১) সমর সেনের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ?
( ক ) ১৯১৬ খ্রিস্টাব্দে
( খ ) ১৯১৭ খ্রিস্টাব্দে
( গ ) ১৯১৮ খ্রিস্টাব্দে
( ঘ ) ১৯১৯ খ্রিস্টাব্দে
২) সমর সেন কার দৌহিত্র ছিলেন ?
( ক ) অমর্ত্য সেন
( খ ) ক্ষিতিমােহন সেন
( গ ) দীনেশচন্দ্র সেন
( ঘ ) জগদীশচন্দ্র সেন
৩) সমর সেনের প্রথম কবিতা কোনটি ?
( ক ) তুমি ও আমি
( খ ) আমি ও তুমি
( গ ) শ্রীহর্ষ
( ঘ ) কবিতা
৪) সমর সেন কোন্ পত্রিকা সম্পাদনা করতেন ?
( ক ) ফ্রন্টিয়ার
( খ ) মিরর
( গ ) সবুজপত্র
( ঘ ) পশ্বধম
৫) 'মহুয়ার দেশ ’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
( ক ) খােলা চিঠি
( খ ) নানাকথা
( গ ) কয়েকটি কবিতা
( ঘ ) তিনপুরুষ
৬) কত খ্রিস্টাব্দে 'মহুয়ার দেশ ’ কবিতাটি রচিত হয় ?
( ক ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
( খ ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
( গ ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
( ঘ ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
৭) 'মহুয়ার দেশ ’ কবিতায় কোথাকার নিসর্গ প্রকৃতির বর্ণনা আছে ?
( ক ) পুরুলিয়ার
( খ ) বাঁকুড়ার
( গ ) মেদিনীপুরের
( ঘ ) সাঁওতাল পরগনার
৮) মহুয়ার দেশ ’ কবিতাটি ক - টি স্তবকে বিভক্ত ?
( ক ) ৫ টি
( খ ) ২ টি
( গ ) ৬ টি
( ঘ ) ৪ টি
৯) মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কেমন সূর্য গলিত সােনার মতাে উজ্জ্বল আলাের স্তম্ভ এঁকে দেয় ?
( ক ) অস্তমিত সূর্য
( খ ) অলস সূর্য
( গ ) ক্লান্ত সূর্য
( ঘ ) রক্তাক্ত সূর্য
১০) উজ্জ্বল আলাের স্তম্ভ হল ।
( ক ) গলিত সােনার মতাে
( খ ) জ্বলন্ত লাভার মতাে
( গ ) পাকা সােনার মতাে
( ঘ ) প্রজ্জ্বলিত সােনার মতাে
১১ ) অলস সূর্য দেয় এঁকে ’ — অলস সূর্য কী আঁকে ?
( ক ) উজ্জ্বল আলাের স্তম্ভ
( খ ) ধূসর ফেনা
( গ ) শীতের দুঃস্বপ্ন
( ঘ ) মহুয়া বন
১২ ) অলস সূর্য ছবি আঁকে
( ক ) দিগন্তে
( খ ) পশ্চিমের আকাশে
( গ ) সন্ধ্যার জলস্রোতে
( ঘ ) হৃদয়ে
১৩ ) আর আগুন লাগে ’ — কোথায় আগুন লাগে ?
( ক ) জলের অন্ধকারে ধূসর ফেনায়
( খ ) আলাের স্তম্ভে
( গ ) শীতের দুঃস্বপ্নে
( ঘ ) সন্ধ্যার জলস্রোতে
১৪ ) ঘুরে ফিরে ঘরে আসে ’ — কী ঘুরে ফিরে ঘরে আসে ?
( ক ) ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস
( খ ) মহুয়ার গন্ধ
( গ ) কয়লাখনির শব্দ
( ঘ ) ধুলাের কলঙ্ক
১৫) “ ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে । ”-
( ক ) নির্জন নিঃসঙ্গতার মতাে
( খ ) উজ্জ্বল স্তব্দতার মতাে
( গ ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতাে
( ঘ ) শীতের দুঃস্বপ্নের মতাে
১৬) ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ’ — বঙ্কিম ’ শব্দটির অর্থ
( ক ) বাঁকা
( খ ) ঋজু
( গ ) সমান্তরাল
( ঘ ) এর মধ্যে কোনােটিই নয়
১৭) 'মেঘ - মদির মহুয়ার দেশ' , — 'মদির ’ শব্দের অর্থ কী ?
( ক ) মত্ত
( খ ) মদযুক্ত
( গ ) অহংযুক্ত
( ঘ ) ভালােবাসা
১৮ ) “ মেঘমদির মহুয়ার দেশ ” আছে -
( ক ) খুব , খুব কাছে
( খ ) অনেক , অনেক দূরে
( গ ) নিবিড় অরণ্যে
( ঘ ) প্রান্তরের শেষে
১৯ ) সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে ’ — সমস্তক্ষণ সেখানে পথের দু - ধারে কী ছায়া ফেলে ?
( ক ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
( খ ) দেবদারু গাছ
( গ ) মানুষ
( ঘ ) বটগাছ
২০) কোন্ গাছের দীর্ঘ রহস্যের কথা 'মহুয়ার দেশ ’ কবিতায় ব্যক্ত ?
( ক ) দেবদারু
( খ ) মহুয়া
( গ ) আম
( ঘ ) হিজল
২১ ) মহুয়ার দেশ ’ কবিতায় রাতের নির্জন - নিঃসঙ্গতাকে আলােড়িত করে-
( ক ) নিশাচরের কোলাহল
( খ ) শিকারীর পদসঞর
( গ ) অবসন্ন মানুষের অনাগােনা
( ঘ ) সমুদ্রের দীর্ঘশ্বাস
২২ ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কী করে ?
( ক ) প্রফুল্ল
( খ ) আলােড়িত
( গ ) প্রস্ফুটিত
( ঘ ) জীবন্ত
২৩) 'আমার ক্লান্তির উপরে ঝরুক'
( ক ) বকুল ফুল
( খ ) মহুয়া ফুল
( গ ) শিউলি ফুল
( ঘ ) এদের মধ্যে কোনােটিই নয়
২৪ ) মহুয়ার দেশে অন্ধকার কেমন ?
( ক ) তমসাচ্ছন্ন
( খ ) গভীর
( গ ) নিবিড়
( ঘ ) কালাে
২৫ ) মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন ?
( ক ) জলস্রোতের শব্দ
( খ ) মাদলের শব্দ
( গ ) কয়লাখনির শব্দ
( ঘ ) শিশিরের শব্দ
২৬ ) মহুয়া বনের ধারে কী আছে ?
( ক ) কয়লাখনি
( খ ) তামার খনি
( গ ) অভ্রের খনি
( ঘ ) হীরকের খনি
২৭ ) সবুজ সকাল কীসে ভেজা-
( ক ) শিশিরে
( খ ) জলে
( গ ) মেঘে
( ঘ ) ভােরের আলােয়
২৮ ) “ অবসন্ন মানুষের শরীরে দেখি ” –
( ক ) ধুলাের কলঙ্ক
( খ ) অপমানের কলঙ্ক
( গ ) পােড়া দাগ
( ঘ ) চাঁদের কলঙ্ক
২৯ ) 'অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলাের কলঙ্ক , ' — কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলাের কলঙ্ক দেখেন ?
( ক ) শিশিরে - ভেজা সবুজ সকালে
( খ ) রাত্রিতে
( গ ) সন্ধ্যায়
( ঘ ) উজ্জ্বল স্তব্ধতায়
৩০ ) অবসন্ন মানুষের চোখ কেমন ?
( ক ) জাগ্রত
( খ ) ক্লান্ত
( গ ) ঘুমহীন
( ঘ ) অবসন্ন
৩১) অবসন্ন মানুষদের চোখে কী হানা দেয় ?
( ক ) ক্লান্ত দুঃস্বপ্ন
( খ ) ঘুম
( গ ) ধুলাের কলঙ্ক
( ঘ ) গভীর শব্দ