প্রশ্নঃ ঋকবেদে কোন্ দেবতাকে বিশ্বজগতে ব্যাপ্ত শৃঙ্খলার রক্ষক ও নিয়ন্তা বলা হয়েছে ?
উত্তরঃ ঋকবেদে বরুণকে দিন - রাত্রি ও ঋতুচক্রের পরিচালক রূপে কল্পনা করা হয়েছে । এইজন্য বরুণকে ‘ ঋত ’ নামে অভিহিত করা হয় ।
প্রশ্নঃ ঋকবৈদিক যুগে কয়েকজন দেবদেবীর নাম কর ।
উত্তর : ঋকবৈদিক যুগে কয়েকজন দেবদেবী হলেন— বরুণ , ইন্দ্র , দৌ , রুদ্র , মিত্র , অগ্নি , ঊষা , বিন্নু প্রমুখরা ।
প্রশ্নঃ ঋকবৈদিক যুগে উল্লেখিত ‘ আয়স ’ ও ‘ শীর ’ কী ? ঋকবৈদিক যুগে উল্লেখিত ‘ মিত্র ’ ও ‘ মরুৎ ' কী ?
উত্তরঃ ঋকবৈদিক যুগে আর্যরা লোহাকে ‘ আয়স ’ ও লাঙলকে ‘ শীর ’ বলত । - ঋকবৈদিক যুগে সন্ধি , শপথ ও প্রতিজ্ঞা রক্ষার দেবতা ছিলেন ‘ মিত্র ’ । ‘ মরুৎ ছিলেন বায়ুর দেবতা ।
প্রশ্নঃ ঋকবেদে উল্লেখিত ‘ গবিষ্টি ’ ও ‘ অগ্ন্যা ' কী ?
উত্তরঃ ঋকবেদে উল্লেখিত ‘ গবিষ্টি'র অর্থ গবাদি পশুর জন্য আক্রমণ ও যুদ্ধ । ঋকবেদে গাভীকে ‘ অগ্ন্যা " বা অবধ্য হিসাবে উল্লেখ করা হয়েছে ।
প্রশ্নঃ পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে প্রধান সাহিত্য উপাদান কী ?
উত্তরঃ পরবর্তী বৈদিক যুগের প্রধান সাহিত্য উপাদান এই সময়কালে রচিত সামবেদ , যজুর্বেদ ও অথর্ববেদের সংহিতা সঙ্গে সংশ্লিষ্ট , ব্রাহ্মণ , আরণ্যক ও উপনিষদ ।
প্রশ্নঃ পরবর্তী বৈদিক যুগে দুইজন বিদুষী মহিলার নাম লেখ ।
উত্তরঃ গার্গী ও মৈত্রেয়ী হলেন পরবর্তী বৈদিক যুগে উল্লেখযোগ্য বিদুষী মহিলা । এই যুগের শিক্ষা সংস্কৃতিতে এদের মত দার্শনিক নারীর অবদান যথেষ্ট ।
প্রশ্নঃ পরবর্তী - বৈদিক যুগে কোন্ কোন্ দেবতারা বিশেষ প্রাধান্য পান ?
উত্তরঃ পরবর্তী - বৈদিক যুগে বিভিন্ন দেবতাদের মধ্যে বিশ্বজগতের সৃষ্টিকর্তারূপে প্রজাপতি ( ব্রহ্মা ) , রুদ্র ( শিব ) ও বিষ্ণু ( বরুণ ) বিশেষ প্রাধান্য পান ।
প্রশ্নঃ পরবর্তী বৈদিক যুগে কী কী কর আদায় করা হত ?
উত্তর : পরবর্তী বৈদিক যুগে বলি নামক করটি নিয়মিত ও বাধ্যতামূলকভাবে আদায় করা হত । এছাড়াও ভাগ , শুল্ক প্রভৃতি করও আদায় করা হত ।
প্রশ্ন : একজন গবেষকের নাম কর যিনি আর্যদের উচ্চ বর্ণের বলে উল্লেখ করেছেন ?
উত্তর : গবেষক সি . ল্যাসেন আর্যদের উচ্চ বর্ণের বলে উল্লেখ করেছেন । ( গৌড় বর্ণ )
প্রশ্ন : ফ্রেডারিক ম্যাক্সমুলার বৈদিক সাহিত্যের রচনাকাল নির্ণয় করতে কোন্ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন ?
উত্তর : ফ্রেডারিক ম্যাক্সমুলার ( ১৮২৩-১৯০৯ খ্রিস্টাব্দ ) বৈদিক সাহিত্যের রচনাকাল নির্ণয় করতে গিয়ে “ পশ্চাৎ থেকে গণনার পদ্ধতি ” ( Date reckon back ward ) উদ্ভাবন করেছিলেন ।
প্রশ্ন : বৈদিক যুগে “ প্রাচী ” দেশ কোন অঞ্চলকে বলা হত ?
উত্তর : বৈদিক যুগে বিহার , বাংলা , বারাণসী প্রভৃতি অঞ্চলকে “ প্রাচী ” দেশ বলা হত ।
প্রশ্নঃ কোন সময়কে মহাকাব্যের যুগ বলা হয় ?
উত্তরঃ বৈদিক যুগের পরবর্তী সময়ের ইতিহাস জানার জন্য মূলতঃ রামায়ণ ও মহাভারতের উপর নির্ভর করতে হয় । তাই এই যুগকে মহাকাব্যের যুগ বলা হয় । এই যুগ আনুমানিক ১৫০০-৬০০ খৃষ্ট পূর্বাব্দ ।
প্রশ্নঃ মহাকাব্যের যুগে কী ধরণের রাজ্যের অস্তিত্ব ছিল ?
উত্তর : মহাকাব্যের যুগে রাজতান্ত্রিক রাজ্য ছাড়াও বেশ কিছু প্রজাতন্ত্র বা গণরাজ্যের কথা জানা যায় । যেমন- মালব , দ্রক প্রভৃতি ।
প্রশ্নঃ মহাকাব্যের যুগের শাসনব্যবস্থা কারা পরিচালনা করতেন ?
উত্তরঃ মহাকাব্যের যুগে গ্রাম শাসনের দায়িত্বে ছিলেন গ্রামীণ । এছাড়া নগর বিষয় ও জনপদ শাসন করার জন্য পৃথক কর্মচারী ছিলেন ।
প্রশ্নঃ আর্যদের ব্যবসা - বাণিজ্য কীভাবে চলতো ?
উত্তর : আর্যদের ব্যবসা - বাণিজ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে চলতো ।
প্রশ্নঃ আর্যদের প্রধান বাহন কী ছিল ?
উত্তর : আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া ও ষাঁড়ে টানা রথ ।
প্রশ্নঃ আর্যদের বিশাল সাহিত্য ভাণ্ডারকে এক কথায় কী বলা হয় ?
উত্তর : আর্যদের সাহিত্য - ভাণ্ডারকে এককথায় বলা হয় বেদ ।
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কী ?
উত্তরঃ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হল বেদ ।
প্রশ্নঃ আর্যদের সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিলেন ?
উত্তরঃ দেবতা ইন্দ্র আর্যদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন ।
প্রশ্নঃ বেদ অন্য কী নামে পরিচিত ?
উত্তরঃ বেদ ‘ শ্রুতি ’ নামে পরিচিত ছিল । বেদের অপর নাম শ্রুতি ।
প্রশ্নঃ আর্য - পরিবারের প্রধান বা কর্তা কে ছিলেন ?
উত্তরঃ আর্য - পরিবারের প্রধান বা কর্তা পিতা ছিলেন ।
প্রশ্নঃ আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?
উত্তরঃ আর্যদের ধর্মাচরণের প্রথম আশ্রমের নাম হল ব্রহ্মচর্য ।
প্রশ্নঃ আর্যদের ধর্মাচরণের পথ কী ছিল ?
উত্তর : যজ্ঞানুষ্ঠান একমাত্র আর্যদের ধর্মাচরণের পথ ছিল ।
প্রশ্ন : প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে কী বলা হত ?
উত্তর : প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে বলা হত গ্রামনী ।
প্রশ্নঃ বেদ কয়টি ?
উত্তর : বেদ চারটি ভাগে বিভক্ত ।
প্রশ্নঃ ' নিষ্ক ' কী ?
উত্তর : আর্যদের ব্যবহৃত স্বর্ণমুদ্রাকে ‘ নিস্ক ’ বলে ।
প্রশ্নঃ ' সপ্তসিন্ধু ’ কী ?
উত্তর : সাতটি নদী - বিধৌত অঞলকে ‘ সপ্তসিন্ধু ’ বলে ।
প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় অবস্থিত ?
উত্তর : ইউরোপে উরাল পর্বতের দক্ষিণে খিরঘিজের তৃণভূমি অঞ্চলে আর্যদের আদি বাসস্থান স্থাপক ব্রান্ডেনস্টাইন । )