মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | আরও ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Class 10 Geography)
- প্রশ্ন: ভারতের প্রাচীনতম নদী কোনটি?
উত্তর: সরস্বতী নদী
- প্রশ্ন: ভারতের সর্বদক্ষিণ বিন্দু কোনটি?
উত্তর: ইন্দিরা পয়েন্ট
- প্রশ্ন: ভারতের প্রথম সমুদ্রসেতু কোনটি?
উত্তর: রাজীব গান্ধী সেতু
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা
- প্রশ্ন: হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট
- প্রশ্ন: ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
উত্তর: মেরিনা বিচ, চেন্নাই
- প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে ‘মসলা রাজ্য’ বলা হয়?
উত্তর: কেরালা
- প্রশ্ন: ভারতের বৃহত্তম চাষযোগ্য সমভূমি কোনটি?
উত্তর: গঙ্গা সমভূমি
- প্রশ্ন: ভারতের প্রাচীনতম পাহাড় কোনটি?
উত্তর: অরাবল্লি পাহাড়
- প্রশ্ন: ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?
উত্তর: উত্তর প্রদেশ
- প্রশ্ন: ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: মধ্য অ্যান্ডামান
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন নদী সুন্দরবন তৈরি করেছে?
উত্তর: গঙ্গা
- প্রশ্ন: ভারত মহাসাগরে ভারতের প্রধান বন্দর কোনটি?
উত্তর: কোচি
- প্রশ্ন: পশ্চিমঘাট পর্বত কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: দক্ষিণ-পশ্চিম ভারত
- প্রশ্ন: ভারতের প্রধান লবণ উৎপাদন রাজ্য কোনটি?
উত্তর: গুজরাট
- প্রশ্ন: ভারতীয় মান সময় কোথা থেকে নির্ধারিত হয়?
উত্তর: আলাহাবাদ (মির্জাপুর)
- প্রশ্ন: চারণভূমির অপর নাম কী?
উত্তর: প্রেইরি
- প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি বৃষ্টিপাত পায়?
উত্তর: সিলেট
- প্রশ্ন: ভারতের বৃহত্তম নদীর স্রোতধারা কোনটি?
উত্তর: ব্রহ্মপুত্র
- প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা কোনটি?
উত্তর: হিমালয়
- প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে মাটির পাত্রের জন্য বিখ্যাত বলা হয়?
উত্তর: মণিপুর
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান পাহাড় কোনটি?
উত্তর: দার্জিলিং হিমালয়
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তর: গঙ্গা অববাহিকা
- প্রশ্ন: পশ্চিমবঙ্গে কোন্ ঋতুতে বৃষ্টিপাত হয়?
উত্তর: বর্ষাকাল
- প্রশ্ন: দার্জিলিং জেলার প্রধান চাষ কী?
উত্তর: চা
- প্রশ্ন: সাগরদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন নদী তিস্তা নদীর শাখা?
উত্তর: রায়ডাক
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ কোন নদীর উপর?
উত্তর: হুগলি নদী
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা 'গেটওয়ে অফ নর্থ ইস্ট' নামে পরিচিত?
উত্তর: জলপাইগুড়ি
- প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বাইকাল হ্রদ
- প্রশ্ন: ভারতের সবচেয়ে পুরনো পাথর কোন অঞ্চলে পাওয়া যায়?
উত্তর: বিহার ও ঝাড়খন্ড
- প্রশ্ন: ভূ-অভ্যন্তরের গঠন বিশ্লেষণে প্রধান উপায় কী?
উত্তর: ভূকম্পন
- প্রশ্ন: আগ্নেয়গিরির প্রধান শ্রেণিবিভাগ কয়টি?
উত্তর: তিনটি
- প্রশ্ন: পঙ্গেয়া বলতে কী বোঝায়?
উত্তর: প্রাচীন যুগের একক মহাদেশ
- প্রশ্ন: ভারতবর্ষে টেকটনিক প্লেটের সংঘর্ষে কোন পর্বত তৈরি হয়েছে?
উত্তর: হিমালয়
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন অঞ্চল কাঁকড়া চাষের জন্য বিখ্যাত?
উত্তর: সুন্দরবন
- প্রশ্ন: ভারতের কোন পর্বতশ্রেণি ভৌগোলিকভাবে নতুন?
উত্তর: হিমালয়
- প্রশ্ন: ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি?
উত্তর: চেন্নাই
- প্রশ্ন: ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি?
উত্তর: টেহরি বাঁধ
- প্রশ্ন: ভারতের কোন নদীকে 'বেঙ্গল সোরো' বলা হয়?
উত্তর: দামোদর
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা চাষের জন্য সবচেয়ে বিখ্যাত?
উত্তর: নদীয়া
- প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তর: কয়লা
- প্রশ্ন: ভারতের কোন পর্বতের নাম 'আকাশছোঁয়া' হিসেবে পরিচিত?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা
- প্রশ্ন: ভারতের কোন হ্রদ হিমবাহ দ্বারা গঠিত?
উত্তর: ডাল লেক
- প্রশ্ন: নদী সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ দাও
উত্তর: জগফল জলপ্রপাত
- প্রশ্ন: ভূমিকম্পে ক্ষয়িষ্ণু অঞ্চল কোনটি?
উত্তর: পশ্চিম হিমালয় অঞ্চল
- প্রশ্ন: পৃথিবীর সর্বাধিক আবহাওয়া পরিবর্তন কোন অঞ্চলে ঘটে?
উত্তর: মধ্য এশিয়া