
২ দেশের অখন্ডতা,সার্বভৌমত রক্ষা ও বহিঃ সূত্রের হাত থেকে দেশকে সু-রক্ষিত রাখা ।
22>বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো ?
->আইনসভা কর্তৃক প্রণীত কোন আইন সংবিধান বিরোধী মনে হলে বিচার বিভাগ সেই আইন বাতিল করতে পারে। একে বিচার বিভাগীয় সমীক্ষা বলে।
23. The sprit of loge গ্রন্থটির রচয়িতা কে ?
->মন্তেস্কু
24. গণ সাধারণতন্ত্র চীনের আইন সভার নাম কি ?
-> জাতীয় গণ কংগ্রেস
25. কোন ধরনের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি প্রযুক্ত হয় ?
-> রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়
26. প্রজাতান্ত্রিক সরকার বলতে কি বোঝায় ?
-> যে শাসনব্যবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন সেই শাসনব্যবস্থাকে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে।
27. যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি ?
-> কংগ্রেস
28. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি ?
-> জনপ্রতিনিধি সভা
29. সরকারের বিভাগ গুলো কি কি ?
->আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ।
30. কাকে বিশ্ব আইনসভার জননী বলা হয় ?
-> ব্রিটিশ পার্লামেন্টকে
31. কোন দেশের জনগণের দ্বারা নির্বাচিত হয় ?
-> সুইজারল্যান্ড
32. বর্তমানে আইনের প্রধান উৎস কি ?
-> আইনসভা
33. সর্বপ্রথম কার রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ পাওয়া যায় ?
-> অ্যারিস্টোটল
34. আমলাতন্ত্রের দুটি ত্রুটি উল্লেখ করো ?
-> দীর্ঘসূত্রতা, রক্ষণশীলতা
35. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন প্রবক্তার নাম লেখ ?
-> মন্তেস্কু, ব্ল্যাক স্টোন ।