১) 'আমি দেখি ’ কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
( ক ) অঙ্গরী তাের হিরণ্য জল
( খ ) হে প্রেম হে নৈঃশব্দ্য
( গ ) হেমন্তের অরণ্যে আমি পােস্টম্যান
( ঘ ) ঈশ্বর থাকেন জলে
২) 'আমি দেখি ’ কবিতায় স্তবক সংখ্যা হল
( ক ) একটি
( খ ) দুটি
( গ ) তিনটি
( ঘ ) চারটি
৩)‘ গাছগুলাে তুলে আনাে,' —গাছগুলাে কবি তুলে আনতে বলেছেন কেন ?
( ক ) পথের দুধারে সাজানাের জন্য
( খ ) আগাছা নির্মূল করার জন্য
( গ ) ওষুধ প্রস্তুত করার জন্য
( ঘ ) বাগানে বসানাের জন্য
৪) ‘ গাছগুলাে তুলে আনাে , ' — তারপর সেগুলিকে -
( ক ) টবে বসাও
( খ ) ফেলে দাও
( গ ) বাগানে বসাও
( ঘ ) ছিড়ে ফেলাে
৫) আমার দরকার শুধু ’ — কবির দরকার শুধু -
( ক ) গাছ দেখে যাওয়া
( খ ) প্রকৃতি দেখে যাওয়া
( গ ) জঙ্গল দেখে যাওয়া
( ঘ ) আরােগ্য কামনা করা
৬) “ আমার দরকার শুধু ... ” কী দরকার ?
( ক ) বই পড়া
( খ ) ছবি দেখা
( গ ) গাছ দেখা
( ঘ ) ছবি আঁকা
৭) “ গাছের কোন টুকুশরীরে দরকার ?
( ক ) পল্লব
( খ ) সরসতা
( গ ) সবুজ
( ঘ ) বাতাস
৮) 'শরীরে দরকার ’ — গাছের যে অংশটুকু শরীরে দরকার তা হল –
( ক ) কাষ্ঠল অংশ
( খ ) মূলের অংশ
( গ ) ফুল ও ফলের অংশ
( ঘ ) সবুজ অংশ
৯) “ গাছের সবুজটুকু শরীরে দরকার ”-
( ক ) প্রসাধনের জন্য
( খ ) পুষ্টির জন্য
( গ ) আরােগ্যের জন্য
( ঘ ) বুদ্ধির বিকাশের জন্য
১০) 'আমি দেখি ’ কবিতায় কবি বহুদিন কোথায় যাননি
( ক ) বিদেশে
( খ ) শহরে
( গ ) জঙ্গলে
( ঘ ) পিত্রালয়ে
১১) “ বহুদিন জঙ্গলে যাইনি ” –জঙ্গলে না গিয়ে বহুদিন -
( ক ) শহরেই আছি
( খ ) গ্রামে গেছি
( গ ) পাহাড়ে গেছি
( ঘ ) সমুদ্রে গেছি
১২) বহুদিন যেখানে না যেতে পারার জন্য কবি বেদনাহত ।
( ক ) গ্রামের বাড়ির বাগানে
( খ ) পাহাড়ে
( গ ) জঙ্গলে
( ঘ ) সমুদ্রে
১৩) কবি বসবাস করেন
( ক ) মফস্সলে
( খ ) গ্রামে
( গ ) শহরে
( ঘ ) জঙ্গলে
১৪) 'হাঁ করে কেবল সবুজ খায় ’ — কে হাঁ করে সবুজ খায় ’ ?
( ক ) শহরের মানুষ
( খ ) গ্রামের মানুষ
( গ ) গৃহপালিত পশু
( ঘ ) শহরের অসুখ
১৫) শহরের অসুখ হাঁ করে কেবল কী খায় ?
( ক ) বাতাস
( খ ) কালাে ধোঁয়া
( গ ) সবুজ
( ঘ ) দুর্গন্ধ
১৬)“ শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় ” —তার ফলে –
( ক ) সবুজের অনটন ঘটে
( খ ) গাছ মরে যায়
( গ ) শহরের রং সবুজ হয়ে যায়
( ঘ ) গ্রাম ধ্বংস হয়
১৭) “ শহরের অসুখ .... ” কী ?
( ক ) ডাইরিয়া
( খ ) প্লেগ
( গ ) সবুজ ধ্বংস করা
( ঘ ) আবাসনের দৌরাত্ম
১৮) ‘ সবুজের অনটন ঘটে ... ” –
( ক ) অনাবৃষ্টির ফলে
( খ ) শহরের অসুখ সবুজ খায় বলে
( গ ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
( ঘ ) অভিজ্ঞ মালি নেই বলে
১৯) “ সবুজের অনটন ” বলতে বােঝায় ।
( ক ) ফসলের অভাব
( খ ) জমির অভাব
( গ ) বৃক্ষের নিধন
( ঘ ) যৌবনের অভাব
২০) “ তাই বলি , গাছ তুলে আনাে ” —কবি গাছ বসাতে চান-
( ক ) পথের ধারে
( খ ) বাড়ির ছাদে
( গ ) বাগানে
( ঘ ) টবে
২১) “ গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি । ” — গাছ দেখি , কারণ –
( ক ) গাছ ভালােবাসি
( খ ) চোখ সবুজ চায়
( গ ) গাছ ফুল - ফল দেয়
( ঘ ) গাছে পাখি বাসা বাঁধে
২২) চোখ তাে সবুজ চায় ! / দেহ চায়
( ক ) সবুজ পাতা
( খ ) সবুজ ঘাস
( গ ) সবুজ বাগান
( ঘ ) সবুজ উঠান
২৩) কবির চোখ চায় -
( ক ) সবুজ
( খ ) হলুদ
( গ ) লাল
( ঘ ) নীল
২৪) কবির দেহ চায়-
( ক ) নিশ্চিন্ত বিশ্রাম
( খ ) গভীর জলে অবগাহন
( গ ) সবুজ বাগান
( ঘ ) প্রকৃতির নিবিড় সান্নিধ্য
২৫) নিম্নোক্ত কোন্ পঙক্তিটি ‘ আমি দেখি ’ কবিতার শেষ পঙক্তিরূপে ব্যবহৃত হয়েছে ?
( ক ) তাই বলি , গাছ তুলে আনাে
( খ ) গাছ আনাে , বাগানে বসাও
( গ ) আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার
( ঘ ) আমি দেখি