প্রশ্নঃ ঋকবৈদিকযুগে বিশ ও জন বলতে কী বোঝাত ?
উত্তরঃ ঋকবৈদিকযুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল বিশ । যার সর্বোচ্চ শাসক ছিলেন ‘ বিশপতি " । কিছু সংখ্যক বিশ দ্বারা গঠিত হত ' জন ' যার শাসক ছিলেন স্বয়ং ‘ রাজন ' । ঋকবেদে ‘ রাজন - কে বলা হয়েছে ' গোপজনস্য ' ।