প্রশ্নঃ বেদান্ত ও বেদান্ত দর্শন কাকে বলে ?
উত্তরঃ বেদান্তের অর্থ হলো বেদের রচনাগুলির শেষাংশ এবং বেদ অর্থাৎ জ্ঞানের শেষাংশের সম্মিলনী । বেদান্তের মধ্যে আছে আরণ্যক ও উপনিষদ । উপনিষদে যে দার্শনিকতত্ত্বকে প্রকাশ করার প্রয়াস করা হয়েছে তা বেদান্ত দর্শন নামে পরিচিত ।