Subscribe Us

2021 উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন।।দর্শন বুলীয় ভাষ্য ও ভেনচিত্র SAQ প্রশ্ন উত্তর ।। উচ্চমাধ্যমিক দর্শন 2021 বুলীয় ভাষ্য ও ভেনচিত্র

 1. প্রকল্পিক বচন কাকে বলে?

:- যে যৌগিক বচনের অন্তর্গত দুটি সরল বচন 'যদি-তাহলে' শব্দের দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে।

2. প্রকল্পিক বচনের একটি উদাহরণ দাও?
:- যদি রাহুল আসে তাহলে সালমা যাবে ।
→রাহুল এসেছে ।
. ' . সালমা যাবে।

3. বৈকল্পিক বচন কাকে বলে?
:- যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচন দুটি 'হয়-অথবা' শব্দের দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে।

4. বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও?
:- বইটি দর্শনের অথবা ইতিহাসের।
→বইটি দর্শনের।
. ' . বইটি ইতিহাসের নয়।

5. প্রকল্পিক বচনের আশ্রয় বাক্য দুটিকে কি বলে?
:- প্রধান আশ্রয় বাক্যকে বলে 'পূর্বগ'এবং অপ্রধান আশ্রয় বাক্যকে বলে 'অনুর্গ'।

6. বৈকল্পিক বচনের আশ্রয় বাক্য দুটিকে কি বলে?
:- প্রধান আশ্রয় বাক্যকে বলে 'প্রথম বিকল্প'এবং অপ্রধান আশ্রয় বাক্যকে বলে 'দ্বিতীয় বিকল্প'।

7. বৈকল্পিক বচনে 'অথবা' শব্দটি কয়টি অর্থ ও কি কি?
:- দুটি অর্থ।
:-(১) অবিসংবাদী অর্থে অথবা (২) বিসংবাদী অর্থে অথবা।

8. অবিসংবাদী অর্থে অথবা বলতে কী বোঝায়?
:- অবিসংবাদী অর্থ অথবা বলতে বোঝায় যেখানে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে।

9. অবিসংবাদী অর্থে অথবার একটি উদাহরণ দাও?
:- রাহুল যাবে অথবা ফোন করবে।

10.বিসংবাদী অর্থে অথবা বলতে কী বোঝায়?
:- বিসংবাদী অর্থে অথবা বলতে বোঝায় যেখানে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না।

9. বিসংবাদী অর্থে অথবার একটি উদাহরণ দাও?
:- রাহুল হয় কলকাতায় অথবা দিল্লিতে আছে।

10. গঠন মূলক প্রাকল্পিক ন‍্যায়ের একটি উদাহরণ দাও?
:- যদি 'p' তাহলে 'q'
→p
. ' . q

11. ধ্বংশ মূলক প্রাকল্পিক ন‍্যায়ের একটি উদাহরণ দাও?
:- যদি 'p' তাহলে 'q'
→(z নট) q
. ' . (z নট) p

12. অনুর্গ স্বিকার জনিত দোষের একটি উদাহরণ দাও?
:- যদি বৃষ্টি হয় তাহলে রাস্তায় জল জমেবে।
→রাস্তায় জল জমেছে।
. ' .  বৃষ্টি হয়েছে।

13. পূর্বগ অস্বিকার জনিত দোষের একটি উদাহরণ দাও?
:- যদি রাহুলের কথা ঠিক হয় তাহলে সালমার কথা ভুল।
→রাহুলের কথা ঠিক নয়।
. ' . সালমার কথা ভুল নয়।

14. শ্রেণি গুণফল কাকে বলে?
:- দুই বা ততোধিক শ্রেণীর সাধারণ সদস্য নিয়ে গঠিত ক্ষুদ্রতম শ্রেণি হলো ওই শ্রেণি গুলির শ্রেণি গুণফল। যেমন:-
'লাল ফুল' শ্রেণিটি হলো 'লাল' শ্রেণি ও 'ফুল' শ্রেণির শ্রেণি গুণফল।

15. পরিপূরক শ্রেণী বলতে কী বোঝো?
:- মূল শ্রেণীর বিরুদ্ধে শ্রেণি হলো মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। যেমন:-
 'মানুষ' শ্রেণির পরিপূরক শ্রেণী হলো 'অ-মানুষ' শ্রেণি ।

16. বস্তিত্ব মূলক তাৎপর্য কাকে বলে?
:- যে সব বচন কোন বিশেষ ধরনের বস্তুর অস্তিত্ব ঘোষণা করে তাকে বস্তিত্ব মূলক তাৎপর্য বলে।

17. নব্য যুক্তি বিজ্ঞান অনুযায়ী কোন কোন বচনের অস্তিত্ব মূলক তাৎপর্য আছে ?
:- (I) এবং (O)

18. শূন্য শ্রেণি বা শূন্য গর্ভ শ্রেণি কাকে বলে?
:- যে শ্রেণীর অন্তর্গত কোন বস্তু বা ব্যাক্তির বাস্তবঅস্তিত্ব নেই, তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে। যেমন:-
পক্ষীরাজ ঘোড়া শ্রেণি, মৎস কন্যার শ্রেণি।

 19. অশূন্য শ্রেণি কাকে বলে?
:- যে শ্রেণীর অন্তত একটি সদস্য আছে, তাকে অশূন্য শ্রেণি বলে। যেমন:- মানুষ,নদী, বাড়ি।

20. কোন কোন বচনের অস্তিত্ব মূলক তাৎপর্য নেই?
:-(A) এবং (E)

21. একক শ্রেণী কাকে বলে?
:- যে শ্রেণীর কেবলমাত্র একটি সদস্য আছে তাকে একক শ্রেণী বলে। যেমন:- হিমালয়, তাজমহল।

22. নিঃশূন্য শ্রেণি কাকে বলে? 
:- যে পথের দ্বারা কোন বস্তুর অস্তিত্ব বোঝাই অর্থাৎ যে শ্রেণির অন্তর্গত একজন সদস্য আছে তাকে নিঃশূন্য শ্রেণি বলে।

23. অস্তিত্ব মূলক দোষ কাকে বলে?
:- বুলের মতে যে  বচনের অস্তিত্ব মূলক স্বীকৃত নেই সেই বচনকে আশ্রয় বাক্য ধরে যদি এমন বচন সিদ্ধান্ত করা হয় যার অস্তিত্ব মূলক স্বীকৃতি আছে, তাহলে যে দোষ হয় তাকে অস্তিত্ব মূলক দোষ বলে

24. বুলীয় ভাষ্য কী?
:-নব্য যুক্তি বিজ্ঞানী জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ভাষ্য রচনা করেছে তাকে বুলীয় ভাষ্য বলে।

25. ভেনচিত্র কাকে বলে?
:- নব্য যুক্তি বিজ্ঞানী জর্জ বুল নিরপেক্ষ বচনের যে বুলীয় ভাষ্য রচনা করেছে তা চিত্রয়িত রূপ দিয়াছেন জন ভেন। জন ভেনের এই চিত্রয়িত রূপকে বলে ভেনচিত্র।
বুলীয় ভাষ্য ভেনচিত্র