Subscribe Us

Discuss why Shakespeare has called his friend more temperate than the summer season.

QUSTION

Discuss why Shakespeare has called his friend more temperate than the summer season.

Or

How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in Sonnet 18?

ANS

Shakespeare compares his friend metaphorically to a glorious day of the summer season with a question. But soon he negates the comparison and states that his friend is more temperate and lovelier than a summer's day. He says that the summer's day has its extremes of too much heat or being overcast. But the loveliness of the friend will remain constant and consistent. The beauty of nature in a summer's day is often spoiled by the rough winds. But his friend's beauty has no such flaw. Nature grants a short and limited span of life to a summer's day or the summer season but the friend's beauty is eternal by dint of Shakespeare's verse.

বাংলা অনুবাদ

প্রশ্ন

শেকসপিয়র তার বন্ধুকে কেন গ্রীষ্ম ঋতু অপেক্ষা বেশি সংযত বলেছেন তা আলােচনা করাে।

অথবা

১৮ নং সনেটে শেকসপিয়র কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মদিনের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর

শেকসপিয়র একটি প্রশ্নের দ্বারা তার বন্ধুকে রূপকার্থে গ্রীষ্মের অপূর্ব একটি দিনের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু শীঘ্রই তিনি এই প্রতিতুলনা নস্যাৎ করে দিয়েছেন এবং দাবি করেছেন যে গ্রীষ্মদিন অপেক্ষা তার বন্ধু আরও সংযত, আরও সুন্দর। তিনি বলেছেন যে গ্রীষ্মদিনে ভীষণ গরম অথবা মেঘে ঢাকা পড়ার মতাে চরম অবস্থা রয়েছে কিন্তু বন্ধুর সৌন্দর্য একই রকম থাকবে এবং অটল থাকবে। গ্রীষ্মের দিনে প্রকৃতির সৌন্দর্য মাঝেমধ্যেই খর বাতাস দ্বারা নষ্ট হয়। কিন্তু কবির বন্ধুর সৌন্দর্যে তেমন কোনাে ক্রুটি নেই। প্রকৃতি গ্রীষ্মকালকে সংক্ষিপ্ত ও সীমিত সময়ই মঞ্জু করেছে কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য শেকসপিয়রের কাব্যের কারণে চিরন্তন।