QUSTION
How does a tree grow?
Or
Describe in detail the growth of a tree, as stated in the first stanza of the poem, 'On Killing a Tree'.
1×6=6
ANS
Ans In the first stanza of the poem, 'On Killing a Tree', Gieve Patel describes the growth of a tree. According to the poet , a tree grows slowly by consuming the nutrients from the earth. The tree takes essential nutrients from the earth's upper crust and prepares its food. It also absorbs sunlight, air and water, the three elemental forces of nature, to produce food. This food reaches all parts of the tree as a result of which the tree grows. Thus, taking in nutrients from the earth and the atmosphere, the tree grows gradually. The poet describes the growth of a tree to suggest its vivacity.
বাংলা অনুবাদ
প্রশ্ন
কীভাবে একটি গাছ বেড়ে ওঠে?
অথবা
On Killing a Tree ' কবিতার প্রথম স্তবকে উল্লিখিত গাছের বৃদ্ধির সবিস্তারে বর্ণনা দাও।
উত্তর
'On Killing a Tree' কবিতাটির প্রথম স্তবকে জীভ প্যাটেল একটি গাছের বৃদ্ধির বর্ণনা দিয়েছেন। কবির মতে একটি গাছ পৃথিবী থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ করে ধীরে ধীরে বেড়ে ওঠে। গাছ পৃথিবীর উপরিত্বক থেকে অত্যাবশ্যক পুষ্টিদ্রব্য গ্রহণ করে তার খাদ্য প্রস্তুত করে। এ ছাড়াও গাছ খাদ্য তৈরি করার জন্য প্রকৃতির তিনটি প্রাথমিক শক্তি সূর্যালােক, বাতাস ও জল শােষণ করে। সেই খাদ্য গাছের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছােয় এবং ফলস্বরূপ গাছটি বেড়ে ওঠে। এভাবে পৃথিবী এবং পারিপার্শ্বিক আবহাওয়া থেকে পুষ্টিদ্রব্য আহরণ করে গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। কবি গাছের বেড়ে ওঠার বর্ণনা করেছেন এর প্রাণবন্ততা বােঝানাের জন্য।