Subscribe Us

মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Class 10 Geography Questions & Answers PDF

  1. প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?
    উত্তর: রাজস্থান
  2. প্রশ্ন: ভারতের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর: গঙ্গা
  3. প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লা খনি রয়েছে?
    উত্তর: বর্ধমান
  4. প্রশ্ন: ভারতের রাজধানী কোথায়?
    উত্তর: নয়াদিল্লি
  5. প্রশ্ন: ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
    উত্তর: চিলিকা হ্রদ
  6. প্রশ্ন: ভারতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি?
    উত্তর: কাঞ্চনজঙ্ঘা
  7. প্রশ্ন: ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
    উত্তর: মৌসিনরাম
  8. প্রশ্ন: ভারতের প্রধান কৃষিপণ্য কী?
    উত্তর: ধান
  9. প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটি?
    উত্তর: গঙ্গা অববাহিকা
  10. প্রশ্ন: ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর কোনটি?
    উত্তর: মুম্বই
  11. প্রশ্ন: ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?
    উত্তর: আরাবল্লী
  12. প্রশ্ন: ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
    উত্তর: রিখটার স্কেল
  13. প্রশ্ন: ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি?
    উত্তর: জগফল
  14. প্রশ্ন: চাষযোগ্য প্রধান মাটি কী?
    উত্তর: অলুভিয়াল মাটি
  15. প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
    উত্তর: হুগলি
  16. প্রশ্ন: ভূগোলের জনক কাকে বলা হয়?
    উত্তর: এরাটোস্থেনিস
  17. প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে গভীর সাগর কোনটি?
    উত্তর: প্রশান্ত মহাসাগর
  18. প্রশ্ন: ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
    উত্তর: করবেট ন্যাশনাল পার্ক
  19. প্রশ্ন: হিমবাহ কোথায় গঠিত হয়?
    উত্তর: উচ্চ পর্বত অঞ্চলে
  20. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
    উত্তর: সাহারা মরুভূমি
  21. প্রশ্ন: উষ্ণ মণ্ডলীয় অঞ্চলে কেমন জলবায়ু দেখা যায়?
    উত্তর: গ্রীষ্মপ্রধান ও আর্দ্র
  22. প্রশ্ন: মৌসুমি বায়ু কী?
    উত্তর: ঋতুভিত্তিক দিক পরিবর্তনকারী বায়ু
  23. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
    উত্তর: পদ্মা
  24. প্রশ্ন: বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী?
    উত্তর: রেনগেজ
  25. প্রশ্ন: ম্যাপ তৈরিতে কোন্ স্কেল ব্যবহার করা হয়?
    উত্তর: রৈখিক স্কেল
  26. প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
    উত্তর: গ্রিনল্যান্ড
  27. প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
    উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত
  28. প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোনটি?
    উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ
  29. প্রশ্ন: বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস কোনটি?
    উত্তর: নাইট্রোজেন
  30. প্রশ্ন: বায়ুমণ্ডলের স্তর কয়টি?
    উত্তর: ৫টি
  31. প্রশ্ন: চাষের জন্য উপযোগী ঋতু কোনটি?
    উত্তর: খরিফ ও রবি
  32. প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
    উত্তর: এশিয়া
  33. প্রশ্ন: ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
    উত্তর: ভারত মহাসাগর
  34. প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে চা বাগানের জন্য বিখ্যাত বলা হয়?
    উত্তর: অসম
  35. প্রশ্ন: ভারতের বৃহত্তম নদী প্রকল্প কোনটি?
    উত্তর: ভাকরা-নাঙ্গাল প্রকল্প
  36. প্রশ্ন: ভারতের প্রধান খনিজ সম্পদ কোনটি?
    উত্তর: কয়লা
  37. প্রশ্ন: চাষযোগ্য জমিতে ব্যবহৃত প্রধান সার কী?
    উত্তর: নাইট্রোজেন সার
  38. প্রশ্ন: উত্তর ভারতের প্রধান নদী কোনটি?
    উত্তর: যমুনা
  39. প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে প্রধানত কোন ধাতু রয়েছে?
    উত্তর: লোহা ও নিকেল
  40. প্রশ্ন: ভূপৃষ্ঠের উচ্চতা পরিমাপের একক কী?
    উত্তর: মিটার
  41. প্রশ্ন: বায়ুমণ্ডলে ওজন স্তর কোন স্তরে থাকে?
    উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার
  42. প্রশ্ন: উত্তর-পূর্ব ভারতের হ্রদ কোনটি বিখ্যাত?
    উত্তর: লোকটাক হ্রদ
  43. প্রশ্ন: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নদীগুলির গতি কেমন?
    উত্তর: ধীর গতিসম্পন্ন
  44. প্রশ্ন: ভারতের কফি উৎপাদনকারী রাজ্য কোনটি?
    উত্তর: কর্ণাটক
  45. প্রশ্ন: দাক্ষিণাত্য মালভূমি কোথায় অবস্থিত?
    উত্তর: দক্ষিণ ভারতে
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর তালিকা - Class 10 Geography Question Answer