Subscribe Us

বৌদ্ধধর্মের ‘ হীনযান ও মহাযান বলতে কী বোঝায়

প্রশ্নঃ বৌদ্ধধর্মের ‘ হীনযান ’ ও ‘ মহাযান ’ বলতে কী বোঝায় ? 

উত্তরঃ হীনযান ' বা ' মহাযান ' হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুটি বিরোধী উপাসনা পদ্ধতি । একদল বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের কোন প্রতিকৃতি বা মূর্তি ব্যতিরেকেই উপাসনার পক্ষপাতী । এইরূপ মূর্তিবিহীন উপাসনা পদ্ধতি ‘ হীনযান ’ নামে পরিচিত । অপরপক্ষ একদল বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে তাঁর মূর্তির সম্মুখে উপাসনা আবশ্যিক মনে করেন । এই উপাসনা পদ্ধতি ' মহাযান ' নামে পরিচিত ।