স্বাধীনতা সংগ্রামের ৫ জন বাঙালি বিপ্লবী | নাম ও অবদান
ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁদের সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেম আজও প্রেরণা জোগায়। এখানে পাঁচজন উল্লেখযোগ্য বাঙালি বিপ্লবীর সংক্ষিপ্ত পরিচয় ও অবদান দেওয়া হলো।
১. ক্ষুদিরাম বসু (১৮৮৯–১৯০৮)
তিনি ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী। ১৮ বছর বয়সে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় ধরা পড়েন এবং ফাঁসি দেওয়া হয়। তাঁর "বন্দে মাতরম" ধ্বনি আজও অনুপ্রেরণা।
২. সুভাষচন্দ্র বসু (১৮৯৭–১৯৪৫)
নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। তাঁর “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” আজও উজ্জ্বল স্মারক।
৩. সূর্য সেন (১৮৯৪–১৯৩৪)
‘মাস্টারদা’ নামে খ্যাত সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুটের নেতৃত্ব দিয়েছিলেন। এই সাহসিকতায় তিনি বিপ্লবের এক নতুন অধ্যায় শুরু করেন। পরবর্তীতে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
৪. বীনয় বসু (১৯০৮–১৯৪০)
বীনয়, বাদল ও দিনেশের দল ব্রিটিশ অফিসারদের হত্যায় নেতৃত্ব দেন। তাঁরা ‘Write India’ নয়, ‘Fight India’ নীতি মেনে আন্দোলন চালিয়েছিলেন।
৫. প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১–১৯৩২)
প্রথম নারী শহিদদের একজন। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন। ধরা না পড়ার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন।
এই বাঙালি বিপ্লবীরা ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁদের ত্যাগ ভারতকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর সংগ্রামী জীবনের কাহিনি