Subscribe Us

আহার সংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য লেখ

 প্রশ্ন : আহার সংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য লেখ । 

উত্তর : আহার সংস্কৃতিতে বাড়িগুলি সাধারণতঃ মাটির তৈরী । তবে কিছু ইঁটের বাড়ি ছিল । পাথরের টুকরো দিয়ে বাড়ির ভিত তৈরী হত । বাঁশ বা কাঠের মাধ্যমে বাড়ির চাল তৈরী হত । এদের মৃৎপাত্রগুলি ছিল কালো এবং লাল ।