1. আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ?
→ রাস বিহারী বসু ।
2. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?
→ ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
3. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
→ খান আবদুল গফফর খান ।
4. হিদেকি তোজো কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ?
→ জাপান ।
5. পাকিস্তানের দাবি প্রথম কে উত্থাপন করেন ?
→ চৌধুরী রহমত আলী ।
6. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
→ সতীশচন্দ্র সামন্ত ।
7. মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে কবে এসেছিলেন ?
→ 1946 খ্রিস্টাব্দে 24 শে মার্চ ।
8. নৌ বিদ্রোহ কবে কোন জাহাজে শুরু হয় ?
→ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।
→ বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে
9. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
→ 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট ।
10. আগস্ট আন্দোলন কে ঘোষণা করেন
→ লর্ড লিনলিথ গো ।
11. আগষ্ট প্রস্তাব কী?
→ 1940 খ্রিস্টাব্দে 8 আগষ্ট তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিথ গাে ভারতীয় সম্পদ ব্যবহার করার উদ্দেশে ভারতীয় নেতৃত্বকে খুসি করার জন্য যে প্রস্তাব পেশ করেছিলেন তা লিনলিথগাে প্রস্তাব নামে পরিচিত।
12. আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠির সময় প্রধান সেনাপতি কে ছিলেন ?
→ ক্যাপ্টেন মোহন সিং ।
13. ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল ?
→ ফরাসী দের।
14. ভিয়েত মিন কে গঠন করেন ?
→ হো-চি-মিন ।
15. রশিদ আলী দিবস কবে পালিত হয় ?
→ 1946 খ্রিস্টাব্দে 12 ই ফেব্রুয়ারি ।
16. ভারতে কোথায় প্রথম আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করেন ?
→ উত্তর-পূর্ব ভারতের কহিমার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন ।
17. সি.আর ফর্মূলা কী ?
→ গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতভেদ দূর করতে একটি সমাধান সূত্র প্রকাশ করে। এটাই চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি.আর ফর্মূলা নামে পরিচিত ।
18. দিয়েন-বিয়েন-ফু ঘটনা কি ?
→ 1954 খ্রিস্টাব্দে 13 মার্চ দিয়েন-বিয়েন-ফু তে অবস্থিত ফরাসি ঘাঁটি ভিয়েত নাম বাহিনী আক্রমণ করলে প্রচন্ড যুদ্ধ হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধে ফরাসী বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। এই ঘটনা দিয়েন-বিয়েন-ফু ঘটনা নামে পরিচিত ।
19. নেতাজি কোন কোন দ্বীপের নাম শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন?
→ নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপ ।
20. কে কবে ফরওয়ার্ড ব্লক দমন করেন ?
→ নেতাজি সুভাষচন্দ্র বসু ।
→ 1939 খ্রিস্টাব্দে 3 ই মে।
21. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ?
→ মহম্মদ হাত্তা
22. কে কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসে ডাক দেন ?
→মহাম্মদ আলী জিন্না ।
→ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট ।
23. প্রত্যক্ষ সংগ্রাম কী?
→ 1946 খ্রিস্টাব্দে 12 আগষ্ট মহম্মদ আলি জিন্নার নেতৃত্বে, মুসলিম লিগ পৃথক পাকিস্তানের দাবীতে যে আন্দোলন করেছিলেন, তা প্রত্যক্ষ সংগ্রাম নামে পরিচিত।
24. হিন্দুস্থান রেড আর্মি কে গঠন করেন ?
→ মদন লাল বাগড়ি ভারত ছাড়ো আন্দোলনের সময় নাগপুরে হিন্দুস্থান রেড আর্মি গঠন করে ।
25. মন্ত্রী মিশনের সদস্য কারা ?
→ভারত সচিব পেথিক লরেন্স, বাণিজ্য বোডের সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, নৌ বাহিনীর প্রধান এ.ভি আলেকজান্ডার।
26. করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ?
→ ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত।
27. রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ মানবেন্দ্রনাথ রায়।
28. কোন কোন অঞ্চল নিয়ে ইন্দোচীন গঠিত ?
→ ১৮৮৭ সালে তিনটি ভিয়েনামীয় অঞ্চল, টনকিন(উত্তর), আন্নাম (মধ্য), এবং কম্বোডিয়ার সাথে কোচিনচীন (দক্ষিণ) নিয়ে গটিত হয় ইন্দোচীন ।
29. ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো ?
→ 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধিন একটি কমিশন ভারতে আসে। এবং স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষে যে প্রস্তাবসমূহ পেশ করেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত ।
30. ওয়াভেল পরিকল্পনা বলতে কী বােঝ ?
→ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গান্ধি ও জিন্নার বৈঠক ব্যর্থ হলে, গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল 1945 খ্রিস্টাব্দে 14 জুন একটি পরিকল্পনার মাধ্যমে অচলাবস্থার অবসানের জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছিলেন, যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত ।
31. স্বাধীন ভিয়েতনামের রাজধানীর নাম কি ?
→হানয়।
32. ঝাঁসিরানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন ?
→ সিমতি লক্ষ্মী স্বামীনাথন ।
33. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
→ চক্রবর্তী রাজা গোপালাচারী ।
34. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ?
→ দিল্লিতে ।
35. জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
→ 1954 খ্রিস্টাব্দে ।
36. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?
→ ভারত বিভাজন ছাড়া ভারতের সমস্যা সমাধান সম্ভব নয়— মাউন্টব্যাটেন এই বিষয় উপলব্ধি করে, কংগ্রেস ও মুসলিম লিগের নেতাদের রাজি করিয়ে ভারত বিভাজনের যে পরিকল্পনা করেছিলেন। তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
37. রোম-বার্লিন-টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
→ 1937 খ্রিস্টাব্দে ।
38. জাপানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে গঠিত হয় ?
→ 1942 খ্রিস্টাব্দে ।
39. জাপান মার্কিন নৌ-ঘাঁটি পাল হারবারে কবে বোমা বর্ষণ করেন ?
→ 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর ।
40. ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?
→ 1949 খ্রিস্টাব্দে ।
41. ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে ?
→ 1976 খ্রিস্টাব্দে ।
42. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
→ লর্ড লিনলিথগো
43. ভারতের সংবিধান কবে গৃহীত ও কার্যকর হয়?
→ 1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়
→ 1950 সালের 26 জানুয়ারি কার্যকর হয়েছিল।
44. আজাদ হিন্দ সরকার কবে কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ?
→ আজাধীন সরকার 1943 খ্রিস্টাব্দের 27 অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।
45. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
→ ক্লেমেট এ্যাটলি
46. ভারতীয় সংবিধান খসড়া সভার সভাপতি কে ছিলেন ?
→ ডঃ বি আর আম্বেদকর ।
47. জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেন ?
→ 1939 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ।
48. রশিদ আলী দিবস কি ?
→ আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারের 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। ফলে এর প্রতিবাদে কলকাতায় ব্যাপক আন্দোলন শুরু হয়। এবং রশিদ আলীর মুক্তির দাবিতে কলকাতায় 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘটে। যা রশিদ আলী দিবস নামে পরিচিত।
49. (ডঃ) সু-কর্ণ কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ?
→ ইন্দোনেশিয়ার ।
50. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এর সভাপতির নাম কি ?
→ নেতাজি সুভাষচন্দ্র বসু ।
51. তানাকা মেমােরিয়াল কী ?
→ 1927 খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী তানাকা পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহনের প্রয়ােজনীয়তা তুলে ধরেন জাপানের সম্রাটের কাছে, যা তানাকা মেমােরিয়াল নামে পরিচিত।
52. ভিয়েত মিন কি ?
→ হোচিমিন ভিয়েত নামী মুক্তিযোদ্ধা দের নিয়ে 1941 খ্রিস্টাব্দে গঠন করেন ভিয়েত মিন দল।
53. 'এশিয়া' এশিয়া বাসীর জন্য এই স্লোগানটি কেন প্রচার করেছিল ?
→ জাপান সম্রাট এবং জাপান সরকার এশিয়া দেশ গুলির অধিবাসীদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলতে প্রচার করেছিলেন এশিয়া' এশিয়া বাসীর জন্য ।
54. ভিয়েতকং কী?
→ পূর্বতন ভিয়েতমিন কমিউনিস্ট বিরােধী জাতীয়তাবাদী দল এবং নানা সংগঠন মিলে গঠিত হয় National Liberation Front. এটিকে ন-দিন-দিয়েম নামকরণ করেছিলেন ভিয়েতকং।
55. কেন সুভাষ চন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন?
→ 1939 খ্রিস্টাব্দে গান্ধিজি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে জাতীয় কংগ্রেসের সভাপতি হন । কিন্তু গান্ধিজি সমর্থিত কংগ্রেস গােষ্টী অসহযােগিতা শুরু করলে নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন।
56. জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করে?
→ জাপানের জনসংখ্যা বৃদ্ধি, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহের প্রয়ােজনীয়তা, শিল্প পন্যের বিক্রির জন্য বাজার এবং সামরিক শক্তির বৃদ্ধির তাগিদ থেকেই জাপান মাঞ্চুরিয়া দখল করেছিল ।