Subscribe Us

ভারতে নব্যপ্রস্তর যুগের সময়কাল কী ছিল || এই যুগ সম্বন্ধে কী জান

প্রশ্ন : ভারতে নব্যপ্রস্তর যুগের সময়কাল কী ছিল ? এই যুগ সম্বন্ধে কী জান ? 

উত্তর : ভারতে নব্যপ্রস্তর যুগের সময়কাল আনুমানিক ৭০০০–১০০০ খ্রিস্টপূর্বাব্দ । দক্ষিণ ও পূর্ব ভারতে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগের অস্তিত্ব ছিল । এই যুগের হাতিয়ারগুলি ছিল সূক্ষ্ম ও তীক্ষ্ণ । এই যুগের মানুষরা ধান , গম , বার্লি উৎপাদনে সক্ষম ছিল । মসৃণ পাথরে নির্মিত কুম্ভকারের চক্রের উদ্ভাবন এই যুগেই হয়েছিল ।