Subscribe Us

রূপনারণের কূলে রবীন্দ্রনাথ ঠাকুর All MCQ QUSTION

 ১) 'রূপনারানের কূলে' কবিতাটির মূল গ্রন্থের নাম – 

 ( ক ) সেঁজুতি

 ( খ ) আরােগ্য

 ( গ ) শেষ লেখা

 ( ঘ ) রােগশয্যায়


২) ‘ রূপনারানের কূলে ' কবিতাটি রচিত হয় ।

 ( ক ) ৩০ বৈশাখ , ১৩৪৮

 ( খ ) ২৮ বৈশাখ , ১৩৪৮

 ( গ ) ২৬ বৈশাখ , ১৩৪৮

 ( ঘ ) ২৯ বৈশাখ , ১৩৪৮


৩) ‘ রূপনারানের কূলে ' কবিতাটি রচিত হয় ।

 ( ক ) শান্তিনিকেতনে

 ( খ ) কালিম্পঙে

 ( গ ) কলকাতায়

 ( ঘ ) শিলাইদহে


৪) রূপনারানের কূলে ' কবিতাটি প্রথম লেখা হয়েছিল ক - টি ছত্রে ? 

 ( ক ) এগারাে

 ( খ ) দশ

 ( গ ) নয়

 ( ঘ ) তেরাে


 ৫ ) রূপনারানের কূলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ?

 ( ক ) ১০ সংখ্যক

 ( খ ) ১১ সংখ্যক

 ( গ ) ৯ সংখ্যক

 ( ঘ ) ১২ সংখ্যক


৬) ‘ রূপনারানের কূলে ’ বলতে রবীন্দ্রনাথ আসলে বুঝিয়েছেন

 ( ক ) এক নদীর তীরকে 

 ( খ ) পূর্ববঙ্গের নদীমাতৃকতাকে

 ( গ ) মৃত্যু নদীর পরপারকে

 ( ঘ ) রূপময় মর্ত্যভূমিকে


 ৭ ) কবিতায় রূপনারান ’ নদীটি কীসের প্রতীক ?

 ( ক ) বিশ্বসংসারের

 ( খ ) কল্পনার

 ( গ ) মৃত্যুর

 ( ঘ ) বাসভূমির


৮) “ জানিলাম এ জাৎ—"– 

 ( ক ) মিথ্যা নয় 

 ( খ ) নিদ্রা নয়

 ( গ ) স্বপ্ন নয়

 ( ঘ ) কঠিন নয়


৯) " জেগে উঠিলাম , ” —কবির চেতনা কোথায় জাগরিত হল ? 

 ( ক ) সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের তীরে

 ( খ ) যমুনাতীরে

 ( গ ) রূপনারানের কূলে

 ( ঘ ) গঙ্গাহৃদি বঙ্গভূমির কোলে


 ১০ ) রূপনারানের কূলে জেগে ওঠার অর্থ -

 ( ক ) ঘুম থেকে জেগে ওঠা

 ( খ ) অচৈতন্য থেকে চেতনা ফিরে পাওয়া

 ( গ ) মােহভঙ্গ হওয়া

 ( ঘ ) জীবনবােধে প্রাজ্ঞ হয়ে ওঠা


১১ ) রূপনারানের কূলে জেগে উঠে কবি দেবলেন –

 ( ক ) সূর্য উঠে আলাের প্রকাশ ঘটেছে

 ( খ ) আকাশে মেঘ কেটে গেছে 

 ( গ ) স্বপ্ন ও বাস্তবের পার্থক্য অনেক

 ( ঘ ) ঘুমের জগৎ আর বাস্তবের জগতের কোনাে পার্থক্য নেই


১২ ) “ রক্তের অক্ষরে দেখিলাম ” —কী দেখলেন ? 

 ( ক ) আপনার স্বপ্ন

 ( খ ) আপনার জগৎ

 ( গ ) আপনার বেদনা

 ( ঘ ) আপনার রূপ


১৩ ) রক্তের অক্ষরে দেখিলাম ” বলতে কবি বুঝিয়েছেন ।

 ( ক ) জীবন রক্ত রঙিন হয়ে দেখা দিল

 ( খ ) সারাজীবনের সুখস্মৃতি বর্ণময় হয়ে উঠল

 ( গ ) প্রিয়জনের সঙ্গে চিরবিচ্ছেদ বেদনায় কাতর হয়ে গেলেন

 ( ঘ ) রক্তের রঙে রাঙানাে বিপ্লবী কবি উদ্বুদ্ধ হয়ে উঠলেন


 ১৪) ‘ চিনিলাম আপনারে ” —কবি কীভাবে নিজেকে চিনলেন ? 

 ( ক ) দুঃখে-শোকে

 ( খ ) সুখে - আনন্দে

 ( গ ) বেদনার - আঘাতে

 ( ঘ ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়


১৫ ) কবি “ আপনার রূপ ” চিনতে পেরেছেন বলতে – 

 ( ক ) নিজ গৌর অঙ্গের সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছেন

 ( খ ) প্রকৃতির রূপের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছেন

 ( গ ) শাশ্বত সৌন্দর্যচেতনা উপলব্ধি করতে পেরেছেন

 ( ঘ ) নিজের জীবনদর্শনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন


১৬) “ চিনিলাম আপনারে ” কথাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন -

 ( ক ) তিনি বাহ্যিক পরিচয় পেলেন

 ( খ ) তিনি সামাজিক পরিচয় পেলেন

 ( গ ) তিনি আত্মপরিচয় পেলেন

 ( ঘ ) তিনি পারিবারিক পরিচয় পেলেন


১৭) “ সত্য যে কঠিন , ' — কবি এ কথা জানলেন-

 ( ক ) শুধু আঘাতে আঘাতে 

 ( খ ) শুধু বেদনায় বেদনায়

 ( গ ) আঘাতে ও বেদনায়

 ( ঘ ) চেতনাহীন হয়ে


 ১৮ ) “ রূপ - নারানের কূলে ” জেগে কবি ভালােবাসলেন

 ( ক ) জগৎকে

 ( খ ) আপনাকে

 ( গ ) সত্যকে

 ( ঘ ) কঠিনকে


 ১৯) কবি কঠিনকে ভালােবেসেছিলেন কারণ-

 ( ক ) সত্যের অন্য নাম কঠিন বলে

 ( খ ) কঠিনকে সহজেই গ্রহণ করা যায় বলে

 ( গ ) সত্যের ভয়ে কবি ভীত বলে

 ( ঘ ) সত্য স্বীকার করা দোষের নয় বলে


২০) কঠিন সত্যকেই শেষপর্যন্ত ভালােবাসলেন রবীন্দ্রনাথ , কারণ-

 ( ক ) বাহিরে কুটিল হােক অন্তরে সে ঋজু 

 ( খ ) তিনি সত্যদ্রষ্টা ঋষিকবি , তাই

 ( গ ) সত্য কঠিন বলেই তা কখনও বঞনা করে না

 ( ঘ ) তাকে না ভালােবেসে উপায় নেই


২১ ) “ সে কখনাে করে না বঞ্চনা । ” –‘সে ’ বলতে বােঝানাে হয়েছে - 

 ( ক ) কঠিনকে

 ( খ ) মৃত্যুকে

 ( গ ) সত্যকে

 ( ঘ ) জীবনকে


২২ ) কবি ‘ আমৃত্যুর দুঃখের তপস্যা ’ বলতে বুঝিয়েছেন –

 ( ক ) পৃথিবীকে

 ( খ ) জীবনকে

 ( গ ) কর্মকে

 ( ঘ ) কর্তব্যকে


 ২৩ ) কবির মতে এই জীবন হল

 ( ক ) শুধু দুঃখ ভােগ করার জন্য

 ( খ ) শুধু সুখ ভােগ করার জন্য

 ( গ ) দুঃখের তপস্যা করার জন্য

 ( ঘ ) দুঃখকে অতিক্রম করার জন্য


২৪ ) “ আমৃত্যুর দুঃখের কী এ জীবন ?

 ( ক ) সমুদ্র

 ( খ ) তপস্যা

 ( গ ) দেনা

 ( ঘ ) আধার


 ২৫ ) দুঃখের তপস্যা ’ যে কারণে কবি আজীবন করেছেন , তা হল –

 ( ক ) মানবসেবার জন্য

 ( খ ) শ্রেষ্ঠ কবি হওয়ার বাসনায়

 ( গ ) বিশ্বের দরবারে খ্যাতিলাভের জন্য

 ( ঘ ) সত্যকে শ্রেষ্ঠ মূল্য দেওয়ার জন্য


২৬ ) সত্যের দারুণ মূল্য লাভ করবেন-

 ( ক ) কবি স্বয়ং

 ( খ ) যে - কোনাে মানুষ

 ( গ ) মৃত্যুঞ্জয়ী বীর

 ( ঘ ) আত্মভােলা মানুষ


 ২৭) জীবনের দেনা শােধ করবেন কবি-

 ( ক ) মৃত্যুর মধ্য দিয়ে

 ( খ ) জন্মের মধ্য দিয়ে

 ( গ ) সত্যকে অস্বীকারের মধ্য দিয়ে

 ( ঘ ) জীবন উপলব্ধির মধ্য দিয়ে


২৮ ) শেষপর্যন্ত কবি আত্মস্বরূপকে চিনলেন-

 ( ক ) বিচিত্র আঘাত ও বেদনার তীব্র কশাঘাতে

 ( খ ) উপনিষদের শিক্ষায় 

 ( গ ) বারংবার প্রিয়জনের বিচ্ছেদে

 ( ঘ ) প্রাচ্য দর্শনের আস্তিকতায়