Subscribe Us

The source white and wet || The most sensitive hidden What does the word source refer to here || How does the poet describe the root and its function

QUSTION

 "The source, white and wet,/ The most sensitive, hidden" What does the word' source' refer to here? How does the poet describe the root and its function?

1+5=6

ANS

→The word' source' refers to the root of the tree. 

• The poet has vividly described the root. His scientific outlook and poetic imagination are mingled in his observation of the root. He considers the root to be the anchor of the tree that stands firmly on the ground. The root is actually the strength of the tree. It is the source of life. This life - supporting source is white and wet. It is white because it has never been exposed to sunlight but is hidden inside the earth. It is wet because it is full of water and other nutrients. The poet calls the root most sensitive thereby associating human quality to the tree.

বাংলা অনুবাদ

প্রশ্ন

এখানে‘ উৎস’ বলতে কী বােঝানাে হয়েছে? কবি কীভাবে শিকড় ও তার কাজের বর্ণনা দিয়েছেন? 

উত্তর

→এখানে ‘ উৎস ’ বলতে গাছের শিকড়কে বােঝানাে হয়েছে।

● কবি শিকড়ের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। শিকড় পর্যবেক্ষণে তার কবিকল্পনার সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি মনে করেন, শিকড় হল গাছের নােঙর যা তাকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। প্রকৃতপক্ষে শিকড়ই হল গাছের শক্তি। এটিই তার জীবনের উৎস। এই জীবনদায়ী উৎস হল সাদা এবং ভিজে। এটি সাদা কারণ এটি বাইরে সূর্যালােকে উন্মুক্ত থাকে না, থাকে মাটির ভিতরে অলক্ষে। এটি ভিজে কেননা এটি জল ও অন্যান্য পুষ্টিকর উপাদানে পূর্ণ। কবি এই শিকড়কে‘ সর্বাধিক অনুভূতিপ্রবণ’ বলে বর্ণনা করেছেন এবং এভাবেই গাছের সঙ্গে মানবিক গুণ যুক্ত করেছেন।