সার্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভৌগোলিক এলাকাভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতার কারণে আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছিল। এগুলির মধ্যে অন্যতম হলো সার্ক অর্থাৎ South Asian Association For Regional Co-operation।
বর্তমানে এই সার্কের সদস্য রাষ্ট্রগুলো হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ এবং আফগানিস্তান (যদিও আফগানিস্তান পরে যুক্ত হয়েছে)। এই সার্ক গঠিত হয় 1985 খ্রিস্টাব্দে ঢাকায় জিয়াউর রহমানের নেতৃত্বে।
প্রেক্ষাপট:
1985 খ্রিষ্টাব্দের 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। প্রেক্ষাপট ছিল:
1. জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর: দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়ে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরে প্রস্তাব দেন।
2. সার্ক গঠনের সিদ্ধান্ত: জিয়াউর রহমানের সক্রিয় উদ্যোগে পরবর্তী কয়েক বছর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীগণ একাধিক সম্মেলনে মিলিত হন। অবশেষে 1983 সালে দিল্লি সম্মেলনে সার্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
3. সার্ক এর প্রতিষ্ঠা: 1985 সালের 7-8 ডিসেম্বর ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়।
লক্ষ্য বা উদ্দেশ্য:
- উন্নয়ন: অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও উন্নয়ন।
- জনকল্যাণ: জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়ন।
- আত্মনির্ভরতা: স্বাধীনতা রক্ষা ও আত্মনির্ভরতা গঠন।
- নিরাপত্তা: আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ।
- বোঝাপড়া: পারস্পরিক বিশ্বাস ও সংবেদনশীলতা বৃদ্ধি।
- সাংস্কৃতিক আদান-প্রদান: পারস্পরিক সংস্কৃতি ও সহযোগিতা।
- শান্তিপূর্ণ সহবস্থান: শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা।
সমস্যাসমূহ:
- রাজনৈতিক অস্থিরতা: ভারত-পাক বিরোধ, সামরিক প্রতিযোগিতা ইত্যাদি।
- তামিল জঙ্গি সমস্যা: শ্রীলঙ্কা-ভারত সম্পর্কের অবনতি।
- ভারসাম্যহীনতা: বড় ও ছোট রাষ্ট্রের মধ্যে শক্তির অসামঞ্জস্য।
- মতভেদ: কার্যকলাপ ও দৃষ্টিভঙ্গিতে মতপার্থক্য।
- সহযোগিতার অভাব: সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও অগ্রগতি বাধা।
সাফল্য:
- অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি।
- সন্ত্রাসবাদ প্রতিরোধে অগ্রগতি (বিশেষত শেখ হাসিনার ভূমিকা)।
- বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা।
- কাঠমান্ডুতে স্থায়ী সচিবালয় স্থাপন।
- খাদ্য নিরাপত্তা ও শিশু কল্যাণে পদক্ষেপ।
মূল্যায়ন:
বর্তমানে সার্ক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলেও তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য—দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রেখে উন্নয়ন সাধন—অনেকাংশেই বাস্তবায়ন ব্যাহত হয়েছে।
স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা