প্রশ্ন→পাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝ ?
উত্তর→ লিখিত উপাদান প্রাপ্তির মধ্যে দিয়ে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল । কিন্তু এরও পূর্বে যখন মূলত মানুষের ব্যবহৃত হাতিয়ার , যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয়ে থাকে তখন একে ‘ প্রাগৈতিহাসিক যুগ ’ ( Pre - Histories Age ) বলা হয়ে থাকে । প্রাগৈতিহাসিক যুগ হল মানব সভ্যতার এমন একটা পর্ব যখন লিখিত উপদান পাওয়া যায় না । " Pre Historic Age '