Subscribe Us

দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে | কোন্ প্রসঙ্গে বলা হয়েছে | এমন বলার কারণ কী

প্রশ্ন:-

“দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে” – কোন্ প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কী?

3+2=5

উত্তর:-

প্রসঙ্গ→

মানিক বন্দ্যোপাধ্যায় আলােচ্য ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পে মন্বন্তরজাত অনাহারে মৃত্যু ও তৎকালীন শহর পরিস্থিতির এক বাস্তব চিত্র অঙ্কন করেছেন। অনুভূতিপ্রবণ মৃত্যুঞ্জয় হঠাৎ একদিন ফুটপাথে 'অনাহারে মৃত্যু' দেখে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অফিস পৌঁছে কলঘরে গিয়ে সমস্ত খাবার উগরে দিয়ে মৃত্যুঞ্জয় শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে। সহকর্মী নিখিল এ অবস্থায় তাকে দেখে কোনাে সমস্যার অনুমান করে। জটিলতার মধ্যে মৃত্যুঞ্জয় যন্ত্রণায় ছটফট করতে থাকে, বুভুক্ষু মানুষটির মৃত্যুর জন্য নিজের নির্বিবাদী জীবনযাপনকে দোষারােপ করে। মৃত্যুঞ্জয়ের এই বিপর্যস্ত অবস্থা নিখিলের মনেও দাগ কেটে যায়। বন্ধুর সংকটে সমব্যথী নিখিলের মানসিক পরিস্থিতি বােঝাতে লেখক প্রসঙ্গটির উল্লেখ করেছেন।

কারণ→

অফিসে প্রায় সমপদস্থ নিখিল ও মৃত্যুঞ্জয় অন্তরঙ্গ বন্ধু। মৃত্যুঞ্জয়ের আকস্মিক পরিবর্তন নিখিলকে ভাবিয়ে তুলেছিল। সংবেদনশীল মৃত্যুঞ্জয় নিরন্ন মানুষটির মৃত্যুর জন্য নিজেকে অপরাধী ভেবে অনুশােচনায় দগ্ধ হয়েছিল। অন্তর্ঘাতে আহত মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠলে নিখিল নিজেকে সামলাতে পারেনি। বাস্তববাদী হলেও মনুষ্যত্বহীন নয় নিখিল। তাই আবেগের বশে মৃত্যুঞ্জয়কে দেখে সেও দুর্বল হয়ে পড়েছিল।