Subscribe Us

কে সর্বক্ষত্রান্তক উপাধি নিয়েছিলেন || কেন

প্রশ্ন : কে সর্বক্ষত্রান্তক উপাধি নিয়েছিলেন ? কেন ? 

উত্তর : মহাপদ্মনন্দ সর্বক্ষত্রান্তক উপাধি নিয়েছিলেন । তিনি সকল ক্ষত্রিয় রাজাকে উচ্ছেদ করে এই উপাধি নিয়েছিলেন । পুরাণ মতে মহাপদ্মনন্দ ইক্ষাকু , পাঞ্চাল , কলিঙ্গ , অশ্মক , কাশি , কুরু , শূরসেন , মিথিলা , খিতিহোত্র প্রভৃতি ক্ষত্রিয়দের পরাস্ত করেছিলেন ।