Subscribe Us

ঋকবেদের যুগে গণরাজ্যের অস্তিত্ব কীভাবে জানা যায়

প্রশ্নঃ ঋকবেদের যুগে গণরাজ্যের অস্তিত্ব কীভাবে জানা যায় ? 

উত্তরঃ ঋকবৈদিক সাহিত্যে ' গণ ’ ও ‘ গণপতি ' বা ' জ্যেষ্ঠ ' উল্লেখ পাওয়া যায় । ‘ গণ ’ অর্থে সম্ভবত অরাজনৈতিক উপজাতীয় সংগঠনকে বোঝানো হয়েছে । সম্ভবত ‘ গণপতি ’ বা ‘ জ্যেষ্ঠ ' ছিলেন গণ - এর প্রধান ।