Subscribe Us

ঋকবেদের যুগের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রকৃতি কীরূপ ছিল

প্রশ্নঃ ঋকবেদের যুগের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রকৃতি কীরূপ ছিল ?

 উত্তরঃ ঋকবেদের বিভিন্ন অংশে ‘ রাজন ' ( king ) শব্দের উল্লেখ পাওয়া যায় । ঋকবেদের ‘ দানস্তোত্রে ' অনেক রাজার নাম পাওয়া যায় । মনে করা হয় , সে যুগে রাজতান্ত্রিক শাসন প্রচলিত ছিল । তবে এই রাষ্ট্র ব্যবস্থা ছিল উপজাতিভিত্তিক । রাজপদ সাধারণত বংশানুক্রমিক হলেও নির্বাচিত রাজতন্ত্র প্রচলিত ছিল । তবে রাজপদের পশ্চাতে প্রজাতন্ত্রেরও উল্লেখ পাওয়া যায় । ঋকবেদের যুগে কিছু কিছু অঞ্চলে গণরাজ্যের অস্তিত্ব ছিল ।