Subscribe Us

শিকার জীবনানন্দ দাশ ALL MCQ QUSTION

১) 'শিকার ’ কবিতাটি মূল যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত –

 ( ক ) ধূসর পাণ্ডুলিপি

 ( খ ) মহাপৃথিবী

 ( গ ) রূপসী বাংলা

 ( ঘ ) বেলা অবেলা কালবেলা


২) শিকার ’ কবিতাটি যে কালের-

 ( ক ) শরৎকাল

 ( খ ) হেমন্তকাল

 ( গ ) শীতকাল

 ( ঘ ) বসন্তকাল


 ৩) শিকারটি কখন সংঘটিত হয়েছিল ?

 ( ক ) রাত্রিবেলায়

 ( খ ) বিকালবেলায় 

 ( গ ) ভােরবেলায়

 ( ঘ ) সন্ধ্যাবেলায়


8) ‘ ভাের ’ – শব্দটি কবিতার দুটি স্তবকের শুরুতে ব্যবহৃত হয়েছে । স্তবক দুটি হল-

 ( ক ) প্রথম ও দ্বিতীয় স্তবক

 ( খ ) প্রথম ও তৃতীয় স্তবক

 ( গ ) প্রথম ও চতুর্থ স্তবক

 ( ঘ ) প্রথম ও পঞ্চম স্তবক


৫) 'শিকার ’ কবিতাটির সূচনায় ‘ ভাের ’ শব্দটির প্রয়ােগ আছে । এই ‘ ভাের ’ হল –

 ( ক ) যন্ত্রণাদগ্ধ উপলব্দি প্রকাশক

 ( খ ) আনন্দময় উপলব্ধি প্রকাশক

 ( গ ) সরলতা , পবিত্রতা ও সৌন্দর্য প্রকাশক

 ( ঘ ) জটিলতা ও নিঃশব্দতা প্রকাশক


৬) “ ভাের ; / আকাশের রং .... " – “ শিকার ’ কবিতায় আকাশের রং-

 ( ক ) গঙ্গাফড়িং - এর দেহের মতাে কোমল নীল

 ( খ ) ঘাসফড়িং - এর দেহের মতাে কোমল নীল

 ( গ ) প্রজাপতির দেহের মতাে কোমল নীল 

 ( ঘ ) টিয়াপাখির দেহের মতাে কোমল নীল


৭) “ আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল : ” —এখানে আকাশের রঙের সঙ্গে ঘাসফড়িং - এর দেহের তুলনা এসেছে আকাশের রঙের – 

( ক ) ক্ষণজীবীরূপ বােঝানাের জন্য

 ( খ ) দীর্ঘজীবীরূপ বােঝানাের জন্য

 ( গ ) সৌন্দর্য ও নির্মলরূপ বােঝানাের জন্য

 ( ঘ ) জীবনের জটিলরূপ বােঝানাের জন্য


৮) 'ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল : ” — নীল রংটি হল-

 ( ক ) জামার

 ( খ ) আকাশের

 ( গ ) সমুদ্রের

 ( ঘ ) ময়ূরের পালকের


৯) ঘাসফড়িঙের দেহের মতাে ’ – ঘাসফড়িং - এর দেহের রং কেমন নীল ? 

 ( ক ) কোমল

 ( খ ) হালকা

 ( গ ) গাঢ়

 ( ঘ ) সবজে


 ১০) "চারিদিকে পেয়ারা ও নােনার গাছ- ” 

 ( ক ) গােধূলিমদির মেয়েটির মতাে 

 ( খ ) মচকাফুলের পাপড়ির মতাে

 ( গ ) ভােরের রৌদ্রের মতাে

 ( ঘ ) টিয়ার পালকের মতাে


১১) "....টিয়ার পালকের মতাে সবুজ । ” — সবুজ রংটি হল –

 ( ক ) পেয়ারা ও নােনার গাছের

 ( খ ) কলাগাছের

 ( গ ) ঘাসের

 ( ঘ ) বাতাবি লেবুর


 ১২) “ একটি তারা এখন আকাশে রয়েছে : কারণ -

 ( ক ) রাতের ঘন কালাে অন্ধকার এখনও কাটেনি বলে 

 ( খ ) কর্মতৎপর সকাল এখনও শুরু হয়নি বলে

 ( গ ) আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অন্য তারা দেখা যায়নি বলে

 ( ঘ ) গভীর রাতে আকাশে এমন ঘটনা দেখা যায় বলে


১৩ ) এখন আকাশে রয়েছে ’ — কটি তারা এখনও আকাশে রয়েছে ?

 ( ক ) তিনটি

 ( খ ) হাজারটি

 ( গ ) দুটি 

 ( ঘ ) একটি


 ১৪ ) এখন আকাশে রয়েছে ’ - এই তারাকে কবির মনে হয়েছে

 ( ক ) ঘাসফড়িং - এর দেহের মতাে

 ( খ ) মচকাফুলের পাপড়ির মতাে 

 ( গ ) টেরিকাটা মানুষের মতাে

 ( ঘ ) পাড়াগাঁয়ের বাসরঘরের মেয়েটির মতাে


১৫) ‘ মিশরের মানুষী তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের / গেলাসে রেখেছিল ' — কত দিন আগে এ ঘটনা ঘটে ?

 ( ক ) হাজার - হাজার বছর আগে এক রাতে

 ( খ ) লক্ষ - লক্ষ বছর আগে এক রাতে

 ( গ ) কোটি - কোটি বছর আগে এক রাতে

 ( ঘ ) সহস্র - সহস্র বছর আগে এক রাতে


১৬) 'আমার নীল মদের / গেলাসে রেখেছিল ’ — কবির নীল মদের গেলাসে কে মুক্তা রেখেছিল ?

 ( ক ) গ্রিক মানুষী

 ( খ ) মিশরের মানুষী

 ( গ ) সুমেরীয় মানুষী

 ( ঘ ) ইরানের সুন্দরী


 ১৭) 'আমার নীল মদের / গেলাসে রেখেছিল ।'— কী রেখেছিল ?

 ( ক ) মুক্তা

 ( খ ) তারা

 ( গ ) শুকনাে অশ্বত্থ পাতা

 ( ঘ ) টিয়ার পালক


১৮ ) 'একটি তারা আকাশে জ্বলছে এখনও' । এই তারাকে আকাশে দেখা গেছে - 

 ( ক ) সন্ধেবেলায়

 ( খ ) গভীর রাতে

 ( গ ) ভােরবেলায়

 ( ঘ ) অন্ধকার রাতে


১৯ ) সারারাত মাঠে / আগুন জ্বেলেছে আগুন জ্বালানাের কারণ -

 ( ক ) অন্ধকার দূরীকরণের জন্য

 ( খ ) আত্মরক্ষার জন্য

 ( গ ) শরীর উম্ রাখবার জন্য

 ( ঘ ) ফসল রক্ষার জন্য


 ২০) "...সারারাত মাঠে / আগুন জ্বেলেছে— ” —কারা আগুন । জ্বেলেছে ? 

 ( ক ) প্রবাসীরা

 ( খ ) অতিথিবৃন্দ

 ( গ ) দেশােয়ালিরা 

 ( ঘ ) বনবাসীরা


২১) 'সারারাত মাঠে / আগুন জ্বেলেছে । ” – কোন্ কালে ?

 ( ক ) শীতকালে

 ( খ ) গ্রীষ্মকালে

 ( গ ) বর্ষাকালে

 ( ঘ ) শরৎকালে


 ২২ ) “ হিমের রাতে শরীর উম ’ রাখবার জন্য দেশােয়ালিরা । সারারাত মাঠে ” -

 ( ক ) গান করেছে

 ( খ ) নাচ করেছে

 ( গ ) খেলায় মেতেছে

 ( ঘ ) আগুন জ্বেলেছে


 ২৩) দেশােয়ালিরা কোথায় আগুন জ্বেলেছে ?

 ( ক ) মাঠে

 ( খ ) বনে

 ( গ ) ঘরে

 ( ঘ ) নদীর ধারে


২৪) কবিতায় ‘ দেশােয়ালি ’ বলতে বােঝানাে হয়েছে –

 ( ক ) অরণ্যের আদিম জনগােষ্ঠীকে 

 ( খ ) অরণ্যের জীবজন্তুকে

 ( গ ) গাছপালাকে

 ( ঘ ) শহরের মানুষকে


 ২৫) সারারাত মাঠে / আগুন জ্বেলেছে-' — সেই আগুনের রং কেমন?

 ( ক ) প্রজাপতির মতাে রঙিন আগুন 

 ( খ ) সূর্যের মতাে লাল আগুন

 ( গ ) মােরগফুলের মতাে লাল আগুন

 ( ঘ ) গোলাপের মত লাল আগুন


 ২৬) "মরোগফুলের মতাে লাল অাগুন; " আগুন জ্বলার কারণ-

 ( ক ) রান্না করা

 ( খ ) পশু তাড়ানাে

 ( গ ) অন্ধকার দূর করা

( ঘ ) শরীর গরম রাখা


২৭) দেশােয়ালিরা কোন্ পাতা জড়াে করে আগুন জ্বালিয়েছিল ?

 ( ক ) শুকনাে বটে পাতা

 ( খ ) শুকনাে অশ্বত্থ পাতা

 ( গ ) শুকনাে আমপাতা

 ( ঘ ) শুকানাে ঝাউপাতা


২৮ ) “ সূর্যের আলােয় তার রং কুসুমের মতাে নেই আর ; " — তার রং কীসের মতাে হয়ে গেছে ?

 ( ক ) শুকনাে পাতার ধূসর ইচ্ছার মতাে 

 ( খ ) কচি বাতাবিলেবুর মতাে সবুজ 

 ( গ ) রােগা শালিকের হৃদয়ের বিবণ ইচ্ছার মতাে

 ( ঘ ) নীল আকাশের মরা চাঁদের আলোর মতাে


 ২৯ ) “ সূর্যের আলােয় তার রং কুসুমের মতাে নেই আর ; " কারণ

 ( ক ) বিজলি বাতি জ্বলেছে

 ( খ ) আলাে নিভে গেছে

 ( গ ) সকাল হয়েছে 

 ( ঘ ) আরও বড়াে আগুন জ্বলেছে


৩০ ) “ সূর্যের আলােয় তার রং কুসুমের মতাে নেই আর । ” — কীসের রং ?

 ( ক ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের

 ( খ ) তারার আলাের

 ( গ ) মচকা ফুলের

 ( ঘ ) হরিণের মাংস রাধবার আগুনের


৩১) ' রােগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে ' – 

 ( ক ) কবির হৃদয়ের রং

 ( খ ) আকাশের রং 

 ( গ ) সূর্যের আলাের রং

 ( ঘ ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের রং


৩২) 'সকালের আলােয় টলমল শিশিরে চারি দিকের বন ও আকাশ ’ — কীসের মতাে ঝিলমিল করছে ?

 ( ক ) প্রজাপতির রঙিন ডানার মতাে 

 ( খ ) ঘাসফড়িং - এর ডানার মতাে 

 ( গ ) ময়ূরের সবুজ নীল ডানার মতাে 

 ( ঘ ) টিয়াপাখির সবুজ ডানার মতাে


৩৩) ‘ ময়ূরের / সবুজ নীল ডানার মতাে ঝিলমিল করছে ।'— এখানে । ঝিলমিল করছে -

 ( ক ) আকাশ

 ( খ ) সূর্যের আলােকরশ্মি

 ( গ ) চারিদিকের বন ও আকাশ

 ( ঘ ) মিশরের মানুষী


৩৪)ভাের '-এই শব্দটি দ্বিতীয়বার কবিতাতে ব্যবহৃত হয়েছে

 ( ক ) সৌন্দর্য ও পবিত্রতা বােঝাতে

 ( খ ) প্রসন্নতা ও প্রশান্তি বোঝাতে

 ( গ ) ভয়ংকর সময়কালকে বোঝাতে

 ( ঘ ) রাতের শেষ বোঝাতে


৩৫) 'নিজেকে বাঁচিয়ে বাচিয়ে'- সারারাত ধরে কার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল হরিণটি ?

 ( ক ) টরিকাটা শিকারি 

 ( খ ) সিংহী

 ( গ ) দেশোয়ালি

 ( ঘ ) চিতাবাঘিনি


 ৩৬) 'অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে!" সুন্দরীর বন কীসের মতো অন্ধকার ?

 ( ক ) অজুনের 

( খ ) মেহগনির

 ( গ ) অশ্বত্থের

 ( ঘ ) হিমের রাতের


৩৭ ) “ সুন্দর বাদামি হরিণ এই ভােরের জন্য অপেক্ষা করছিল!" হরিণ ভােরের জন্য অপেক্ষা করছিল কারণ-

 ( ক ) রাত তার ভালাে লাগছিল না বলে

 ( খ ) রাতে সঙ্গীদের খুঁজে পাচ্ছিল না বলে

 ( গ ) চিতাবাঘিনির হাত থেকে নিজেকে বাঁচাবে বলে

 ( ঘ ) রাতে খাবারের অভাব হয়েছিল বলে


৩৮ ) 'এই ভােরের জন্য অপেক্ষা করছিল!' ভােরের জন্য অপেক্ষা করেছিল

 ( ক ) কয়েকজন শিকারি মানুষ

 ( খ ) বাদামি হরিণ

 ( গ ) ঘাস ফডিং

 ( ঘ ) চিতল হরিণ


৩৯ ) " এসেছে সে ভােরের আলােয় নেমে ; ' — কে নেমে এসেছে ?

 ( ক ) হরিণ

 ( খ ) চিতাবাঘিনি

 ( গ ) ঘাসফড়িং

 ( ঘ ) শিকারি


৪০) " এসেছে সে ভোরের আলােয় নেমে ;" নেমে আসার কারণ -

 ( ক ) তদল খাওয়া

 ( খ ) মান করা

 ( গ ) বিশ্রাম নেওয়া

 ( ঘ ) সুগন্ধি ঘাস খাওয়া


 ৪১ ) “ কচি বাতাবিলেবুর মতাে সবুজ সুগন্ধি ঘাস  ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে;"  ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে -

 ( ক ) চিতাবাঘিনি

 ( খ ) বাদামি হরিণ

 ( গ ) ঘােড়া

 ( ঘ ) খরগােশ


 ৪২ ) বাদামি হরিণ কী ছিড়ে ছিড়ে খাচ্ছে ? 

 ( ক ) দূর্বাঘাস

 ( খ ) সবুজ সুগন্ধি ঘাস 

 ( গ ) মাংস 

  ( ঘ ) লতাপাতা


৪৩ ) ' সবুজ সুগন্ধি ঘাস ছিড়ে ছিড়ে খাচ্ছে ; ' — সবুজ সুগন্ধি ঘাস কীসের মতাে ?

 ( ক ) মেহগনির পাতার মতাে

 ( খ ) পেয়ারা পাতার মতাে

 ( গ ) কচি বাতাবি লেবুর মতাে

 ( ঘ ) টিয়ার পালকের মতাে


৪৪ ) “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল- " কার কথা এখানে বলা হয়েছে?

 ( ক ) বাঘা 

 ( খ ) চিতাবাঘিনি

 ( গ ) শিকারি

 (  ঘ ) বাদামি হরিণ


 ৪৫ ) “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল- ” হরিণটি কেন নদীতে নেমেছিল?

 ( ক ) স্নান করার জন্য

 ( খ ) জল খাওয়ার জন্য 

 ( গ ) চিতাবাঘিনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য

 ( ঘ ) শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য


 ৪৬) ‘ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল - শীতল ঢেউয়ে নামার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে –

 ( ক ) হরিণের মৃত্যুর মধ্যে প্রবেশ করার ইচ্ছে

 ( খ ) হরিণের প্রাণ ফিরে পাওয়ার জন্য আনন্দ

 ( গ ) হরিণের গরম থেকে মুক্তির প্রয়াস

 ( ঘ ) হরিণের নতুন ঘটনার মুখােমুখি হওয়ার বাসনা


৪৭ ) “ ঘুমহীন ক্লান্ত বিহুল শরীরটাকে স্রোতের মতাে / একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করল ? 

 ( ক ) নরম ঘাসের উপর শুয়ে পড়ল

 ( খ ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল

 ( গ ) অর্জুন বনের ছায়ায় বসে রইল 

 ( ঘ ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের উত্তাপ নিল


৪৮ ) “ একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য ; ” — এই উল্লাস হয়েছিল হরিণের , কারণ -

 ( ক ) খুব সহজেই শীতল ঢেউ পেরােতে পেরেছিল বলে

 ( খ ) খাবারের অফুরন্ত ভাণ্ডার পেয়েছিল বলে

 ( গ ) অন্য সকল পশুদের বাঁচিয়েছিল বলে

 ( ঘ ) মৃত্যুমুখ থেকে প্রাণ বাঁচাতে পেরেছিল বলে


 ৪৯ ) “ একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য ; ” — উল্লাসকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?

 ( ক ) বিকেলের পড়ন্ত রৌদ্রের সঙ্গে

 ( খ ) ভােরের রৌদ্রের সঙ্গে

 ( গ ) দুপুরের রৌদ্রের সঙ্গে 

 ( ঘ ) সন্ধ্যার অন্ধকারের সঙ্গে


 ৫০ ) ' এই নীল আকাশের নীচে ’ - নীল আকাশের নীচে হরিণটি কীসের মতো জেগে ওঠে ?

 ( ক ) তীক্ষ শীতল ঢেউয়ের মতাে

 ( খ ) সােনার ফলার মতাে

 ( গ ) সােনার বর্শার মতাে

 ( ঘ ) চিতাবাঘের মতাে


 ৫১ ) ' এই নীল আকাশের নীচে সূর্যের সােনার বর্শার মতাে ’ হরিণটি জেগে ওঠে – 

 ( ক ) হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য

 ( খ ) হরিণীর পর হরিণীকে ভয় দেখানাের জন্য

 ( গ ) হরিণীর পর হরিণীকে ভালােবাসার জন্য

 ( ঘ ) হরিণীর পর হরিণীকে ঘৃণা করার জন্য


৫২ ) “ একটা অদ্ভুত শব্দ । ” — কীসের অদ্ভুত শব্দ ? 

 ( ক ) ঢাকের

 ( খ ) বােমার

 ( গ ) ফাটা বাঁশের

 ( ঘ ) গুলির


৫৩ ) অদ্ভুত শব্দ প্রকাশ করেছে -

 ( ক ) আনন্দ - উল্লাসের পরিচয় 

 ( খ ) হত্যালীলার ঘটনা

 ( গ ) পারস্পরিক ইশারা 

 ( ঘ ) বনে পশুর চলাফেরার শব্দ


 ৫৪ ) “ নদীর জল মচকাফুলের পাপড়ির মতাে লাল । ” — লাল রংটি আসলে

 ( ক ) অস্তায়মান সূর্যের

 ( খ ) আলতার

 ( গ ) রক্তের 

 ( ঘ ) জলের


৫৫ ) "নদীর জল ... পাপড়ির মতাে লাল।" 

( ক ) মচকাফুলের

 ( খ ) গােলাপ ফুলের

 ( গ ) জবা ফুলের

 ( ঘ ) মােরগ ফুলের


৫৬ ) “ নদীর জল মচকাফুলের পাপড়ির মতাে লাল । ” — নদীর জলের রং লাল হয়েছে , কারণ -

 ( ক ) নদীতে লাল রং ছড়ানাে হয়েছে

 ( খ ) দূর থেকে দেখলে ওই নদীর জল লাল মনে হয়

 ( গ ) হরিণের রক্ত জলের রং লাল হয়ে উঠেছে

 ( ঘ ) বাঘের রক্তে জলের রং লাল হয়ে উঠেছে


 ৫৭) ‘ আগুন জ্বলল আবার — ' এবার আগুন জ্বলেছে -

 ( ক ) শরীর উম ’ করার কারণে

 ( খ ) অশান্তি ছড়ানাের কারণে

 ( গ ) আলােকিত করার কারণে

 ( ঘ ) হরিণের মাংস তৈরির কারণে


 ৫৮) ' আগুন জ্বলল আবার —'— কখন আবার আগুন জ্বলল ? 

 ( ক ) হরিণ শিকারের পর 

 ( খ ) ভােরবেলায়

 ( গ ) দুপুরে

 ( ঘ ) চিতাবাঘিনি হত্যার পর


৫৯ ) 'আগুন জ্বলল আবার — ' এর আগে আগুন জ্বলেছিল – 

 ( ক ) অন্ধকার নিরসনের কারণে 

 ( খ ) শরীর ‘ উম ’ রাখার কারণে

 ( গ ) হরিণের মাংস তৈরির কারণে

 ( ঘ ) চিতাবাঘিনিকে ধরবে সে কারণে


 ৬০ ) উষ্ন লাল রংটি ছিল—

 ( ক ) ভােরের সূর্যের 

 ( খ ) অস্তগামী সূর্যের

 ( গ ) হরিণের মাংসের

 ( ঘ ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের


৬১ ) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানাে শিশিরভেজা গল্প ; / সিগারেটের ধোঁয়া ; ” — এই ছবি পরিচয় দেয় -

 ( ক ) আদিম সমাজের

 ( খ ) গ্রামীণ সমাজের

 ( গ ) প্রাচীন প্রস্তর যুগের সমাজের 

 ( ঘ ) নাগরিক সমাজের


৬২ ) 'নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় ’ — কী গল্প হত ? 

 ( ক ) পুরােনাে শিশিরভেজা গল্প

 ( খ ) পুরােনাে রৌদ্রভেজা গল্প

 ( গ ) পুরােনাে বৃষ্টিভেজা গল্প

 ( ঘ ) পুরােনাে রূপকথার গল্প


৬৩) শিকারিরা কোথায় বসেছিল ? 

 ( ক ) বাঁশের মাচায় 

 ( খ ) ট্রেঞে

 ( গ ) চেয়ারে 

 ( ঘ ) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায়


৬৪ ) “ টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ; ” — মানুষগুলি-

 ( ক ) পুলিশ

 ( খ ) ডাকাত

 ( গ ) শিকারি

 ( ঘ ) সৈন্য


 ৬৫ ) “ টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ; ” — এই ধরনের মাথার লােকেরা ।

 ( ক ) পরিবেশকে সুস্থ ও সুন্দর করে তােলার চেষ্টা করেছে

 ( খ ) অহিংসার পথকে শ্রেষ্ঠ বলে মনে করেছে

 ( গ ) পশুহত্যা করে উল্লসিত হয়েছে

 ( ঘ ) মানবেতর প্রাণীদের রক্ষার জন্য সদাসর্বদা চিন্তিত থেকেছে


 ৬৬) টেরিকাটা লােকগুলির মুখে -

 ( ক ) বিড়ির ধোঁয়া

 ( খ ) চুরুটের ধোঁয়া

 ( গ ) সিগারেটের ধোঁয়া

 ( ঘ ) পাইপের ধোঁয়া


৬৭) “ এলােমেলাে কয়েকটা বন্দুক - হিম - নিস্পন্দ নিরপরাধ ঘুম। ” এই ঘুম প্রমাণ করে-

 ( ক ) ক্ষুন্নিবৃত্তির পরিপূর্ণ তৃপ্তি

 ( খ ) ভাণ্ডারে পর্যাপ্ত খাবার মজুত থাকার আনন্দ

 ( গ ) কৃতকার্যের জন্য অনুতাপ বা অনুশােচনা না থাকা 

 ( ঘ ) সঙ্গে বন্দুক থাকায় নিরাপদ অনুভব


 ৬৮ ) 'শিকার ’ কবিতার পংক্তিসংখ্যা হল –

 ( ক ) ৩৭ টি

 ( খ ) ৩৫ টি

 ( গ ) ৩৯ টি

 ( ঘ ) ৪১ টি


৬৯) 'শিকার ’ কবিতায় কোন্ কোন্ গাছের কথা বলা হয়েছে ?

 ( ক ) মেহগনি , সুন্দরী , অর্জুন

 ( খ ) সুন্দরী , অর্জুন

 ( গ ) মেহগনি , অর্জুন

 ( ঘ ) মেহগনি , সুন্দরী