প্রশ্ন : ভারতের উত্তর ও দক্ষিণ দিকে নব্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল ?
উত্তর : ভারতের উত্তরদিকে কাশ্মীরের শ্রীনগরের কাছে বুর্জাহোম - এ নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল । ভারতের দক্ষিণ দিকে বেল্লারি জেলার মাঙ্গানাকাল্লু ও পিকলিহালে নব্যপ্রস্তুর যুগের সংস্কৃতির নিদর্শন পাওয়া গিয়েছিল ।