1. oxford history of India (অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া) গ্রন্থটি কে রচনা করেন?
:-ভেনসেন্ড স্মিথ।2. 'ইতিহাস মালা' গ্রন্থটি কে রচনা করেন?
:- উইলিয়াম কেরি।
3. 'হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
:- জেম্স মিল।
4. 'ইলিয়াস ও ওডিসি' গ্রন্থটি কে রচনা করেন?
:- হোমার।
5. 'অল বিরনি' গ্রন্থটি কে রচনা করেন?
:- তহকি-কি কি হিন।
6. 'পঞ্চতন্ত্র' কার রচনা?
:- বিষ্ণু শর্মা।
7.'বুড়ো আংলা' কার লেখা ?
:- অবনীন্দ্রনাথ ঠাকুর এর।
8. 'টম থাম্ব ও দ্বৈতের' কাহিনী কে প্রকাশ করেন?
:- রিচার্ট জনসন।
9. 'ছেড়ে আসা গ্রাম' স্মৃতি কথাটি কার লেখা?
:- দক্ষিণারঞ্জন বসু।
10. 'The New Nature Of History' গ্রন্থটি কার লেখা?
:-আর্থার মার উইক।
11. 'রাজা বলি' গ্রন্থটি কার লেখা?
:- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
12.চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
:- সু-মা-কিয়েন।
13. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
:- থুকিডিডিস।
14. ইতিহাস দর্শনের জনক কাকে বলা হয়?
:- ইবন খালদুনকে।
15. 'পুরান' শব্দের অর্থ কি?
:-প্রাচীন।
16.'প্যারালাল মিথ' গ্রন্থের রচয়িতা কে?
:- জে এফ বিয়ারলেইন।
17. স্মৃতি কথা কোন উপাদানের অন্তর্ভুক্ত?
:- মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত।
18. পুরান বিষয়ক তত্ত্বকে কি বলা হয়?
:-পুরান তত্ত্ব।
19. কলহল রচিত কাশ্মিরের ইতিবৃত্ত জানা যায় কোন গ্রন্থ থেকে?
:- রাজতরাঙ্গনী।
20. যাদুঘরের উৎপত্তি প্রথম কোন দেশে হয়?
:-গ্রিসে।
21. লু-ভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
:- প্যারিসে।
22. একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ দাও?
:- এন্নি গালডি নান্না।
23. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
:- 1753 খ্রিস্টাব্দে।
24. ভারতবর্ষের একজন কিংবদন্তির নাম লেখ?
:- রামচন্দ্র।
25. র্যাঙ্কে কে ছিলেন?
:- একজন জার্মান ঐতিহাসিক।
26. 'ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি' কে বলেছেন?
:-ভলতেয়ার।
27.হিস্ট্রি কথাটি কোথা থেকে এসেছে? এর অর্থ কি?
:- Historia নামক একটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো তদন্ত করা।
28. ইতিহাস তত্ত্ব কী?
:- একজন ইতিহাস বিদ যে সমস্ত নিয়ম, নীতি, আদর্শ ও পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকে তাকে ইতিহাস তত্ত্ব বলে।
29. লোকো কথা কী?
:- লোকসাহিত্যের এক বিশেষ অঙ্গ হল লোককথা। লোকো কথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প।
30. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
:- উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে।
31. পৌরাণি কাহিনী কি ?
:- সৃষ্টির আদিম কালে অপরিণত আদিম মানুষ যে সমস্ত ধর্মীও অলৌকিক, কল্পকাহিনী রচনা ও প্রচার করে, তাকে পৌরাণি কাহিনী বলে।
32.দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখ?
:-(১) ডঃ রমেশ চন্দ্র মজুমদার (২) ডঃ তারা চাঁদ।
33. দুজন মাক্সবাদী ঐতিহাসিক এর নাম লেখ?
:- (১) রোমিলা থাপার (২) ইরফান হাবিব।
34. গ্রিসের একজন কিংবদন্তির নাম লেখ?
:- প্রমিথিউস।
35. ভারতবর্ষের সর্ববৃহৎ জাদুঘরের নাম কী?
:- কলকাতা মিউজিয়াম।
36. স্মৃতিকথা কি?
:- স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। যেখানে লেখক তার জীবনে ঘটে যাওয়া বা প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বিবরণ স্মৃতি থেকে এসে তুলে ধরেন।
37. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপট্রিস্ট মিশন প্রতিষ্ঠা হয়?
:- 1800 খ্রিস্টাব্দে।
38. ভ্যাটি ক্যান মিউজিয়াম কে কবে প্রতিষ্ঠা করেন?
:- পোপ দ্বিতীয় জুলিয়াস। 1506 খ্রিস্টাব্দে।
39. ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
:- লর্ড ওয়েলেসলি। 1800 খ্রিস্টাব্দে।
40. শ্রীরামপুর ত্রী নামে কারা পরিচিত?
:- উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান ।এরা তিনজন একত্রে শ্রীরামপুর ত্রী নামে পরিচিত।