প্রশ্ন : হরপ্পা সভ্যতাকে তাম্র - প্রস্তর যুগের সভ্যতা বলা হয় কেন ?
উত্তর : হরপ্পা সভ্যতায় পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি ব্রোঞ্জ ও তামার ব্যবহার হয়েছিল । প্রস্তর নির্মিত সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রের সাথে সাথে তামা ও ব্রোঞ্জের বহুল প্রচলন থাকায় হরপ্পা সভ্যতাকে তাম্র - প্রস্তর যুগের সভ্যতা বলা হয় । এ যুগে মানুষ লোহার ব্যবহার জানত না ।