Subscribe Us

বচন কাকে বলে দর্শন

বচন কাকে বলে উদাহরণ সহ লেখ?

বচন হল ভাষায় প্রকাশিত অবধারন। 

অথবা,

 দুটি পদের মধ্যে কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি যে ঘোষক বাক্যের মাধ্যমে করা হয় তাকে বচন বলে।

অথবা,

একটি বিবৃতি বা ঘোষক বাক্য যেখানে দুটি পদের মধ্যে কোনো সম্পর্ককে স্বীকার বা অস্বীকার তাকে বচন বলে

অথবা,

 যেমনঃ কোনো মানুষ নয় অমর
এখানে মানুষ হল উদ্দেশ্য পদ এবং অমর হল বিধেয় পদ।

বচন কয় প্রকার ও কি কি?

সম্বন্ধ অনুযায়ী বচনকে দুটি ভাগে ভাগ করা যায় - ১) সাপেক্ষ বচন ২) নিরপেক্ষ বচন