প্রশ্ন : কিলি - গুল - মহম্মদ , রানা ঘুনদাই , ডাম্ব সাদাৎ প্রভৃতি অঞ্চলের পরিচয় দাও ।
উত্তর→ বর্তমানে পাকিস্তান ভূভাগের অংশভুক্ত কোয়েটা উপত্যকার কিলি গুল- মহম্মদে নব্যপ্রস্তর যুগীয় উপজাতিসমূহের অস্তিত্ব ছিল । নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল পূর্ব বেলুচিস্তানের রানা খুনদাই । কিলি - গুল - মহম্মদের অদূরবর্তী ডাম্ব সাদাতে খননকার্য চালানোর ফলে উদ্ঘাটিত হয়েছে নব্যপ্রস্তর ও গোড়ার দিককার তাম্র প্রস্তরযুগের সুনির্দিষ্ট স্তরভিত্তিক পরিচয় ।