প্রশ্ন→ কালানুক্রম সম্বলিত ইতিহাস ( Chronological History ) বলতে কি বোঝ ?
উত্তর →ল্যাটিন Chronologic থেকে chronology- এর উৎপত্তি । মূলত ইতিহাস বলতে পূর্বে ঘটে যাওয়া ঘটনাকেই আমরা বুঝি , কিন্তু ইতিহাস লিখনের ক্ষেত্রে ঘটনাক্রম একটা গুরুত্বপূর্ণ বিষয় । অর্থাৎ অতীতে যেমন ভাবে ঘটেছে ঘটনাবলীকে সেই ক্রম অনুযায়ী বিন্যস্ত করার যে ঐতিহাসিক ধারা তাকেই কালানুক্রম ‘ সম্বলিত ইতিহাস বা Chronological History বলা হয় ।