Subscribe Us

But this alone won't do it || What does this' refer to || Why won't this be able to do it || What is to be done to do 'it' completely

QUSTION

"But this alone won't do it." - What does this' refer to? Why won't this be able to do it? What is to be done to do 'it' completely?

1+3+2=6

ANS

The word 'this' refers to the act of hacking and chopping the tree. 

•People hack and chop to kill a tree. But hacking and chopping cannot destroy it completely. The tree has deep roots that draw sap form the earth. It gives rise to tiny twigs and miniature boughs again. Green twigs emerge from the bleeding bark. The miniature boughs grow from close to the ground and grow back to its normal size. 

•To kill a tree it has to be uprooted, scorched and choked in the sun.

বাংলা অনুবাদ

Eপ্রশ্ন

 'This' কথাটি কাকে উল্লেখ করে? কেন এটি কাজ করতে পারবে না? এই কাজ সম্পূর্ণ করতে কী করতে হবে? 

উত্তর

 'This' শব্দটি দ্বারা গাছকে মেরে ফেলার জন্য কুপিয়ে কেটে টুকরাে করে ফেলার কাজকে বােঝানাে হয়েছে। 

• লােক গাছকে মেরে ফেলার জন্য কুপিয়ে কেটে টুকরাে করে। কিন্তু কুপিয়ে কেটে টুকরাে করে ফেললেই গাছকে মেরে ফেলে যায় না। গাছের গভীর শিকড় রয়েছে যা মাটি থেকে পুষ্টিরস শােষণ করে। এটি ছােটো কচি পাতা ও শাখাকে পুনরায় বেড়ে উঠতে সাহায্য করে। রক্তাক্ত বাকল থেকে সবুজ কচি পাতা গজিয়ে ওঠে। মাটির কাছ থেকে ছােটো ছােটো শাখা গজিয়ে ওঠে আর পুনরায় আবার স্বাভাবিক অবস্থা লাভ করে।

 • গাছকে মেরে ফেলতে হলে ওর শিকড় উপড়ে ফেলতে হবে, রােদে ঝলসিয়ে শুকিয়ে নিতে হবে।