১) 'নানা রঙের দিন ’ নাটকের পটভূমিতে আছে -
( ক ) শখের থিয়েটার
( খ ) গ্রুপ থিয়েটার
( গ ) পেশাদারি থিয়েটার
( ঘ ) শৌখিন থিয়েটার
২) 'নানা রঙের দিন ’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স –
( ক ) ৫০ বছর
( খ ) ৬৮ বছর
( গ ) ৬০ বছর
( ঘ ) ৭০ বছর
৩) 'নানা রঙের দিন ’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় –
( ক ) ৬০ বছর
( খ ) ৬৫ বছর
( গ ) ৫৫ বছর
( ঘ ) ৬৮ বছর
৪) থিয়েটারের মঞটি ফাকা ছিল কারণ –
( ক ) সেদিন অভিনয় ছিল না
( খ ) অভিনয় তখনও শুরু হয়নি
( গ ) সবাই অভিনয়শেষে চলে গিয়েছিল
( ঘ ) রজনীবাবু একা থাকতে চান
৫) 'নানা রঙের দিন ’ নাটকটিতে চরিত্র আছে -
( ক ) ছয়টি
( খ ) দুটি
( গ ) তিনটি
( ঘ ) পাঁচটি
৬) রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পােশাকে ফাকা মঞে প্রবেশ করেন ?
( ক ) ঔরঙ্গজীবের
( খ ) দিলদারের
( গ ) মহম্মদের
( ঘ ) সাজাহানের
৭) দিলদারের পােশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল-
( ক ) মােমবাতি
( খ ) ধূপ
( গ ) প্রদীপ
( ঘ ) জ্বলন্ত মােমবাতি
৮) সেদিন রজনীবাবু অভিনয় করছিলেন-
( ক ) সাজাহান চরিত্রে
( খ ) ঔরঙ্গজেব চরিত্রে
( গ ) দিলদার চরিত্রে
( ঘ ) মিরজুমলা চরিত্রে
৯) রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন ?
( ক ) গ্রিনরুম ফাকা বলে
( খ ) প্রেক্ষাগৃহে কেউ নেই বলে
( গ ) তার কী হবে এই কথা চিন্তা করে
( ঘ ) গ্রিনরুমেই ঘুমিয়ে পড়ার কথা ভেবে
১০) রজনীবাবুর নিজের মতে , তার কাণ্ডজ্ঞান লুপ্ত হওয়ার মূলে রয়েছে –
( ক ) অত্যন্ত ক্লান্ত হয়ে পড়া
( খ ) শারীরিক অক্ষমতা
( গ ) মানসিক যন্ত্রণা
( ঘ ) অতিরিক্ত মদ্যপান
১১) “ বাঃ বাঃ বুঢঢা !" আচ্ছাহি কিয়া ! ” — এই বুঢঢা হল –
( ক ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
( খ ) কালীনাথ সেন
( গ ) রামব্রীজ
( ঘ ) শাজাহান
১২) “ আরে , গেল কোথায় লােকটা ? ” — লােকটি হল –
( ক ) রামধন
( খ ) রামব্রীজ
( গ ) রামরতন
( ঘ ) রামতন্ময়
১৩) “ ঘুরেফিরে কানে বাজছে আমার । ” — ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে ?
( ক ) চিৎকারটা
( খ ) হাসিটা
( গ ) বকুনিটা
( ঘ ) গলাটা
১৪) “ কাল রাতেও ঠিক একই ব্যাপার । ” –ব্যাপারটা হল –
( ক ) দিলদার সেজে অভিনয় করা
( খ ) জ্বলন্ত মােমবাতি হাতে দাঁড়িয়ে থাকা
( গ ) মদ গিলে গ্রিনরুমে পড়ে থাকা
( ঘ ) কালীনাথকে বকা দেওয়া
১৫) রামব্রীজকে বকশিশ দেওয়ার কারণ কী ?
( ক ) অভিনয়শেষে রজনীবাবুর জন্য গাড়ি ডেকে দেওয়া
( খ ) রজনীবাবুকে খুশি করার জন্য পানীয় কিনে আনা
( গ ) রজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা
( ঘ ) দিলদার চরিত্রে রজনীবাবুর মেক - আপ করা
১৬) রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ?
( ক ) এক টাকা
( খ ) তিন টাকা
( গ ) চার টাকা
( ঘ ) দুই টাকা
১৭) “ সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন" । তিনি হলেন-
( ক ) রজনীকান্ত চাটুজ্জে
( খ ) রামব্রীজ
( গ ) কালীনাথ সেন
( ঘ ) রজনীকান্তের বন্ধু
১৮) “ আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে ” —উদ্দিষ্ট ব্যক্তিকে পাগল বলার হেতু কী ?
( ক ) বকশিশের টাকা সকলের মধ্যে বিতরণ করে দেওয়া
( খ ) অভিনয়ের শেষে সকলের জন্য জলখাবার কিনে আনা
( গ ) বকশিশের টাকায় আকণ্ঠ মদ্যপান করা
( ঘ ) সকলে ঢােকার আগেই প্রধানদ্বারে তালা দিয়ে দেওয়া
১৯ ) “ মাতালের এই হচ্ছে বিপদ । ” –বিপদটা কী ?
( ক ) ছাড়ব বললে ছাড়ান নেই
( খ ) ছাড়ব বললে ছাড়া সম্ভব
( গ ) ছাড়ব বললে লােকে ছাড়তে দেয় না
( ঘ ) ছাড়ব বললে ছাড়া যায় না
২০) “ সেই আনন্দে আমাকেই দেড় বােতল খাইয়ে গেলেন । ” আনন্দের কারণ হল-
( ক ) পুরস্কার পাওয়া
( খ ) লটারি পাওয়া
( গ ) বকশিশ পাওয়া
( ঘ ) রাজত্ব পাওয়া
২১) “ মুখের ভেতরটা যেন ” —বক্তার মুখের ভেতরটার সঙ্গে কীসের তুলনা করা হয়েছে ?
( ক ) শুকনাে কাঠ
( খ ) স্টেডিয়াম
( গ ) অডিটোরিয়াম
( ঘ ) অ্যাকোরিয়াম
২২) “ রজনীবাবু অনেক তাে বয়েস হল , এবার ” —তাকে কী পরামর্শ দেওয়া হয়েছিল ?
( ক ) নাটক করাটা ছাড়ুন
( খ ) চুলে কলপ করাটা ছাড়ুন
( গ ) মদ খাওয়াটা ছাড়ুন
( ঘ ) পরের ব্যাপারে মাথা ঘামানাে ছাড়ুন
২৩) “ রজনীবাবু ভাই , শরীরটার দিকে একটু নজর দিন ” –শরীরের দিকে নজর দিতে বলা হয়েছে , কারণ –
( ক ) রজনীবাবু খুবই অসুস্থ
( খ ) তিনি শরীরের প্রতি খুবই অযত্ন করেন
( গ ) তিনি নিয়মমতাে খাওয়াদাওয়া করেন না
( ঘ ) তার বয়স হয়েছে
২৪)রজনীকান্ত চুলে কলপ লাগান -
( ক ) একবারও নয়
( খ ) প্রত্যহ দুই বার
( গ ) প্রত্যহ হাফ শিশি
( ঘ ) সপ্তাহে হাফ শিশি
২৫)“ লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মাৱেন ” , – তাতে রজনীকান্তকে -
( ক ) গম্ভীর মনে হয় না
( খ ) ছেলেমানুষ মনে হয় না
( গ ) বয়েসটা ঠিক বােঝা যায় না
( ঘ ) বেশি বয়স্ক মনে হয় না
২৬) “ এক - পা এক - পা করে এগিয়ে চলেছে ” —কীসের দিকে এগিয়ে চলেছে ?
( ক ) বাড়ির দিকে
( খ ) উঠোনের দিকে
( গ ) রাস্তার দিকে
( ঘ ) মৃত্যুর দিকে
২৭) “ এরপর রজনীবাবু এসে বলবেন , ” — কী বলবেন ?
( ক ) আমি ফাস্ট সিনে প্লে করব না ভাই
( খ ) আমি মাঝ সিনে প্লে করব না ভাই
( গ ) আমি লাস্ট সিনে প্লে করব না ভাই
( ঘ ) আমি কোনাে সিনে প্লে করব না ভাই
২৮) “ ওপারের দূত উইংসে রেডি ” এ কথা বলে রজনীবাবু কী বােঝাতে চেয়েছেন ?
( ক ) মৃত্যু আর দেরি নেই
( খ ) তার জীবনে পালাবদল ঘটতে চলেছে
( গ ) অন্য অভিনেতা উইংসে দাঁড়িয়ে আছে
( ঘ ) রজনীবাবুকে পরের সংলাপ বলতে সাহায্যকারী উইংসের পাশে দাঁড়িয়ে
২৯)“ এই পয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম । –পয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে কোন্ ঘটনা প্রথম ?
( ক ) একেবারে একা
( খ ) ভােররাতে একা
( গ ) মাঝরাতে একা
( ঘ ) রাতদুপুরে একা
৩০) “ এ হচ্ছে সবই মাতালের কারবার । ” - কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপলদ্ধি ?
( ক ) প্রায় মাঝরাতে থিয়েটার করা
( খ ) প্রায় মাঝরাতে একা একা থিয়েটারে প্রবেশ করা
( গ ) সমগ্র অভিনয়ে নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করা
( ঘ ) পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথম বার একা স্টেজে মাঝরাতে দাঁড়িয়ে থাকা
৩১)“ সব মিলিয়ে যেন একটা শ্মশান , ” — কারণ-
( ক ) সব গভীর অন্ধকারে ডুবে আছে
( খ ) সবাই পালিয়ে গিয়েছে
( গ ) পাশেই একটি শ্মশান আছে
( ঘ ) আর কেউ নেই বলে
৩২) “ দেওয়ালে কালাে কালাে অঙ্গারে লেখা আছে — কী লেখা আছে ?
( ক ) নানা রঙের দিনের কথাগুলাে
( খ ) মাতাল জীবনের কথাগুলাে
( গ ) সাজাহানের জীবনের দুঃখের কথাগুলাে
( ঘ ) জীবনের শেষ কথাগুলাে
৩৩) “ আয়ােজন করে রেখেছে ” —সব মিলিয়ে কীসের আয়ােজন করে রেখেছে ?
( ক ) মৃত্যুর নিঃঝুম ঘুমের
( খ ) থিয়েটার মরে যাবতীয় দিকের
( গ ) থিয়েটার মঞের আলাের
( ঘ ) দিলদার চরিত্রে অভিনয় করার
৩৪) “ উঃ কী শীত — সব আছে শুধু .... ” — কী নেই ?
( ক ) মানুষ নেই
( খ ) আলাে নেই
( গ ) লােকজন নেই
( ঘ ) শীতের পােশাক নেই
৩৫) “ সব ভূতুড়ে বাড়ির মতাে খাঁ খাঁ করছে ” —কারণ –
( ক ) গভীর অন্ধকার বলে
( খ ) মানুষজন নেই বলে
( গ ) অভিনয় হচ্ছে না বলে
( ঘ ) কিছু দেখা যাচ্ছে না বলে
৩৬) “ মদটা ছেড়ে দিন রজনীবাবু , মদটা ছেড়ে দিন । ” — এ কথা বলার কারণ -
( ক ) তিনি রােগা হয়ে গেছেন
( খ ) তিনি অসুস্থ হয়ে গেছেন
( গ ) তিনি বুড়াে হয়ে গেছেন
( ঘ ) তিনি মােটা হয়ে গেছেন
৩৭) ‘ বুড়াে হয়ে গেছেন , আর দু - দিন বাদেই ” —কী হবে ?
( ক ) মারা যাবেন মশাই
( খ ) খাটে উঠবেন মশাই
( গ ) যমের বাড়ি যাবেন মশাই
( ঘ ) গঙ্গলাভ করবেন মশাই
৩৮) “ তারা সময়মতাে মাপজোখ করে খাওয়াদাওয়া করেন ” কারণ -
( ক ) তাদের ভুড়ি হয়ে গিয়েছে
( খ ) তাদের বয়স হয়ে গিয়েছে
( গ ) তাদের পেটের রােগ হয়েছে
( ঘ ) তাদের বেশি খাওয়া বারণ হয়ে গিয়েছে
৩৯) “ সারারাত ধরে এইসব ভাবলে ” —হঠাৎ কী হওয়ার সম্ভাবনা আছে ?
( ক ) মাথা ঘুরে যাওয়ার
( খ ) দম বন্ধ হয়ে যাওয়ার
( গ ) বাড়ির লােকেদের চিন্তা করার
( ঘ ) হার্টফেল করার
৪০) “ রজনীকান্ত অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন । ” — তার এই অসহায়তার কারণ ।
( ক ) সামনের ছায়ামূর্তিটি তাকে আক্রমণ করতে এসেছিল
( খ ) কালীনাথ বলে পরিচয় দিলেও রজনীবাবু বুঝেছিলেন সে অন্য কেউ
( গ ) কালীনাথকে চিনতে না পারায় অত্যন্ত উত্তেজিত রজনীকান্ত
( ঘ ) ইতিপূর্বে মৃত্যুর চিন্তা করতে করতে উত্তেজিত রজনীকান্ত কালীনাথকেই মৃত্যুদূত ভেবে বসেন
৪১) “ গ্রিনরুমে ঘুমাই ... ” — কে ঘুমােন ?
( ক ) কালীনাথ সেন
( খ ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
( গ ) রামব্রীজ
( ঘ ) রামচরণ
৪২) “ মিছে কথা বলব না । ” — কারণ –
( ক ) রজনীকান্ত বুড়াে মানুষ
( খ ) রজনীকান্ত ধনী মানুষ
( গ ) রজনীকান্ত সৎ মানুষ
( ঘ ) রজনীকান্ত বামুন মানুষ
৪৩) কালীনাথ রাতে গ্রিনরুমে কী করছিলেন?
( ক ) সেই রাতটা গ্রিনরুমে থাকবে বলে এসেছিলেন
( খ ) রজনীবাবুকে খুঁজতে এসেছিলেন
( গ ) তার ফেলে যাওয়া কিছু জিনিস নিয়ে যেতে এসেছিলেন
( ঘ ) ইদানীং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিনরুমেই রাত কাটাতেন
৪৪) “ এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই , ” কারণ -
( ক ) মালিক দুঃখ পাবেন
( খ ) মালিক তার মাইনে কমিয়ে দেবেন
( গ ) বক্তা একেবারে বেঘােরে মারা পড়বেন
( ঘ ) মালিক তাকে তাড়িয়ে দেবেন
৪৫) “ এ কথাটা মালিকের কানে তুলবেননা চাটুজ্জেমশাই ” —কোন্ কথাটা ?
( ক ) গ্রিনরুমে ঘুমােনাের কথা
( খ ) ফাকা মঞে অভিনয়ের কথা
( গ ) চাটুজ্জেমশাইয়ের সঙ্গে বক্তার সাক্ষাৎ হওয়ার কথা
( ঘ ) চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা
৪৬) ঘটনার দিনের শােয়ে রজনী ক্ল্যাপ পেয়েছিল-
( ক ) ৫ টি
( খ ) ৩ টি
( গ )১ টি
( ঘ ) ৭ টি
৪৭) ‘ মরা হাতি সােয়া লাখ ’ –কোন্ প্রবাদের অনুকরণে নাট্যকার এই প্রবাদটি ব্যবহার করেছেন ?
( ক ) মরা হাতি লাখের সমান
( খ ) মরা হাতি দশ লাখ
( গ ) মরা হাতি লাখ টাকা
( ঘ ) মরা হাতি পাঁচ লাখ
৪৮) “ আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ ” — —স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন কী হয় ?
( ক ) ভালােবাসা
( খ ) আদর
( গ ) কদর
( ঘ ) স্নেহ
৪৯) “ একটুও ভালাে লাগে না বাড়িতে ! ” — বাড়ি রজনীকান্তের ভালাে না লাগার কারণ –
( ক ) রজনীবাবুর বাড়িতে এখন কেউ নেই
( খ ) রজনীবাবু একক জীবনযাপন করেন
( গ ) রজনীবাবুর একান্ত আপনজন বলতে কেউ নেই , যাদের সাহচর্যে দুটো কথা বলে শান্তি পেতে পারেন
( ঘ ) বাড়ির সকলের সঙ্গে রজনীবাবুর মনােমালিন্য
৫০) “ কিন্তু তাই নিয়ে আপনার মতাে লােকের এত দুঃখ চাটুজ্জেমশাই— ” চাটুজ্জেমশাইয়ের মনে দুঃখের কারণ –
( ক ) চাটুজ্জেমশাই হাত - পা - ওয়ালা জ্যান্ত মানুষ বলে
( খ ) চাটুজ্জেমশাই - এর মনে বেদনা আছে বলে
( গ ) চাটুজ্জেমশাই - এর মেয়ে নেই বলে
( ঘ ) চাটুজ্জেমশাই - এর ছেলে হারিয়ে গিয়েছে বলে
৫১)‘ "কেন , আমিও তাে মানুষ কালীনাথ । ” — মানুষ হিসেবে বক্তা কী আশা করছিলেন ?
( ক ) থিয়েটারের সকলে তাকে ভালােবাসবে
( খ ) তার ঘরসংসার বউ - ছেলেমেয়ে নিয়ে সুখকর হবে
( গ ) তার কেউ থাকবে না চোখের জল ফেলার জন্য
( ঘ ) তার অভিনয় মানুষের মনে রয়ে যাবে
৫২) রজনীকান্তের মতে , তার শিরায় প্রবাহিত হচ্ছে -
( ক ) অভিনয়ের নেশা
( খ ) শিল্পের প্রতি শ্রদ্ধা
( গ ) সংশের পবিত্র রক্ত
( ঘ ) প্রায়শ্চিত্ত করার আকাঙ্ক্ষা
৫৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন-
( ক ) পুলিশে
( খ ) ডাকবিভাগে
( গ ) জাহাজে
( ঘ ) কলেজে
৫৪) "তারপর একদিন , বুঝলে — চাকরিটা ছেড়ে দিলাম। ” রজনীকান্তবাবু চাকরিটা ছেড়ে দিলেন , কারণ –
( ক ) ব্যাবসা করবেন বলে
( খ ) চাকরি ভালাে লাগত না বলে
( গ ) চাকরিতে মানাতে পারছিলেন না বলে
( ঘ ) নাটক করে জীবন কাটাবেন বলে
৫৫) “ আর একরকম করে জীবন শুরু করা গেল , ” — কীভাবে জীবন শুরু করা গেল ?
( ক ) নাটক নিয়ে
( খ ) যাত্রাপালা নিয়ে
( গ ) নাটক লিখে
( ঘ ) নাটক প্রযােজনা করে
৫৬) “ শেষ হয়ে গেল জীবনের সব ভালাে ভালাে দিনগুলাে , ” রজনীবাবুর জীবনের ভালাে দিনগুলাে শেষ হয়ে গেল । কারণ -
( ক ) অলস ছিলেন বলে
( খ ) কথা শুনতেন না বলে
( গ ) বয়স হয়েছে বলে
( ঘ ) নেশা করতেন বলে
৫৭) থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকিয়ে রজনীবাবুর মনে হয়েছিল
( ক ) কারা যেন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসছে
( খ ) কে যেন তার জীবনের খাতাখানি চোখের সামনে মেলে ধরেছে
( গ ) নাটকের কুশীলবগণ তার দিকে চেয়ে রয়েছে
( ঘ ) ভবিষ্যতের অশনিসংকেত মূর্ত হয়ে উঠেছে
৫৮)“ থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালাে অক্ষরে লেখা , ” — কী লেখা আছে ?
( ক ) রজনীকান্তের জীবনের যৌবনের কথা
( খ ) রজনীকান্তের জীবনের পঁচিশটা বছর
( গ ) রজনীকান্তের জীবনের করুণ ইতিহাস
( ঘ ) রজনীকান্তের জীবনের পঁয়তাল্লিশটা বছর
৫৯) “ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে ” -রজনীকান্তের থিয়েটার দেখে মেয়েটির কী প্রতিক্রিয়া হয়েছিল ?
( ক ) দর্শক আসনে চোখের জল ফেলল
( খ ) রজনীকান্তকে অভিবাদন জানিয়ে গেল
( গ ) রজনীকান্তের প্রেমে পড়ল
( ঘ ) রজনীকান্তের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল
৬০) “ আর মনটা ছিল দারুণ ভালাে , ” — কার মনের কথা এখানে বলা হয়েছে ?
( ক ) ছেলেটির
( খ ) বুড়িটির
( গ ) নাতিটির
( ঘ ) মেয়েটির
৬১) রজনীকান্তের প্রেমে যে মেয়েটি পড়েছিল তার মধ্যে । লুকিয়ে ছিল ?
( ক ) আনন্দের ভার
( খ ) দুঃখের করাল ছায়া
( গ ) বীভৎস রাগ
( ঘ ) আগুন
৬২) কেমন করে বােঝাব তােমাকে ? ” — কী বােঝাবেন ?
( ক ) সে কী আশ্চর্য ছেলে
( খ ) সে কী আশ্চর্য বুড়াে
( গ ) সে কী আশ্চর্য মেয়ে
( ঘ ) সে কী আশ্চর্য ঘটনা
৬৩) “ অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হত ” —মেয়েটি সম্পর্কে কী মনে হত ?
( ক ) সে যেন কোনাে অচেনা দিনের আলাে
( খ ) সে যেন পশ্চিম আকাশের আগুন
( গ ) সে যেন প্রস্ফুটিত গােলাপ
( ঘ ) সে যেন চেনা মনের মাধুরী
৬৪) “ আর একদিন তাকে দেখে মনে হয়েছিল"-
( ক ) মােমের আলাের চেয়েও পবিত্র
( খ ) চাদের আলাের চেয়েও স্নিগ্ধ
( গ ) ভােরের আলাের চেয়েও সুন্দর
( ঘ ) গােধূলির আলাের চেয়েও মায়াবী
৬৫) “ মরে যাব তবু ভুলব না ” —কী না ভুলে যাওয়ার কথা বলা হয়েছে ?
( ক ) মেয়েটির সেই অপূর্ব মুখশ্রী
( খ ) মেয়েটির সেই আশ্চর্য চোখের চাহনি
( গ ) মেয়েটির সেই আশ্চর্য ভালােবাসা
( ঘ ) মেয়েটির সেই অপূর্ব অভিনয়
৬৬) মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পার্ট করতে দেখেছিল ?
( ক ) দিলদারের
( খ ) সাজাহানের
( গ ) আলমগিরের
( ঘ ) জাহানারার
৬৭) “ আর তখনকার দিনে আমার অ্যাকটিং মানে ” —তখনকার দিনে রজনীকান্তের অ্যাকটিং মানে–
( ক ) এক বিষয়
( খ ) এক ব্যাপার
( গ ) এক ঘটনা
( ঘ ) এক অবস্থা
৬৮)“ তখন তাে আমার বয়সও বেশি না , সামনে পড়ে রয়েছে । রজনীকান্তের সামনে তখন পড়েছিল -
( ক ) ব্রিলিয়ান্ট ফিউচার
( খ ) ডাল ফিউচার
( গ ) অ্যাকাডেমিক ফিউচার
( ঘ ) এক্সসিল্যান্ট ফিউচার
৬৯) “ এবার আমাদের বিয়ের কথাটা ” -রজনীকান্ত কাকে তাদের বিয়ের কথাটা বলতে চেয়েছেন ?
( ক ) মেয়েটির বাবা - মাকে
( খ ) মেয়েটির দাদাকে
( গ ) মেয়েটির বাবাকে
( ঘ ) মেয়েটির মাকে
৭০) রজনীকান্তকে প্রেয়সী বিবাহের প্রস্তাবে কী জানিয়েছিল ?
( ক ) রজনীকান্তকে অনেক বেশি রােজগার করতে হবে
( খ ) রজনীকান্তকে বিবাহ করতে সে প্রস্তুত নয়
( গ ) বিবাহের আগে রজনীকান্তাকে থিয়েটার ছাড়তে হবে
( ঘ ) তার বাবা বিবাহ দিতে ইচ্ছুক নয়
৭১) “ স্টেজে দাঁড়িয়ে পার্ট করতে করতে ” —হঠাৎ রজনীকান্তের কী প্রতিক্রিয়া হয়েছিল ?
( ক ) রজনীকান্তের চোখ খুলে গেল
( খ ) রজনীকান্তের মেয়েটির মুখ মনে পড়ে গেল
( গ ) রজনীকান্তের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল
( ঘ ) রজনীকান্তের চোখ বন্ধ হয়ে গেল
৭২) “ যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প ’ — তারা সব ’ –
( ক ) ছাগল
( খ ) গাধা
( গ ) বােকা
( ঘ ) চালাক
৭৩ ) দর্শক তাকে খাতির করলেও রজনীকান্ত আর দর্শকদের বিশ্বাস করেন না কারণ -
( ক ) দর্শকদের সবাই অভিনেতাকে স্টেজেই সম্মান দেন – তারপরে আর নয়
( খ ) সামাজিক জীবনে অভিনেতার তেমন কদর নেই
( গ ) অভিনেতার সঙ্গে কেউ নিজের পরিবারের বৈবাহিক সম্পর্ক স্থাপনে ইচ্ছুক নয়
( ঘ ) উপরের সবকটি কারণই সত্য
৭৪) রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে –
( ক ) সমাজশিক্ষক
( খ ) মস্ত বােকা
( গ ) খুবই জ্ঞানী
( ঘ ) অস্পৃশ্য ভাড়
৭৫) “ আমারও আর কিছু ভালাে লাগত না— ” কারণ –
( ক ) মেয়েটির খোঁজ না পাওয়া
( খ ) থিয়েটারে লােক না আসা
( গ ) অভিনয় করতে না পারা
( ঘ ) অনেক বয়স হওয়া
৭৬) রজনীকান্ত ‘ আবােলতাবােল সব পার্ট ’ করতে শুরু করেছিলেন –
( ক ) প্রেমে ব্যর্থ হবার পর
( খ ) অতিরিক্ত অর্থের আকাঙ্ক্ষায়
( গ ) জীবনের প্রতি বিতৃয়ায়
( ঘ ) থিয়েটারের প্রতি বিরক্তির কারণে
৭৭) “ তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন ” —কখন তারা । বলেছেন ?
( ক ) যখন রজনীকান্ত রাস্তায় নেমেছেন
( খ ) যখন রজনীকান্ত স্টেজে নেমেছেন
( গ ) যখন রজনীকান্ত বাসে চড়েছেন
( ঘ ) যখন রজনীকান্ত বই পড়েছেন
৭৮) ‘ জ্ঞানী ব্যক্তিরা ’ রজনীকান্তকে কী বলেছেন ?
( ক ) ধুত্তোর নিকুচি করেছে ট্যালেন্টের
( খ ) বাঃ বাঃ দারুণ ! কী ট্যালেন্ট
( গ ) যতসব গাধার দল
( ঘ ) লােকগুলাে সব গােল্লায় গেল
৭৯) “ আস্তে আস্তে বয়স বাড়ল’– রজনীকান্ত তার জীবনে এর কোন্ প্রভাব অনুভব করলেন ?
( ক ) তার গলার কাজ নষ্ট হয়ে গেল
( খ ) নতুন চরিত্রকে বােঝার ক্ষমতা কমে এল
( গ ) অভিনয়ের দক্ষতা ম্লান হল
( ঘ ) উপরের সবকটি সত্য
৮০) “ অঙ্গারের কালাে কালাে জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল ” —কী লিখে দিয়ে গেল ?
( ক ) অভিনেতা রজনী চাটুজ্জের মৃত্যুসংবাদ
( খ ) অভিনেতা রজনী চাটুজ্জের অভিনয় ছাড়ার সংবাদ
( গ ) অভিনেতা রজনী চাটুজ্জের অসুস্থতার সংবাদ
( ঘ ) অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ
৮১) “ চুপ করে আমার দিকে তাকিয়ে আছে , ” — কী চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে ?
( ক ) রজনীকান্তের জীবনের করুণ ইতিহাস
( খ ) রজনীকান্তের জীবনের ব্যর্থতা
( গ ) রজনীকান্তের জীবনের আটষট্টিটা বছর
( ঘ ) রজনীকান্তের জীবনের পয়ষট্টিটা বছর
৮২) “ আমার সামনে দাঁড়িয়ে আছে — রজনীকান্তের সামনে কে দাঁড়িয়ে আছে ?
( ক ) বুড়াে রামব্রীজ
( খ ) বুড়াে কালীনাথ
( গ ) বুড়াে রজনী চাটুজ্জে
( ঘ ) বুড়াে রামলাল
৮৩) “ সেসব দিনে কী না পারতাম । ” –বক্তা আলােচ্য অংশে কী পারার কথা বলেছেন ?
( ক ) অভিনয় ফুটিয়ে তােলার কথা
( খ ) এক - একটা চরিত্রকে বুঝতে পারার কথা
( গ ) নতুন করে জীবন শুরু করতে পারার কথা
( ঘ ) মানুষকে বিশ্বাস করতে পারার কথা
৮৪) রজনীকান্ত ‘ রিজিয়া ' নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন ?
( ক ) বক্তিয়ার
( খ ) সাজাহান
( গ ) মহম্মদ
( ঘ ) মিরজুমলা
৮৫) “ শাহাজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যুভয় দেখাও কাহারে ? ” — কোন্ নাটকের অংশ ?
( ক ) সাজাহান
( খ ) মেবার পতন
( গ ) রিজিয়া
( ঘ ) চন্দ্রগুপ্ত
৮৬)“ জাননা কি তাতার - বালক ’ – এরপর কী বলা হয়েছে ?
( ক ) মল্লরণে মত্ত হয় শিশু সিংহের সঙ্গে
( খ ) শত্রুমুখে ধাবিত হতে ভয় পায়
( গ ) মাতৃঅঙ্কে আশ্রয় নেয় বাঁচতে
( ঘ ) জানে না পিছু হঠা
৮৭) ঔরাজীব আর মহম্মদের সিনটা আছে -
( ক ) রিজিয়া নাটকে
( খ ) নূরজাহান নাটকে
( গ ) মেবার পতন নাটকে
( ঘ ) সাজাহান নাটকে
৮৮) ‘ সাজাহান ’ নাটকটির রচয়িতা –
( ক ) দ্বিজেন্দ্রলাল রায়
( খ ) রবীন্দ্রনাথ ঠাকুর
( গ ) ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদ
( ঘ ) গিরিশচন্দ্র ঘােষ
৮৯) “ রাজনীতি বড়াে কুট । ” — কথাটি বলেছিলেন-
( ক ) রজনী
( খ ) মহম্মদ
( গ ) কালীনাথ
( ঘ ) কিং লিয়র
৯০) 'সাজাহান ’ নাটকেঔরঙ্গজেবের মহম্মদ সম্পর্কে আশঙ্কিত হওয়ার কারণ -
( ক ) মহম্মদ অত্যন্ত একগুঁয়ে
( খ ) মহম্মদ নাবালক
( গ ) মহম্মদ ঔরঙ্গজেব সম্পর্কে বিশ্বাসী
( ঘ ) মহম্মদ হঠকারী
৯১ ' সাজাহান ’ নাটকে ঔরঙ্গজেবের প্রতি মহম্মদের অবিশ্বাসের মূলে কে রয়েছেন বলে মনে হয় ?
( ক ) সাজাহান কন্যা জাহানারা
( খ ) সেনাপতি মিরজুমলা
( গ ) সাজাহান পুত্র মােরাদ
( ঘ ) ঔরঙ্গজেব
৯২) “ এ বয়সে তা বুঝতে পারবে না । ” —কী বােঝার কথা বলা হয়েছে ?
( ক ) রাজনীতি বড়াে বিচিত্র
( খ ) রাজনীতি বড়াে কূট
( গ ) রাজনীতি বড়াে ইতিহাস ঘেঁষা
( ঘ ) রাজনীতি বড়ােই গােলমেলে
৯৩) “ তাহলে সে রাজনীতি আমার জন্য নয় । ” মহম্মদের এই উক্তির মূলে অন্যতম কারণ হল ঔরঙ্গজেবের —
( ক ) অবাধ লুণ্ঠনের আকাঙ্ক্ষা
( খ ) রণলিঙ্গা
( গ ) পিতাকে সিংহাসনচ্যুত করা
( ঘ ) পিতাকে হত্যা করা
৯৪) মাঝরাতে ঔরঙ্গজেব একা জাগ্রত অবস্থায় তার কৃতকর্মের কোন্ কারণ চিহ্নিত করেন ?
( ক ) যা করেছি ধর্মের জন্য
( খ ) যা করেছি মুঘল সাম্রাজ্যের জন্য
( গ ) যা করেছি সিংহাসনের জন্য
( ঘ ) যা করেছি পুত্রের জন্য
৯৫) “ আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ ’ - রজনীকান্ত কী বুঝতে পেরেছিলেন ?
( ক ) তার প্রেমিকা এখনও মরেনি
( খ ) তার থিয়েটার এখনও তাকে ছাড়েনি
( গ ) তার প্রতিভা এখনও মরেনি
( ঘ ) তার রক্তে এখনও নাটকের সুর
৯৬) “ এই তাে জীবনের সত্য কালীনাথ ” —জীবনের সত্য কী?
( ক ) প্রতিভা যার কাছে , বয়সে তার কী এসে যায়
( খ ) ইচ্ছা যার আছে , তার বয়সে আর কী এসে যায়
( গ ) চেষ্টা যার আছে , তার বয়সে আর কী এসে যায়
( ঘ ) আগ্রহ যার আছে , তার বয়সে আর কী এসে যায়
৯৭ ) “ স্বর্গ , মর্ত্যে নেমে আসুক । ” — কীভাবে স্বর্গ মর্তে নেয়ে । আসবে বলে সুজা মনে করেছেন ?
( ক ) পিয়ারাবানুর অপরূপ সংগীতের মূছনায়
( খ ) পিয়ারাবানুর সৌন্দর্যের বিচ্ছুরণে
( গ ) পিয়ারাবানুর মধুর হাসির মহিমায়
( ঘ ) উপরােক্ত সবকটি কারণে
৯৮)“ তােমার সৌন্দর্যে একবার এ অন্ধকারকে ধাধিয়ে দাও । দেখি । ” — কে , কাকে বলেছিল ?
( ক ) রজনীকান্ত কালীনাথকে বলেছিল
( খ ) সুজা পিয়ারাবানুকে বলেছিল
( গ ) ঔরঙ্গজেব মহম্মদকে বলেছিল
( ঘ ) রজনীকান্ত তার প্রেমিকাকে বলেছিল
৯৯) “ আজ সারারাত্রি ঘুমাব না । ” — সুজা ঘুমাতে চাননি কেন ?
( ক ) সারারাত্রি তিনি যুদ্ধের পরিকল্পনা করতে চেয়েছিলেন
( খ ) যুদ্ধযাত্রার আগের দিন তিনি ঘুমান না
( গ ) তিনি পিয়ারাবানুর সংগীত মূছনায় হারিয়ে যেতে চেয়েছিলেন
( ঘ ) সম্রাট তাকে সেই রাতে ঘুমাতে বারণ করেছিলেন
১০০) “ ঠিক পুরােনাে দিনের মতােই আছেন আপনি । ” — কালীনাথ এ কথা বলেছিলেন , কারণ –
( ক ) রজনীকান্তের বয়স বােঝা যায় না মেক - আপ নিলে
( খ ) রজনীকান্তের চেহারায় বয়সের কোনাে ছাপই পড়েনি
( গ ) রজনীকান্ত অভিনয় সম্পর্কে এখনও আগের মতােই আবেগপ্রবণ
( ঘ ) পুরােনাে দিনের মতােই রজনীকান্ত কালীনাথের প্রতি বন্ধুবৎসল
১০১) “ শিল্পকে যে - মানুষ ভালােবেসেছে— ” রজনীকান্তের মতে তার-
( ক ) বার্ধক্য নেই
( খ ) একাকিত্ব নেই
( গ ) রােগ নেই
( ঘ ) সবকটি বিকল্পই সত্য
১০২) রজনীকান্তের মতে , মৃত্যুভয় জয় করতে পারে সেই , যে –
( ক ) পৃথিবীকে ভালােবাসে
( খ ) শিল্পকে ভালােবাসে
( গ ) শিল্পীকে ভালােবাসে
( ঘ ) নাটককে ভালােবাসে
১০৩) “ সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তােমার জীবন ফুরিয়ে গেল ! ” — উক্তিটির বক্তা কে ?
( ক ) কালীনাথ সেন
( খ ) কালীশংকর সেন
( গ ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
( ঘ ) রজনীশ চট্টোপাধ্যায়
১০৪) প্রম্পটার বলতে বােঝায়-
( ক ) থিয়েটারের যবনিকা উন্মােচন করেন যিনি
( খ ) নাটমঞে আলােকপ্রক্ষেপণ করেন যিনি
( গ ) অভিনেতাবৃন্দকে সংলাপের সূত্র ধরিয়ে দেন যিনি
( ঘ ) নাট্যপরিচালনায় সাহায্য করেন যিনি
১০৫)“ তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে"— কোন্ চরিত্রের ভূমিকায় মানাবে না ?
( ক ) ঔরঙ্গজীব
( খ ) দিলদার
( গ ) সাজাহান
( ঘ ) মােরাদ
১০৬ ) নানা রঙের দিন ’ নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন ?
( ক ) ম্যাকবেথ
( খ ) ওথেলো
( গ ) জুলিয়াস সিজার
( ঘ ) মার্চেন্ট অফ ভেনিস
১০৭ ) নাট্যাংশের শেষে ‘ Life's but a walking shadow '- উক্তিটির মধ্য দিয়ে রজনীকান্ত বােঝাতে চেয়েছেন -
( ক ) নাটক অভিনয় সেদিনের মতাে সমাপ্ত
( খ ) অন্য একটি নাটক অভিনয়ের সূত্রপাত হতে চলেছে
( গ ) তিনি আর কোনাে অভিনয় করতে চান না
( ঘ ) একজন অভিনেতা হিসেবে তার জীবন এখন এক চলমান ছায়ায় পরিণত
১০৮) " Life's but a walking shadow , a poor player "- নানা রঙের দিন ’ নাটকের শেষ উদ্ধৃত সংলাপটি কোন্ নাটকের ?
( ক ) ম্যাকবেথ
( খ ) ওথেলাে
( গ ) জুলিয়াস সিজার
( ঘ ) কোনােটিই নয়
১০৯) " A horse ! A horse ! My kingdom for a horse ! " কোন্ নাটক থেকে উদ্ধৃতিটি গৃহীত ?
( ক ) বিভাব
( খ ) নানা রঙের দিন
( গ ) নবান্ন
( ঘ ) সাজাহান