প্রশ্ন : নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর ।
উত্তর : নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি হল —
( ১ ) পাথরের হাতিয়ারগুলি ছিল মসৃণ যেমন : কুঠার , ছুরি
( ২ ) হাড়ের তৈরী হাতিয়ারের সংখ্যাবৃদ্ধি
( ৩ ) ব্যাপক কৃষিকাজ
( ৪ ) কুমোরের চাকায় মাটির পাত্র তৈরী
( ৫ ) বয়ন শিল্পের উদ্ভাবন
( ৬ ) স্থায়ীভাবে বসবাস ।