Subscribe Us

How does Shakespeare immortalise his friend's beauty

QUSTION

How does Shakespeare immortalise his friend's beauty?

ANS

The poet wants to save his friend from the onslaughts of time . The beauty of his friend is better than that of a summer's day. The beauty of a summer's day is often inconsistent. The sun is too hot sometimes and sometimes the sun is dimmed by clouds. At times rough winds spoil the beauty of the season. The lovely elements of summer also do not last long. So the poet realizes the futility of immortalising his friend by comparing him to a summer's day. He perceives that only the verses written by him can eternalize the beauty of his friend. His verses are imperishable and therefore the beauty and virtues of his friend will be retained forever through these verses. 

বাংলা অনুবাদ

প্রশ্ন

শেকসপিয়র কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করেছেন?

উত্তর

কবি তার বন্ধুকে সময়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে চান।তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিন অপেক্ষা অধিকতর সুন্দর। গ্রীষ্মদিনের সৌন্দর্য প্রায়শই অসংগতিপূর্ণ। কখনও সূর্য অধিক উত্তপ্ত আবার কখনও সূর্য মেঘের দ্বারা ঔজ্জ্বল্য হারায়। কোনাে সময়ে খর বাতাসে ঋতুর সৌন্দর্য বিনষ্ট হয়। গ্রীষ্মের সুন্দর উপাদানগুলি দীর্ঘস্থায়ী নয়। সুতরাং কবি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করার জন্য গ্রীষ্মদিনের সঙ্গে তুলনাকে অর্থহীন বলে মনে করেছেন। তিনি বুঝেছেন যে একমাত্র তার বিরচিত কাব্যগুলিই তার বন্ধুকে চিরস্থায়ী করবে। তার কাব্য অবিনশ্বর আর তার মাধ্যমেই তার বন্ধুর সৌন্দর্য ও গুণগুলি চিরকালের জন্য অক্ষুন্ন থাকবে।