প্রশ্ন : মেহেরগড় সম্বন্ধে কী জান ?
উত্তর : মেহেরগড় প্রত্নক্ষেত্রটি ভারতীয় উপমহাদেশের উত্তর - পশ্চিম সীমান্তের বোলান গিরিপথের কাছে অবস্থিত । মেহেরগড়ে সাতটি স্তর আবিষ্কৃত হয়েছে । প্রথম তিনটি স্তর নব্য প্রস্তুর যুগের । মেহেরগড়ে ভ্রাম্যমান পশুপালকদের বাস ছিল , পরে ইটের স্থায়ী আবাস তৈরী হয় ও কৃষি অর্থনীতির বিকাশ ঘটেছিল । মেহেরগড়ে তামার ব্যবহার ছিল ।