প্রশ্নঃ বৈদিক আর্যসমাজে নারীর স্থান কীরূপ ছিল ?
উত্তরঃ বৈদিক সমাজে আর্য নারীদের স্থান ছিল মর্যাদাপূর্ণ । তাদের স্বাধীনভাবে শিক্ষার সুযোগ , বেদ রচনার সুযোগ ছিল । যুদ্ধ পরিচালনায় তাদের প্রশিক্ষণ দেওয়া হত । ধর্মকর্মে স্বামীর সঙ্গে স্ত্রীরাও সমভাবে অংশগ্রহণ করতে পারতেন । অপালা , লোপামুদ্রা , বিশ্ববারা , ঘোষা প্রমুখ নারীরা ছিলেন এ যুগে স্বনামধন্যা নারী ।