Subscribe Us

Give the central idea of the poem, 'On Killing a Tree'

QUSTION

Give the central idea of the poem, 'On Killing a Tree'.

ANS

Gieve Patel's poem 'On Killing a Tree, records the poet's genuine love for nature. It presents his deep concern for indiscriminate felling of trees. The tree consumes nutrients from the earth and absorbs sunlight, air and water for years. Thus, the tree grows slowly. It is also a generous helper. But in return, it has to suffer much. It struggles for existence because of man's cruelty. Hacking and chopping do not kill it. It bleeds and feels pain. Then it heals itself naturally. It produces new twigs and develops into a full grown tree again. But it has to finally surrender to man's selfish greed when it is uprooted. Thus the poem focuses on the irony of the killing of a benefactor by its beneficiary.

বাংলা অনুবাদ

প্রশ্ন

'On Killing a Tree' কবিতার কেন্দ্রীয় ভাবটি প্রকাশ করাে।

উত্তর

জীভ প্যাটেলের ‘On Killing a Tree' কবিতাটি কবির আন্তরিক প্রকৃতিপ্রেমের নিদর্শন। এটি নির্বিচারে গাছ কেটে ফেলার বিষয়ে তার গভীর উদ্‌বেগ প্রকাশ করে। গাছ বছরের পর বছর ধরে পৃথিবী থেকে পুষ্টিকর উপাদান আহরণ করে এবং সূর্যালােক, জল ও বাতাস শােষণ করে। এভাবেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে। এটি আবার উদার দাতা। কিন্তু পরিবর্তে একে অনেক যন্ত্রণা ভােগ করতে হয়। মানুষের নিষ্ঠুরতার জন্যই একে তার অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়। প্রবল আঘাতে টুকরাে টুকরাে করে কেটে ফেললেও একে মেরে ফেলা যায়। এর রক্তক্ষরণ হয় এবং যন্ত্রণা অনুভব করে। তারপর এটি নিজেকে স্বাভাবিকভাবেই সারিয়ে তােলে। এটি নতুন শাখার জন্ম দেয় এবং ওই শাখাকে আবার পূর্ণাঙ্গ গাছে পরিণত করে। কিন্তু এই গাছ বাধ্য হয় মানুষের স্বার্থপরতা ও লােভের কাছে আত্মসমর্পণ করতে যখন একে উপড়ে ফেলা হয়। এভাবে কবিতাটি শ্লেষের সাহায্যে উপকৃত মানুষ দ্বারা উপকারী গাছের হত্যা তুলে ধরে।