প্রশ্নঃ আর্য সমস্যা ( Aryan Problem ) কী ?
উত্তরঃ সুদূর অতীতকাল থেকেই ‘ আর্য ' শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে । ‘ আর্য ' শব্দের সংস্কৃত অর্থ ‘ সদ্বংশজাত ব্যক্তি ' । জে . সি . পিকার্ড , সি লাসেন ' আর্য ' শব্দটি নরগোষ্ঠী অর্থে ব্যবহার করেছেন । আবার স্যার উইলিয়াম জোনস , ম্যাক্সমুলার প্রমুখ ‘ আর্য ' শব্দটিকে ভাষাগত অর্থে ব্যবহার করেছেন । গ্রীক , ল্যাটিন , জার্মান , স্লাভনিক , কেল্টিক , পারসিক ও সংস্কৃত প্রভৃতি এই ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত । এই ভাষায় যাঁরা কথা বলেন তাঁরাই আর্য । জাতিগত অথবা ভাষাগত অর্থে ' আর্য ' শব্দের প্রয়োগ সংক্রান্ত বিতর্ক আর্য সমস্যা নামে পরিচিত ।