QUSTION
How has the tree grown to its full size? List the words suggestive of its life and activity. Why does it take much time to kill a tree?
2+2+2=6
Or
Why does it take 'much time to kill a tree'? How is the tree finally killed?
3+3=6
ANS
→Since birth the tree slowly consumes the nutrients from the earth. It has been absorbing sunlight, air and water so as to grow to its size.
• The words which suggest a tree's life and activity are as follows: consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing sunlight, air, water for years and sprouting leaves.
• It is not easy to kill a tree because it has deep roots. So, a stab of the knife or hacking and chopping the tree cannot kill it. To kill a tree the root has to be pulled out. It has to be scorched and choked in the sun and air so that it becomes brown, hard, twisted and dry. Only then does a tree die. So it takes much time and effort to kill a tree.
বাংলা অনুবাদ
প্রশ্ন
গাছটি কীভাবে পূর্ণ দৈর্ঘ্যের গাছে পরিণত হয়েছে? এর জীবন ও কার্যাবলিকে নির্দেশ করে এমন শব্দের তালিকা বানাও। একটি গাছকে মেরে ফেলতে অনেক সময় লাগে কেন?
অথবা
কেন গাছকে মেরে ফেলতে এত সময় লাগে? কীভাবে শেষ পর্যন্ত গাছকে মেরে ফেলা হয়?
উত্তর
→জন্ম থেকেই গাছটি ধীরে ধীরে পৃথিবীর পুষ্টিকর উপাদান ভােগ করে চলেছে। এটি সূর্যালােক, বাতাস ও জল শােষণ করে চলেছে পূর্ণ দৈর্ঘ্যের গাছে পরিণত হওয়ার জন্য।
• যে শব্দগুলি গাছের জীবন ও কর্মকে তুলে ধরে সেগুলি হল: পৃথিবী থেকে উপকরণ সংগ্রহ, এর ওপর বেড়ে ওঠা, শক্ত উপরিতল থেকে খাদ্য সংগ্রহ, বছরের পর বছর ধরে সূর্যালােক, বাতাস ও জল গ্রহণ এবং নতুন পাতা গজানাে।
• একটি গাছকে মেরে ফেলা সহজ কাজ নয় কারণ, এর মূল গভীর পর্যন্ত বিস্তৃত। তাই শুধুমাত্র ছুরিকাঘাত, ভয়ংকর জোরালাে আঘাত ও কেটে টুকরাে টুকরাে করলেই গাছকে মেরে ফেলা যায় না। তাই একে মেরে ফেলতে হলে এর মূলকে উপড়ে ফেলতে হবে। তাকে রৌদ্রে ঝলসে ও বাতাসে শুকিয়ে বাদামি, শক্ত ও দোমড়ানাে আকার দিতে হবে। কেবল তখনই একটা গাছের মৃত্যু হয়। তাই গাছকে মেরে ফেলতে অনেক সময় ও প্রচেষ্টার প্রয়ােজন।