Subscribe Us

Give a brief account of Kalam's childhood as presented in his সtrong Roots

QUSTION

Give a brief account of Kalam's childhood, as presented in his 'Strong Roots'.

Or

 Why does Dr. Kalam feel that he had a secure childhood?

Or

What did APJ Abdul Kalam say of his childhood in 'Strong Roots' ?

ANS

The family in which Dr. APJ Abdul Kalam was born and brought up was a middle class Tamil family. His parents were an ideal couple. Although Kalam's family was not an affluent one, he was given everything he needed. All necessities in terms of food, medicine and clothing were provided for Kalam in his childhood. He had a congenial family atmosphere. He had no emotional disturbance or material want. He was brought up in happiness. So kalam claims that he had a secure childhood.

বাংলা অনুবাদ

প্রশ্ন

'Strong Roots'- এ উপস্থাপিত কালামের ছেলেবেলার সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা

 ড . কালাম কেন অনুভব করেন যে তাঁর নিশ্চিন্ত নিরাপদ শৈশব ছিল?

অথবা

এপিজে আব্দুল কালাম 'Strong Roots'- এ তাঁর শৈশব নিয়ে কী বলেছেন?

উত্তর

ড . এপিজে আব্দুল কালাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলেন এবং লালিতপালিত হয়েছিলেন। তার বাবা - মা ছিলেন আদর্শ দম্পতি। যদিও কালামের পরিবার বিত্তশালী ছিল না, তবু তার সমস্ত প্রয়ােজন মেটানাে হয়েছিল। খাদ্য, ওষুধ ও পােশাকের মতাে সমস্ত প্রয়ােজন তার শৈশবে মেটানাে হয়েছিল। পারিবারিক পরিবেশও ছিল সৌহার্দ্যপূর্ণ। তার কোনােরকম মানসিক সমস্যা ছিল না বা কোনাে বস্তুগত চাহিদা অপূর্ণ ছিল না৷ সুখেই তিনি লালিতপালিত হয়েছেন। তাই কালাম দাবি করেন যে তার শৈশব ছিল নিশ্চিন্ত ও নিরাপদ।