প্রশ্ন : প্রাচীন প্রস্তরযুগের সময়কাল কী ছিল ? ভারতের কোন অংশে এই যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল ?
উত্তর : প্রাচীন প্রস্তরযুগের সময়কাল আনুমানিক ২,৫০,০০০-১০০,০০০ খ্রিস্টপূর্বাব্দে । উত্তর - পশ্চিম ও দক্ষিণ ভারতে এই যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল । এযুগে মানুষ ছিল গুহাবাসী , পশুচর্ম ও লতাগুল্ম দিয়ে পোশাক বানাত , পশুপাখি শিকার করত । এদের হাতিয়ার ছিল অমসৃণ ও বড় বড় পাথরে তৈরী । এরা ছোট দলে বিভক্ত হয়ে যাযাবরের জীবনযাপন করত ।