প্রশ্ন : চিত্রিত ধুসর মৃৎপাত্র সংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর : ( ক ) পাঞ্জাব থেকে রাজস্থান এবং গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত এই সংস্কৃতির বিস্তার ঘটেছিল ।
( খ ) লোহার তৈরী বহু সামগ্রীর পরিচয় মেলে । যেমন— - কুঠার , তীরের ফলা , ছুরি প্রভৃতি ।
( গ ) বাড়ি ঘর ছিল মাটির তৈরী । গবাদি পশু পালন করা হত । ধান , যব প্রভৃতি কৃষিপণ্যের চাষ হত ।