Subscribe Us

It takes much time to kill a tree Not a simple jab of the knife Will do it

 1. " It takes much time to kill a tree, / Not a simple jab of the knife / Will do it . " - What does the phrase , ' a simple jab of the knife ' , mean ? Why can't a simple jab of the knife ' kill a tree ? 

2+4=6

 Ans→ The phrase , ' a simple jab of the knife , means the attempt to kill a tree by mere stabbing it with a knife .
 • The poet says that an attempt to kill a tree only by stabbing it with a knife cannot be successful . If a tree is struck hard with a knife , it does not die . The tree can overcome such a blow . It has become strong by absorbing the nutrients from the earth . Since birth , it has been absorbing sunlight , air and water . So a simple jabbing won't kill it . A tree can withstand a simple jab of the knife . The poet defines the difficult task of cutting down trees by using such a phrase ironically . 



প্রশ্ন→ [ এখানে 'a simple jab of the knife ' শব্দের অর্থ কী ? কেন নিছক ছুরির আঘাত গাছকে মেরে ফেলতে পারবে না ? ]

উত্তর→ এখানে ‘ a simple jab of the knife ' কথাটির অর্থ একটি গাছকে নিছক ছুরির আঘাতে মেরে ফেলার প্রচেষ্টা । 

কবি বলেছেন যে নিছক ছুরির আঘাতে একটি গাছকে মেরে ফেলার প্রচেষ্টা সফল হতে পারে না | একটি গাছকে যদি জোরালাে ভাবেও ছুরি দিয়ে আঘাত করা যায়, এটির মৃত্যু হয় না। এই রকম আঘাতেও গাছটি সুস্থ হয়ে উঠতে পারে । গাছ পৃথিবী থেকে পুষ্টিকর উপাদান শােষণ করে শক্তিশালী হয়ে উঠেছে। রোপনের পর থেকে এটি সূর্যালােক , জল ও বাতাস শােষণ করে আসছে । তাই সাধারণ ছুরির আঘাতে তাকে মেরে ফেলতে পারে না । একটি গাছ সাধারণ ছুরির আঘাত সহ্য করেও টিকে থাকতে পারে । বিদ্রুপাত্মক সুরে এমন শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে কবি গাছ কাটার মতাে দুরূহ কাজের বর্ণনা করেছেন ।