প্রশ্ন : সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করা হয় কেন ?
উত্তর : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পাতেই সর্বপ্রথম সিন্ধুসভ্যতার নিদর্শন আবিষ্কার করেন । এছাড়া স্বাধীনতা লাভের পর ভারতের বিভিন্ন স্থানে উৎখননের ফলে আবিষ্কৃত প্রত্নবস্তুর সাথে হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলোর সাদৃশ্য বেশি , এবং প্রত্নতাত্বিক উৎখননের নিয়ম অনুয়ায়ী এই কালপর্বে হরপ্পা নগরীর ধ্বংসাবশেষ সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল হলে সিন্ধুসভ্যতার নামকরণ ‘ হরপ্পা সভ্যতা ’ করা হয়েছে ।